নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

স্বর যন্ত্র

প্রজ্জলনের অনির্বাণ অগ্নিশিখা আমি, শুধু সাদা আগুন, পুড়লে ফোসকা পড়েনা, ধোঁয়াও ওড়েনা..তাই নৈতিকতার স্বপক্ষে ফিরে যাই বারে বারে।

স্বর যন্ত্র › বিস্তারিত পোস্টঃ

নীলাভ পৃথিবী.।.।.।.।.।.।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫২

পুনর্বার দেখা হলো সেই ঘোলাটে বিবর্ন সময়ের সাথে।স্বাগতম তোমায় এই ছোট্ট চিলেকোঠায়।দুটি জানালা আর একটি চৌকাঠের জরাজীর্ন দরজা।প্রবল বাতাসের অবাধ আনাগোনা ঘরময়,একটি প্রজাপতিও আসে মাঝে মাঝে।চাঁদের আলো সেতো রুপালি চাকচিক্যে জাপটে রাখে সবসময়।শুধু লেবুর সরবতের মতো সরলতম এক চিলতে সুখের চিহ্নমাত্র নেই দুর দুরান্তে কোথাও,এই ছোট্ট কষ্টকুঠুরীতে তো নেই ই।তারপরও এখানেই স্বেচ্ছায় নির্বাসন আমার,দুমড়ে মুচড়ে থাকা স্বপ্নগুলোকে চোখের জলে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে যাই এখনও।যদি তুমি ফিরে আসো কোনও অবেলায়?তুমি কি করে জানবে বলো নীল নিথরতায় আমার হৃদপিন্ডে কতটা রক্ত জমাট বেঁধে নীলাভ হয়েছে?কোনও এক অজানা সর্বনাশা শংকা আমার স্বপ্নযাত্রাকে দূর্বিসহ করে তুলেছে, পাড়ভাঙ্গার শব্দে পায়ের নীচ থেকে মাটি সরে গিয়ে আমি রুদ্ধশ্বাসে ছুটে চলেছি অতলপূরীতে।যে পথে গিয়েছিলাম সে পথেই ফিরে ফিরে আসি আমি।তবুও তোমার সম্বিত ফিরে আসেনা।হয়তো তোমরা এতেই আনন্দ পাও।একটিবারও ভাবলেনা আনন্দের প্রতিশব্দ বিষাদ,ওখানেও কেউ না কেউ বাস করে, যার পৃথিবীটাও নীলাভ....

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কে সেই ‘তুমি’?

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৬

স্বর যন্ত্র বলেছেন: কেউ না কেউ তো হবেই,হয়তো আমি ,না হয় অন্য কেউ.।.।.।.।@ ফরিদ আহমদ চৌধুরী ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.