নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

স্বর যন্ত্র

প্রজ্জলনের অনির্বাণ অগ্নিশিখা আমি, শুধু সাদা আগুন, পুড়লে ফোসকা পড়েনা, ধোঁয়াও ওড়েনা..তাই নৈতিকতার স্বপক্ষে ফিরে যাই বারে বারে।

স্বর যন্ত্র › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার বৈপরীত্য শুধু ঘৃণাতেই নয় এটা একটা ব্যাবধান মাত্র।

১০ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭

সন্মোহনের মতো আবেগী বিচ্যুতি আর কিছুতেই নেই। আমি প্রহরের পর প্রহর শুধু প্রেমের রঙ্গীন শৈলী একেঁ যাই আর তুমি নির্দ্বিধায় সেখানে সাদা প্রলেপ দিয়ে যাও মূহুর্তগুলো মুছে ফেলার জন্য।আমি ঝড় ভালবাসি,তার অর্থ এই নয় ধ্বংসই আমার উপাসনা।কখনও যদি দুঃখযন্ত্রের শেষ তারটি বেজে ওঠে ভেবে নিওনা আমিই সেই বাদক।অবশেষে শূন্যতাই প্রলম্বিত হলো,তুমি করে দিলে সেই বিরহকাব্যের শেষ পংক্তিবিন্যাস।চাইলে নিমেষেই জোড়া দিতে পারতে টুকরো টুকরো স্বপ্নগুলোকে।কারন ভালবাসার বৈপরীত্য শুধু ঘৃণাতেই নয় এটা একটা ব্যাবধান মাত্র।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কঠিন কঠিন কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.