নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

স্বর যন্ত্র

প্রজ্জলনের অনির্বাণ অগ্নিশিখা আমি, শুধু সাদা আগুন, পুড়লে ফোসকা পড়েনা, ধোঁয়াও ওড়েনা..তাই নৈতিকতার স্বপক্ষে ফিরে যাই বারে বারে।

স্বর যন্ত্র › বিস্তারিত পোস্টঃ

অন্তহীন যাত্রা .............

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১১

মুক্ত হয়েও তোমার অন্তরাত্মা আজ ভীষণ দ্বিধাগ্রস্থ,তুমি যখন হেঁটে যাও,সবগুলো বীভৎস মুহূর্ত পিছনে ফেলে যাও, অথচ কোনও ভাবেই তোমার ছায়াকে পেছনে ফেলতে পারনা,পারবেওনা কখনও, কারন তুমি সূর্যের আলোতে ছুটে চলা পথিক।যে জীবন থেকে বিচ্ছিন্ন হতে চায়,আবার দিনভর আলোর আলিঙ্গন চায় সে কখনও একা হতে পারেনা,সে নিতান্তই নিরঙ্কুশ যৌথবাদী।যদি পারো কখনও কৃষ্ণপক্ষের রাতে মায়ার সুতো কেটে একা একা হেঁটে যাও সমুদ্রতটে, উপকুলে, অরন্যে কিংবা জনমানবহীন কংকাল দ্বীপে,তুমি সব একাকিত্তের সুখ পাবে এখানে।এই মুহূর্তে স্বপ্নের পরবাসি পাখি হয়েও তুমি মিছে অভিমানে আসক্ত।বিকেলটা কাটিয়ে দিলে দখিনা ব্যালকনিতে বেশ,অথচ সন্ধ্যাটা পাশ ফেরানো রয়েছে,তুমি চোখ ফিরালেই থরে থরে সাজান জোনাকিরা হবে সব নিরুদ্দেশ।কাচা মিঠে বকুনীতে চোখ রাঙ্গাবে ঠিক জানি,কি করবো বল আঙ্গুল ছোঁয়ানো নিষেধ তাই জোসনার আলোয় চকচক করা তোমার ঠোঁটের স্ফুলিঙ্গে কোনও আভিজাত্য খুজিনি।আজ এতদুরে থেকেও নীলমানব হয়ে কষ্টের সঞ্চারী আমি,একটু একটু করে রঞ্জিত হচ্ছি, তোমার দৃষ্টির অগোচরে।আর মাত্র একটা সুতোর প্রবাল দ্বীপ পেরুলেই অন্তহীন সমুদ্রের দেখা পাব।তুমি পিছুটান ফেলে আসো, সপ্ন,ছায়া, মায়া সব, সব।এরপর শুরু হবে দিগন্তহীন যাত্রা।জোয়ারের জলে দুঁহাতে ঢেউ কাটে সোনালি মাছ, প্রতীক্ষার ছেদ কেটে তুমি যতবার দ্বিধাগ্রস্থ হউ, আমি ততবার তোমার হাত ছুয়ে স্মৃতিতে জমা পলি সরিয়ে ভাবনার পথ করে দেই, তুমি সেই পথে দিগন্ত পাড়ি দাও শূন্য হাতে,কোথাও কোনও পিছুটান নেই, কোনও ছায়াও নেই।শুধু তুমি আর আমি, একবারও বুঝতে দেইনা এ যাত্রা অন্তহীন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.