নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুদ্র রাফি

কিছু ই জানি না

রুদ্র রাফি › বিস্তারিত পোস্টঃ

অবসরের চেনা মুখ

১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫০

চোখের পাতা মেলে দেখা হয়না তবুও বেলা ফুরায়,

এক একটা বৃষ্টি দিনের মাঝে হাজারো স্বপ্ন জড় হয় ,

ঐ ঈষাণ কোষের লালচে আলোয় মেঘ সাজিয়ে,

বেলা ফুরোতেই কেবা জ্বালে আলো ঘর কোণে,

বড়ড় অস্থির মন, শুধু খুঁজে হয়রান,

কোনকোণে সে রয় লুকিয়ে,

আলো আঁধারিতে উচ্ছল হাসিতে,

মেতে ছোট্ট ভুবনে ।



সেদিন রোদ্দুর শেষে, দরজা পানে ছুটে,

হুট করে সে চেনা মুুখ।



কি মায়া ,আমি ব্যাকুল,

শুধু মায়া মাখিয়ে লুকিয়ে সে কোন কোণে,



অতঃপর আমার আবারো একলা বেলা কাটে।



এ একলা জানালায় নেই ,এ জানালার এক চিলতে আকাশে নেই ,

নেই বৃষ্টি ভেজা রোদ্দুরে, নেই মিষ্টি রোদের ব্যালকনি জুড়ে ,

নেই সে রাতের শেষ প্রহরে।



অতঃপর আবারো আমি ব্যালকনির গ্রীলের ফাঁকে খুজি ,

হুট করে মনে পড়ে, সে চেনা মুখ,

আমার মন খেলেছে মায়ার খেলা এতকাল তবে আমার সাথে।





সে চেনা মুখ যে এঁকেছি নিজে,

নিঃসঙ্গ সেই অবসরে।



আমার একান্ত অবসরে।



রুদ্র রাফি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.