নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেবু লিংক https://www.facebook.com/tashfic007

ভবঘুরে যাত্রি

বিনা অনুমতিতে কিংবা লেখকের নাম বিহিন লেখা কপি করবেননা

ভবঘুরে যাত্রি › বিস্তারিত পোস্টঃ

জড়তা || তাসফিক হোসাইন রেইযা ||

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৫

ঢুকে যাচ্ছি আমি রহস্যময় জড়তা নিয়ে,
তোমার অত্যন্ত গভীর কিম্বা তারো পরে
আমাকে ফেরানোর কেউ নেই এই পথে
আমাকে ফেরানোর কেউ নেই এই নগরীতে।
শুধু আছে খানিক সংশয় পৃথিবী এভাবে রবে কতদিন?
এই শহরে ভালোবাসা নেই, এমনকি তোমার বুকে
উত্তপ্ত কংক্রিটের দেয়াল ভেদ আমি ঢুকে যাচ্ছি নরকে
বিষণ্ণতা? সেসবের দিন শেষ হয়ে গেছে বহু আগে।
যদিও অনেক মৃত্যু ছিল বাকি ইতিহাসে
এবং বহু আগে -বহু নক্ষত্র পার করে
আমার আবেগের দরজায় এসে বহিষ্কৃত হয়ে গেছে অনেকে।
আমি শুধুই জানতে চেয়েছি কোথায় শেষ তোমার,
কোথায় ফেলতে হবে তাঁবু তোমার এই শূন্য মহাকাশে?
আরো কিছু রাত অপেক্ষায় যাওয়া যেত?
আরো কিছু সমুদ্র ভেসে থাকা যেত কল্পনায়?
কিন্তু তবু তোমার শেষে এসে জমা হচ্ছে চিন্তার খণ্ড খণ্ড
সহস্র আরব্য নগরী এবং বালুর টিলায় রক্ত লাল মরুভূমি
কোথায় যাবো? কে কোথায় আছে? তারা রবেকি চিরকাল?
আমার কামনাকে বুক চিরে উন্মুক্ত করি তোমার সামনে
হে নারী, হ্যাঁ পৃথিবীর যত রহস্যের এক মাত্র সূত্র,
আমার কামনা এক খণ্ড রুটি, অন্তত আরেকটি বিষণ্ণ চুমু,
তুমি দেখ আরেকটি বার, এক অলৌকিক যুদ্ধে পরাজিত হয়ে
ক্ষতস্থান থেকে প্রবাহিত রক্তের তোয়াক্কা না করে
আবার ফিরে এসেছি পৃথিবীতে তোমাকে খুলে দেখার শেষ ইচ্ছায়
কিন্তু এখানের গোলক ধাঁধায় পথ হারিয়ে শুধু আমি -আবার
ঢুকে যাচ্ছি আমি রহস্যময় জড়তা নিয়ে,
তোমার অত্যন্ত গভীর কিম্বা তারো গভীরে
আমাকে ফিরিয়ে দিয়না প্রিয়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২২

হাফিজ বিন শামসী বলেছেন:
বেশ ভালো লাগলো কবিতা। আপনার কবিতার মাঝে পৃথিবীর অনেক স্থান ঘুরে এলাম

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩১

ভবঘুরে যাত্রি বলেছেন: খুব ধন্যবাদ জনাব।

২| ০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাল। আরো ভাল হতে পারে।

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩১

ভবঘুরে যাত্রি বলেছেন: ধন্যবাদ জনাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.