নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

স্বর যন্ত্র

প্রজ্জলনের অনির্বাণ অগ্নিশিখা আমি, শুধু সাদা আগুন, পুড়লে ফোসকা পড়েনা, ধোঁয়াও ওড়েনা..তাই নৈতিকতার স্বপক্ষে ফিরে যাই বারে বারে।

স্বর যন্ত্র › বিস্তারিত পোস্টঃ

তোমার ছায়াসঙ্গী............

০৩ রা মার্চ, ২০১৭ রাত ৮:২৬

নিরুপায় হয়ে আমি এ পথে এসেছি,হটাত দেখি জলপাই গাছটার নিচে এক নিবেশী ছায়ামূর্তি,জাফরানি রঙের শাড়িতে দুপুরের নির্মোহ একঘেয়েমিত্ত জাপটে রেখেছে সেই পুরনো চাঞ্চল্যকে।কেন জানি শিরদাঁড়া জুড়ে শীতল একটা হিমপ্রবাহ বয়ে গেল এক মুহুরতে।আমি আলতো করে হাত টা ছুয়ে বললাম কেমন আছ?মুহূর্তেই সম্বিত ফিরে পেলে তুমি।একটুখানি চোখ ফেরাও, দেখি তোমার নকশীকাঁথার আঁচল,কোথায় লুকানো রয়েছে নিরুত্তাপ ভালবাসার অদৃশ্য মানচিত্র।অনেকতো তুমি অভিমান করেছো আজ না হয় একটু মুখ ফিরিয়ে কান্না করো।মরচেপড়া পুরনো চিঠির বাক্সে এখনও দু বেলা নিয়ম করে উঁকি দেই আমি, যদি কোনও চিঠি আসে, ধুলো জমার আগেই যেন অবলীলাক্রমে তোমার দগদগে অনুশোচনার ক্ষতটা দেখতে পাই।আমার অন্তরাত্মা আজ বিকলাঙ্গ,এলোমেলো ভাবেই স্বপ্ন হাতড়ে বেড়াই অপ্রাসঙ্গিক জীবনকাব্যে।ব্যাথাগুলো মূর্তমান তাই বিশুদ্ধতার দাদন অনেক আগেই অর্পণ করে এসেছিলাম বিশ্বস্ততার সমরেখায়।সময় পরিবর্তনের মন্থরগতি দেখে ধরেই নিয়েছিলাম এ জীবনের প্রান্তীয় সুখগুলো অঙ্কুরেই বিনাশ হয়ে গেছে, এখন শুধু অন্তরাত্মায় জমিয়ে রাখা সুখ যাপন করবো, কিন্তু সেখানেও রাজ্যের অসঙ্গতি।তাই বলে এখনও ভাবতে পারিনি নিজেকে ভাসিয়ে দেব তিরোধানের প্রবাহে, তুমি আসো বা নাই আসো,আমার সবগুলো নিস্প্রান হাসি প্রতিবিম্ব হয়ে ফিরে আসবে একদিন জানি।হয়তো দুঁহাতে ধরে তোমার সাথে পথ চলা হবেনা কখনও।তাতে কি? এক হাতেই তোমার চারিপাশে ছায়ামূর্তি গড়ে স্বপ্নের মরুদ্দ্যান পাড়ি দেবো রাতের পর রাত, কখনও জোস্নার আলোয় কখনওবা দুপুরের খরতাপে।তুমি একদিন ঠিক পৌঁছে যাবে দিগন্তের শেষে আলোর পৃথিবীতে, আমিই রয়ে যাব কয়েক বর্ষ দূরে সেই আধার রাজ্যে।তাতে কি আমার ছায়াতো তোমার সাথেই আছে ছায়াসঙ্গী হয়ে সবসময়।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.