নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুদ্র রাফি

কিছু ই জানি না

রুদ্র রাফি › বিস্তারিত পোস্টঃ

আরও একটা ছেঁড়া রাতের তারার স্বপ্নে

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৪

দেয়ালের এপাশের গল্প,

আলোর নিচের অন্ধকারে,

বেড়ে ওঠা একটু একটু করে,

বুকের ভীতর গভীর রাতে।



সন্ধ্যা তখনও,

আলো ছায়ার খেলা,

জীবনের রঙ্গ মঞ্চে ,

উদাস দুপুরটা এখনও দাগ কেটে,

পথটা ছিল ছোট,

তাই একলা পথচলা, ,

এই নগরের ক্লান্ত পথে,



সোডিয়ামের আলোয় নেশা,

চোখে নেশা,

স্বপ্নের নেশা,

আমায় মাতাল করে,

রক্তে যে মাতালতা জেগেছে,

আমি দেখিনি তারে এতোকাল ধরে,



দেয়ালের ওপাশের টুকু নাহয়, ,

রইল চির গোপন,

না জানলেও চলবে,

আমি একটু ক্লান্ত হতে চাই,

তাইতো হারানো সেই রাজপথে,

সোডিয়াম আলোয়,

তোমাদের এই নগরে।

আরও একটা রাত আর সেই ছেঁড়া রাতের তারার গল্পে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.