নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেবু লিংক https://www.facebook.com/tashfic007

ভবঘুরে যাত্রি

বিনা অনুমতিতে কিংবা লেখকের নাম বিহিন লেখা কপি করবেননা

ভবঘুরে যাত্রি › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধ প্রসঙ্গ || তাসফিক হোসাইন রেইযা ||

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৪

ছেলেটি পরেছিল রাস্তায় এবং অন্ধকার
পৃথিবীতে সূর্য নেই কোন? নেই কোন রুটি
মিঠা পানির বদলে বইছে লবণাক্ত রক্তের নদী
মৃত্যুর আগে সে মৈথুন করেছিল মানচিত্রে

মেয়েটিকে পাওয়া যায় নগরীর বাহিরে -ধর্ষিত
কি ছিল তার অন্যায়? কেউ জানেনা -ধর্ম কিংবা দেশ
বিজ্ঞাপনে নেই তার ছবি এমনকি নগ্ন ছবিটাও না -ভারি অন্যায়
স্বয়ং ধর্ষণ কারি দেখেছিলো তাকে এবং দেখেছিলো ঈশ্বর
আচ্ছা ঈশ্বর কি অনুতপ্ত না দুঃখী তার সৃষ্টিতে?
নাকি সে নিজেও অপেক্ষায় সেই কাঙ্ক্ষিত মহা প্রলয়ের
খুব বেশি দূর? নাকি আমাদের বসবাস সেখানেই। চলছে
শুনেছি মেয়েটি শেষবারের মত থুঃথুঃ দিতে চেয়েছিল রাষ্ট্রে মুখে।

পৃথিবীর একজন পিতা ছিল অসহায়
হত্যা করা হয়েছে তার ছেলে, ধর্ষিত তার মেয়ে
তুলে নিয়ে যাওয়া হয়েছে তার স্ত্রীকে -লুকিয়ে
সাথে ছিল একটি নবজাতক ভবিষ্যতে যাকে পাওয়া যায় ধ্বংসস্তূপের নিচে
অবশেষে সে ছুরি চালালো নিজের গলায়? আত্মহত্যা না খুন?
শেষবার সে চেয়েছিল পেচ্ছাপ করে ভরিয়ে দিবে জাতিসঙ্ঘের মুখ।

মা। শেষবার চুমু খেয়েছিল ছেলের কপালে
ছেলেটি বলছিল যুদ্ধে যাবে সে।
দেশের জন্য? -না।
মানুষের জন্য? -না। [তার মতে পৃথিবীতে কোণ মানুষ বেঁচে নেই]
নিজের জন্য? -না।
ধর্মের জন্য? -না।
তাহলে? -পৃথিবীতে ফুলের বড্ড অভাব
আর একটি পাখি উড়তে চায় আকাশে বহুদিন যাবত।
তুমি দেখেছো? সে একটি পৃথিবীর স্বপ্ন দেখে
যেখানে রয়েছে পর্যাপ্ত রুটি এবং পান করার জন্য পানি
যেখানে রয়েছে মানুষ মানচিত্র-হীন, ধর্মহীন, নেতৃত্ব-হীন
শুধু ভালোবাসা, এক অভিন্ন ঈশ্বর যে কোণ হিংসা শিখায়না।

একটি ধর্ম যারা ভ্রাতৃত্বের কথা বলে -কিন্তু সে লুকিয়ে থাকে
যখন খুন করা হয় তার ভাইকে এবং ধর্ষিত হয় তার বোন
কয়েকটি দেশ যারা মানবতার কথা বলে -কিন্তু তারা উল্লাস করে
যখন ধ্বংস হয় সমাজ, তৈরি হয় লাশের দেয়াল -রক্তের নদী
গুটি কয়েক নেতা যারা সন্ত্রাসের কথা বলে এবং তাদের হত্যা করতে চায়
কিন্তু হত্যা করে শিশু হত্যা করে বাবা মা এবং ছিনিয়ে নেয় তাদের সম্পদ
[মূলত তেল, কয়লা এবং স্বর্ণ]
একটি সংস্থা -হিউম্যান রাইটস? -জাতিসংঘ?
তারা বাধ্য গৃহিণীর কাজ করে, পৃথিবী ধ্বংস দেখে মুচকি হাসে -নির্লজ্জ

অবশেষে ভাবা যায় নিজের কথা একটি ঘুম প্রিয় কিট
যে নির্লজ্জের মত গুটি কয়েক লাইন লিখে রাত হবার অপেক্ষা করে
চোখ বন্ধ করে ভাবে একদিন সূর্য আবার উঠবে পুবে
একটি সুন্দর পৃথিবীর সাথে নিয়ে আসবে হাসি এবং ফুল
এবং বলে আমাদের ঘুম দরকার খুব বেশি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৫

রাজীব নুর বলেছেন: পড়লাম।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৪

ভবঘুরে যাত্রি বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.