নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

স্বর যন্ত্র

প্রজ্জলনের অনির্বাণ অগ্নিশিখা আমি, শুধু সাদা আগুন, পুড়লে ফোসকা পড়েনা, ধোঁয়াও ওড়েনা..তাই নৈতিকতার স্বপক্ষে ফিরে যাই বারে বারে।

স্বর যন্ত্র › বিস্তারিত পোস্টঃ

ফিনিক্স পাখির প্রত্যাবর্তন.।.।.।.।.।.।.।

৩১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৭

অবশেষে আবারও প্রলয়ঙ্করী ফিনিক্স পাখির দেখা পেলাম, আকাশের সুরেলা স্তরে অনায়াসে গান গাইছে আনমনে।আমার দৃষ্টি তির্যক কিন্তু ভীষণ বিক্ষিপ্ত।সময় যাচ্ছে ক্রমশ আর আমি মেঘের মতো বিলুপ্ত হচ্ছি।ব্যাস্ততা ইদানিং উপযাজক হয়ে জীবনের চেনা মুহূর্তগুলোকে নিঃশেষ করে দিতে চায়।তবুও আমি ভেঙ্গে পড়িনা।সন্ধ্যা গুলো বড় বেশী মন খারাপ করা হয় কোনও এক অজানা কারনে,তাই নির্বাক হয়ে জানালায় চেয়ে থাকা হয়না এখন আর।শুধু আকাশেই মুগ্ধতা আমার, যত জন্ত্রনা যত অব্যাক্ত সুখ ওখানেই জমা রয়েছে যে তাই।কষ্ট,বিরহ,বিভ্রান্তি সব একই গ্রহে চক্রাবদ্ধ তাই হাজারো অচক্রে এর থেকে মুক্তি নেই।সুখ, স্বপ্ন, ভালবাসা আর স্মরণ আজ বিক্ষিপ্ত ভাবে ছুটেছে অন্যগ্রহে, কি জানি ,কেন?হয়তো জলকণার জলছবি দৃশ্যমান দু চোখের কোনে তাই।তারপরও নতুন করে বিকেল আসে, তারপর সন্ধ্যা , তারপর রাত।একটু একটু করে গোঙানির পলি জমে স্মৃতির বহিরাবরণে।সবটাই তোমার হেয়ালীর পার্বণী, আমি হাসিমুখে বরন করি, তুমি পুনরাঘাত করো তবুও বরন করি।অবহেলা আর বৈষম্যের ভিড় ঠেলে মিনতির পেয়ালায় চুমুক দেই আমি, আর তুমি ঠোঁট বাঁকানো হাসিতে ৈদ্বয়রথের সুখ চূর্ণ বিচূর্ণ করো।তারপরও অপেক্ষা, পুরনো প্রতিশ্রুতিকে নতুন করে ফিরে পাওয়ার অপেক্ষা।বিশীর্ণ মনরথে প্রতিদিনের বিকেল, সন্ধা,রাত্রি বারে বারে আসে...... আমিও নীরস , নিভৃত চিত্তে দিনাতিপাত করি।হটাৎ করে সেদিনের সন্ধ্যায় রাজকন্যার প্রত্যাবর্তন......সুখ, স্বপ্ন, ভাললাগা, আর তার সাবলীল প্রতিশ্রুতি।এখানেই স্তব্ধ হয়ে যাই আমি, এখানেই স্থির হয়ে যাই আমি... তুমি আসবে, পুনর্বার আসবে ফিনিক্স পাখি, আমি তোমার চোখের মরুভুমিতে জলসমুদ্র হতে চাই.........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.