নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভোজন রসিক

স্বপ্নবিলাসী, ভোজন রসিক। ছন্দময় জীবনের সন্ধান করি। আর, দেশের রাজনীতিকে জানাই, এক ঢালা নিন্দা ।

ভোজন রসিক › বিস্তারিত পোস্টঃ

এক ঝামেলার গুষ্টির গপ্পো

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

এক রাজ্যে ১টা গুষ্টি ছিল- বড্ড ঝামেলার। রাজ্য পয়দা হওয়ার আগে থেকে ঝামেলা শুরু করসে, এখনো ঝামেলা করেই যাচ্ছে। রাজা তো পড়সে বড্ড মুশকিলে, এই ঝামেলারে ক্যামনে দূর করবে। রাজারও মাঝে মধ্যে ঝামেলাটার দরকার হয়, শাসন টিকিয়ে রাখা নিয়ে কথা । কিন্তু প্রজারা সব ক্ষেপ্তেছে, ঝামেলাগুলারে রাখছে ক্যান ??? অবস্থা বেগতিক!!! বাধ্য রাজা গুষ্টির কয়ডারে ধরল, কিন্তু গুষ্টির বাকিগুলা হেগো চেলাগুলারে লেলায়া আরও ঝামেলা পয়দা শুরু করল। এত্ত সমস্যা !!! রাজ্য টিকিয়ে রাখাই দায়!!! শেষ মেশ রাজা ১ডা বুদ্ধি আটল- দেখি তো কে কি করে??? কয়েদখানা থেইকা গুষ্টির বড় ১ডারে ছাইড়া দিল। প্রজারা এইডা জাইনা ক্ষেইপা রাজ্য লাল কইরা দিল। রাজার বিরুদ্ধে কথা কওয়া শুরু করল। নিজেরাই গুষ্টির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। ঝামেলার গুষ্টি তহন রাজার সৈন্য আর প্রজাগুলার উপর চওড়া হইতে লাগল চেলা সবগুলারে লইয়া। ব্যাস, পুরা রাজ্যের মাইসে ক্ষেইপা গেল তহন। রাজ্যের অন্যান্য গুষ্টি হেগো নিন্দা করতে লাগল, সেই সাথে রাজারও । রাজা এইসব দেইখা ভাবল- পাইছি বুদ্ধি। দিল বন্দী গুষ্টির ছোট ১ডার গর্দান কাইটা। সাথে সাথে সবাইরে কইল, মার সব ঝামেলার গুষ্টিরে। ব্যাস, সৈন্যরা আদেশ পাইয়া তরবারি লইয়া ঝাপায়া পড়ল, প্রজারা তো আগে থেকেই মারপিটে আছে।





বছর কাটিয়া গেল। ঝামেলার গুষ্টি প্রায় নাই বললেই চলে। কারো গর্দান কাটা, কেউ গেল পলায়া। চেলা গুলাও বেগতিক বুইঝা এদিক-ওদিক সটকে পড়ল। প্রজারা শান্ত হইয়া গেল। সবাই রাজারে সাধুবাদ দিতে লাগল। রাজা এহন হেব্বি খুশি। ঝামেলাও দূর হইসে, সেও আরো শক্তিশালী হইছে, সেই সাথে তার চেলা সৈন্যগুলাও......

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: বানাও বানাও আরো বানাও, কাজ হবে না, রাজাকারের ফাঁসি ছাড়া অন্য কিছু হবে না। বাংলাদেশীদের প্রাণের দাবী পূর্ণ হবেই হবে। আমিন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

ভোজন রসিক বলেছেন: অবশ্যই ---
আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.