নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার সর্বসত্ত্ব লেখক দ্বারা সংরক্ষিত।

রাবেয়া রব্বানি

মানুষের ভীড়ে মানুষ হয়ে গেছি বারবার।

রাবেয়া রব্বানি › বিস্তারিত পোস্টঃ

সময় প্রকাশন থেকে নির্বাচিত হয়ে প্রকাশিত হল ছোটগল্প সংকলন নিহত সূর্যের দেশ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৬

সময় প্রকাশন দ্বারা এবছর নির্বাচিত হয়ে প্রকাশিত হল আমার ছোটগল্প সংকলন, নিহত সূর্যের দেশ।
পাওয়া যাচ্ছে,
প্যাভিলন নাম্বার ৪
সোহরউয়ার্দী উদ্যান
সময় প্রকাশন।
গায়ের মূল্য মাত্র ১০০ টাকা
দাম হয়ত ৮০ টাকা নিবে।

আশা করছি আমাকে উতসাহ দিতে শুধু লাইক নয় বইটা সংগ্রহ করবেন।বন্ধুত্ব বা আত্মীয়তার বা সহব্লগারেরে দাবী করতে পারি না।আমার অপারগতা।তবে বলতে পারি বই কিনুন প্রকাশক ও লেখকদের উতসাহ দিন।একটা মগজহীন সমাজ থেকে দেশকে বাচান।নিজের জন্য কিনুন আপনার যে বন্ধুটি বই পড়তে পছন্দ করে তাকে উপহার দিন।

বিঃদ্রঃ আমরা ব্লগাররাই যদি ব্লগারদের বই না কিনি তাহলে কিভাবে আমরা এই দূর্নাম ঘুচাব যে "ব্লগাররা লেখক নয়। " সকল ব্লগারদের কাছে অনুরোধ কিনুন কি না কিনুন সময় প্রকাশনীতে গিয়ে অবশ্যই বইটি হাতে নিয়ে দেখবেন।

প্রিয়জনকে বই উপহার দিন।বই হোক আপনার নিত্যদিনের সঙ্গী। [img|http://s3.amazonaws.com/somewherein/pictures/rrkhan/rrkhan-1486199755-a3963d5_xlarge.jpg

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৫

শায়মা বলেছেন: অবশ্যই কিনবো আপুনি!!!!!!!


তাই লাইকও দিলাম! :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩২

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ শায়মা আপু।সবাই যেন আপনার মত ভাবে এই কামনা করি ।আমরা আমাদের আগে স্বীকৃতি না দিলে হবে কিভাবে? ব্লগ লেখক হিসাবে লেখার হাতে খড়ি আমাদের সবার।এটা আমাদের অহংকার যদি আমরা দাড়াতে পারি। আমি জানিনা আপু কর্তৃপক্ষ কে। তবে অনুরোধ করব যাতে আমাদের ব্লগারদের বইয়ের জোর প্রচারনা চালানো হয়। যাতে আমরা হারিয়ে না যাই।প্রকাশক যাতে নতুন লেখকদের জন্য বিনিয়োগ করে ক্ষতিতে না পড়েন।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৪

রাজীব হাসান শোলক বলেছেন: সময় প্রকাশন থেকে প্রকাশিত আপনার নতুন বইয়ের জন্য আপনাকে শুভকামনা জানাচ্ছি! অবশ্যই কেনা হবে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৭

রাবেয়া রব্বানি বলেছেন: অনেক ধন্যবাদ, শোলক। কৃতজ্ঞতা জানবেন।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৯

খায়রুল আহসান বলেছেন: অভিনন্দন এবং শুভকামনা! গতকাল একবার মেলা থেকে ঘুরে এসেছি। আগামীতেও যাব। এ মাসের মাঝামাঝি থেকে নিয়মিত যাবার আশা রাখছি। আপনাদের দুজনেরই বই দুটো কেনার ইচ্ছে অবশ্যই আছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৬

রাবেয়া রব্বানি বলেছেন: হ্যাঁ এটা আমাদের সৌভাগ্য। নির্বাচিত চারজনের মধ্যে দুজনই সামহোয়ারের ব্লগার।আপনাদের ভালবাসা ও শুভকামনা আমাদের পথ চলার পাথেয়।খায়রুল ভাই আশা করি এভাবে অনুপ্রেরণা দিয়ে যাবেন। শুভ কামনা।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৩

সামিয়া বলেছেন: অভিনন্দন

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৭

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ সামিয়া

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২০

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: আপু, সময়ের তাগিতে আপনার মেধা, শ্রম এর যথার্থ প্রস্ফুরনে আমরা ব্লগারবাসী আনন্দ অনুভব করছি; পাশাপাশি 'এখানেই যেন শেষ নয় আরও অনেকদূর যেতে হবে আপনাকে' এই কামনা এবং প্রত্যাশা রেখে গেলাম শেষ লাইনে.................

অবশ্যই আমার বই কেনার লিস্টে আপনার নামটি সংযুক্ত হলো !

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৪

রাবেয়া রব্বানি বলেছেন: আপনার শুভ কামনা যেন সত্য হয় কাব্য। ব্লগারদের নিয়ে নেতিবাচক প্রচারণা যাতে বন্ধ হয়।একজন ব্লগার লেখক নয় এইরকম ধারনা আমরা যেন সবাই মিলে পালটে দিতে পারি। আমরা যেন প্রকাশকদের গর্ব করে বলতে পারি আমরা ব্লগার আমরা লেখক। আপনাদের সাড়া পেয়ে খুব শান্তি লাগছে।অনেক শুভকামনা জানবেন।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: যদি বই মেলায় যাই অবশ্যই কিনব। লেখকরা তাদের গাটের টাকা খরচ করে বই বের করে, আমরা যদি একটা বই কিনে তাদের প্রেরণা দিতে পারে এটা কম কিসের।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৭

রাবেয়া রব্বানি বলেছেন: ভাই বইটা প্রকাশক বের করেছে। অনুপ্রেরণা তাদের ও দরকার যাতে তারা ব্লগারদের বা নতুন লেখকদের পৃষ্ঠপোশকতা করতে ভয় না পান।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

কয়েস সামী বলেছেন: বই কিনবো। অটোগ্রাফ নিবো। আগামী শুক্রবার।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

রাবেয়া রব্বানি বলেছেন: খুব ভালো কথা। :-D

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১০

ভ্রমরের ডানা বলেছেন:

উপহারের জন্য বইতো অমূল্য সম্পদ! অবশ্যই কিনব আপু। এই মাসের শেষদিকে!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩২

রাবেয়া রব্বানি বলেছেন: অনেক ধন্যবাদ ডানা। ভালো থাকবেন।

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অভিনন্দন এবং শুভকামনা। দু:খের বিষয় হল অামি প্রবাসী মেলায় যেতে পারছিনা। তবে দেখি কাইকে দিয়ে কিনে নিতে পারি কিনা।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৯

রাবেয়া রব্বানি বলেছেন: কোথায় থাকেন?
অনেক ধন্যবাদ সুজন।সবার সাথে একাত্মতা বোধ করছি।

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপুনি অধম থাকি সৌদি আরব। পারছিনা দেশে থাকতে এই সুন্দর দিনে আসলে একসময় বই মেলাতে না গেলে কিছুই ভাল লাগতো না।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৫

রাবেয়া রব্বানি বলেছেন: আহা।আশা করি সামনের বইমেলায় মিস করবেন না।চেষ্টা করবেন আসতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.