নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

স্বর যন্ত্র

প্রজ্জলনের অনির্বাণ অগ্নিশিখা আমি, শুধু সাদা আগুন, পুড়লে ফোসকা পড়েনা, ধোঁয়াও ওড়েনা..তাই নৈতিকতার স্বপক্ষে ফিরে যাই বারে বারে।

স্বর যন্ত্র › বিস্তারিত পোস্টঃ

ধূসর সময়.।.।।

১২ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

সময়টা ধূসর তাই কান্নার জন্য আলাদা করে আর গোধূলীর প্রয়োজন হয়না।আমি হেঁটেই চলেছি ধূলোময় বিরানভূমিতে।দুঃখগুলো সময়বাহিত,তাই বরফ শীতল নিস্তব্ধতায় একটিমাত্র অক্ষবিন্দু হয়ে দাঁড়িয়ে আছি।কখন মৌসুমী বাতাস আসবে আর বরফ গলে পানি হবে আমি আবার জীবন ফিরে পাবো।ক্রমান্নয়ে ব্যবচ্ছেদ হচ্ছে স্বপ্নগুলোর,তবুও পরিপাটি আমি এই বিরুদ্ধ বাতাসে। অদেখা ভূবনটার মুখোমুখি দাড়িয়ে আরেকটিবার মার্জনার বৃত্তটিকে একে চলেছি।যার অন্তবৃত্ত তুমি আর বৃত্তসীমা আমি।হাহ্ ...এটাই বুঝি দীর্ঘশ্বাস....

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ‘...এটাই বুঝি দীর্ঘশ্বাস....’ আমিও তাই মনে করি।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৫

স্বর যন্ত্র বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.