নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুদ্র রাফি

কিছু ই জানি না

রুদ্র রাফি › বিস্তারিত পোস্টঃ

আমাদেরও একটা গল্প হোক, দিনশেষে

২৪ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

একটা কবিতা লিখি চলো,
সর্বভূক কবিতা,
খেয়ে নিক সব দুঃখ গুলো,
আবর্জনা অতিত কথা,

সুখ স্বপ্ন বাক্স বন্দী,
আমি কিনেছি সোনার খাঁচা,
একটা কবিতার দরে, তারার হাঁটে,
মন কিনেছি, স্বপ্নের দরে,
সব গল্প আটকে রাখবো,
আটকে রাখবো তোমাকে,

মাঝরাতে এক বর্ষাভাঙা জোছনায় কাজল দেখবো অবাক হয়ে।
প্লিজ লীলা তোমার চোখ দুটো দিও ঘোর সন্ধ্যায় ঢেকে,
মেঘঘন কাজলের মায়াতে,
আমারর কলিজা যাক পুড়ে,
তোমার কাজলের নাম হোক কলিজা পোড়া মেঘ কাজল,
নাম হোক তোমার লীলাবতী,
আমার বহুদিনের গল্পে।

তুমি আর আমি মিলে চলো লিখি একটা উপাখ্যান,
আউলা বাতাসের গন্ধে, বুকের মধ্যে।

আমাদেরও একটা গল্প হোক দিনশেষে,
অবশেষে।
রুদ্র রাফি

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

শায়মা বলেছেন: খুব খুব খুব সুন্দর ভাইয়া।:)

২| ২৪ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

শতদ্রু একটি নদী... বলেছেন:
দারুন হইছে। নাইস থিম। শিরোনামও দারুন। ++

৩| ২৪ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

জেন রসি বলেছেন: তোমার কাজলের নাম হোক কলিজা পোড়া মেঘ কাজল,
নাম হোক তোমার লীলাবতী,
আমার বহুদিনের গল্পে।

চমৎকার কবিতা। :)

++

৪| ২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে তবে প্লিজ শব্দটায় আটকে গেছিলাম।

৫| ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২০

রুদ্র রাফি বলেছেন: ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। সময় নিয়ে পড়ার জন্য :)

৬| ২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫১

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ব্যপক ভাললাগা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.