নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার সর্বসত্ত্ব লেখক দ্বারা সংরক্ষিত।

রাবেয়া রব্বানি

মানুষের ভীড়ে মানুষ হয়ে গেছি বারবার।

রাবেয়া রব্বানি › বিস্তারিত পোস্টঃ

এর চেয়ে

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১০:০০





এর চেয়ে সেই সবুজ কীটটা ভালো
পাতার অগোচোরে এক্কেবারে সলিড জড়!
এর চেয়ে ভালো টিকটিকিটা
যার একটি ঘুলঘুলি আছে লুকিয়ে পড়ার।
তার চেয়েও ভালো সরিসৃপটা
যে শষ্য আর মাংসের পুজোকে কঁচু দেখিয়ে, শীতকালটা ঘুমিয়ে থাকতে পারে।
আর এখানে!
প্রতিদিন তিন মাত্রার খাঁ খাঁ রোদ,
নিরুপায় পরিপাকতন্ত্র।

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১০:১৫

কিরমানী লিটন বলেছেন: নান্দনিক মুগ্ধতা ছুঁয়ে গেলো-অতলের হাহাকার কান্নার মতো,শুভকামনা জানবেন...

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১২

রাবেয়া রব্বানি বলেছেন: মঙগল কামনা জানবেন আপনিও। ভালো থাকুন অনেক।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১০:২৪

সেলিম আনোয়ার বলেছেন: বাহ । কয়দিন আমিও শীতনিদ্রায় ছিলাম । শীতনিদ্রা খুব ভাললাগে । বুফোমেলানোসটিকটাস শীত নিদ্রায় অভ্যস্ত ।

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৪

রাবেয়া রব্বানি বলেছেন: বুফোমেলানোসটিকটাস কে বুঝলাম না।
লেখকদের এই রোগ থাকে কম বেশি মনে হয়। আমার ভাল্লাগ্লেও উপায় নেই গোলাম হোসেন।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬

আমিনুর রহমান বলেছেন:



প্রতিদিন তিন মাত্রার খাঁ খাঁ রোদ,
নিরুপায় পরিপাকতন্ত্র।


কবিতায় মুগ্ধতা।

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৪

রাবেয়া রব্বানি বলেছেন: অনেক শুভকামনা। :-)

৪| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৪

হাসান মাহবুব বলেছেন: পোকা, টিকটিকি আর সরিসৃপ যেন মানুষের মানসিক অবস্থার তিনটে দশাকে বর্ণিত করলো। মানুষ হওয়ার এই এক জ্বালা। মাঝে মধ্যে এই ভুল জন্মের প্রতি তীব্র বিতৃষ্ণা এসে যায়। এর চেয়ে পশু-পাখি-কীটপতঙ্গ-সরিসৃপ হয়ে জন্মালে কী এমন ক্ষতি হতো!

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৭

রাবেয়া রব্বানি বলেছেন: আমরা সৌভাগ্যবান মানুষ হয়েছি বলে হাসান ভাই। পশু পাখিরাও তেমন ভাগ্যধর তাদের অনেক প্রাকৃতিক ক্ষমতা আছে যা আমাদের নেই। কেউ কেউ সেই ক্ষমতাগুলো মিস করে। আমরা লেখকরা যেমন।।। :-) :-).

৫| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৩

আলোরিকা বলেছেন: ছোট্ট আঙ্গিকে কি প্রখর জীবন বোধ ! মানুষ হয়েও মাঝে মাঝে কীট - পতঙ্গ কে হিংসে - চমৎকার :)

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৯

রাবেয়া রব্বানি বলেছেন: জীবন একটু কম বুঝলেই হয়তো শান্তি ছিলরে ভাই/বোন। শান্তি নাই।

৬| ০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

শামীম আরেফীন বলেছেন: সত্যিই তাই, এখানে প্রতিদিন তিন মাত্রার খাঁ খাঁ রোদ। অনেক ভালোলাগা রইল। :)

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৯

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ শামীম কবিতাটি পড়লেন। শুভ কামনা জানবেন।

৭| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২০

খায়রুল আহসান বলেছেন: এর চেয়ে ভালো টিকটিকিটা
যার একটি ঘুলঘুলি আছে লুকিয়ে পড়ার
-- ভালো লাগলো।
পরিপাকতন্ত্রের দাবী না মিটিয়ে তো উপায় নেই, তবে সেই দায়টা যখন শুধুমাত্র একজনের উপর বর্তায়, তখন এরকম অনুভূতি হওয়াটা স্বাভাবিকই বটে।
কবিতাটার নাম "এর চেয়ে" দিতে পারেন, ইচ্ছে হলে।

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১২

রাবেয়া রব্বানি বলেছেন: আপনার দেয়া নামটা রাখা হলো। আমার ব্লগে স্বাগতম। ভালো থাকুন।

৮| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

খায়রুল আহসান বলেছেন: আমার দেয়া নামটা আপনার কবিতার শিরোনাম হিসেবে গ্রহণ করার জন্য ধন্যবাদ। আশাকরি আপনার আরো লেখা পড়বো অচিরেই।
আপনিও সময় করে আমার ব্লগে ঘুরে গেলে খুশী হবো।

১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০০

রাবেয়া রব্বানি বলেছেন: অবশ্যই। অনেক ভালো থাকুন

৯| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৬

সেলিম আনোয়ার বলেছেন: বুফোমেলানোসটিকটাস হলো কুনোব্যাঙের বৈজ্ঞানিক নাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.