নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার সর্বসত্ত্ব লেখক দ্বারা সংরক্ষিত।

রাবেয়া রব্বানি

মানুষের ভীড়ে মানুষ হয়ে গেছি বারবার।

রাবেয়া রব্বানি › বিস্তারিত পোস্টঃ

কবিতা: জমে থাকা সব

১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৫

এইতো সব উড়িয়ে দিচ্ছি
হাত থেকে খুলে, পা থেকে খুলে,
খোপা থেকে খুলে
চোখের পাতা, গলা, কান থেকে খুলে
বুকের বাম পাশ খুলে।

মাধ্যাকর্ষণ না মেনে এইসব,
উড়ে যাক হাওয়া বেলুন এর মত।
উড়ে যাক ধুলো হয়ে, মেঘ হয়ে
উদ্বায়ী জল হয়ে,আলোর কুচি হয়
উড়ে যাক, আকাশের পর আকাশ পার হয়ে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:২৪

একজন নিশাদ বলেছেন: ভাললাগা জানুন।

৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০১

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ আপনাকে নিশাদ

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা অনেক ভাল লেগেছে।

৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৩

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ সুজন

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।

৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০২

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ সীমানা।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর কবিতা।
উড়ে যাক, আকাশের পর আকাশ পার হয়ে...চমৎকার !

৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০০

রাবেয়া রব্বানি বলেছেন: অনেক ধন্যবাদ আহসান ভাই।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২২

ভ্রমরের ডানা বলেছেন:
পুরো কবিতা জুড়েই ভাল লাগা! ভাল থাকবেন কবি!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৯

রাবেয়া রব্বানি বলেছেন: আপনিওভালো থাকবেন ডানা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.