নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধিনতার শত সহস্র, লক্ষ কোটি সুফল - কিন্তু একটি মাত্র “কুফল” - দেশের নিতি নির্ধারণে অযোগ্য লোকেরা সব উচ্চাশনে - রাজনিতিতে ও প্রশাসনে - ফলে দেশটি যথাযথভাবে উন্নতিতে আগাতে পারছে না। তারপরেও যে টুকু এগিয়েছে সব টুকু ব্যাক্তি উদ্যোগে - সরকারের ভূ

রুহুলআমিন চৌধুরি

আমার জন্ম ০৬ মে, ১৯৫৬ খৃস্টাব্দ (আমার এস এস সি সনদ, জাতিয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনপত্রে জন্ম তারিখ : ১৮ ফেব্রুয়ারি ১৯৫৮ খৃস্টাব্দ - যাকে আমি রাষ্ট্রিয় জন্ম দিন বলি)- বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৭৩ খৃস্টাব্দে এস এস সি (বিজ্ঞান) - ১৯৭৫ খৃস্টাব্দে ব্রজমোহন কলেজ , বরিশাল থেকে এইচ এস সি (বিজ্ঞান) - মাস্টারদা সূর্য সেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাঙলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাশ করি - আমি জানুয়ারি, ১৯৭২ খৃস্টাব্দ থেকে জানুয়ারি, ১৯৮৫ খৃস্টাব্দ পর্যন্ত বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খেলাঘর আসর, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সি পি বি) সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয় ছিলাম - আমি বরিশাল শহরে অনামি লেন, সদর রোডে বড়ো হলেও - আমার নিজের বা বাবার কোনো বাড়ি নেই - আমার দাদার বাড়ি (দাদার বা তার বাবারও কোনো বাড়ি নেই - ওটিও দাদার দাদার বা তারও আগের কোনো পূর্ব পুরুষের) পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলার ০১ নং বলদিয়া ইউনিয়নের রাজাবাড়িতে - আমি ১৯৬৫ খৃস্টাব্দে প্রথম আুষ্ঠানিক ভাবে স্কুলে যেতে শুরু করি - তৃতীয় শ্রেনিতে - স্কুল থেকে পাক ভারত যুদ্ধ বিরোধি এবং ফাতেমা জিন্নার হেরিকেনের পক্ষে মিছিল করে বরিশাল শহর প্রদক্ষিণ করে হাটু পর্যন্ত ধূলা বালিতে একাকার হয়ে বাসায় ফিরি - সাদা জুতা মোজা প্যান্ট নষ্ট করে - তারপর ১৯৬৯ পাকিস্থান দেশকৃষ্টি বিরোধি আন্দোলন ও ১১ দফা ছাত্র সংগ্রাম পরিষদের আন্দোলনে বরিশালের ততকালিন ছাত্র নেতা শহীদ আলমগির, আ স ম ফিরোজ, মনসুরুল আলম মন্টু, নওশের জাহান, আনোয়ার হোসেন, আনেয়ার জাহিদ, আব্দুল হালিম, কাশি নাথ দত্ত সহ আরো অনেকের সান্নিধ্যে যাবার সৌভাগ্য হয় - ১৯৭০ এর ভয়াল জলোচ্ছাসে উদয়ন স্কুলের বন্ধুদের নিয়ে আমি \"কাকলি ছাত্র সংঘ\" গড়ে তুলি - আমরা জুতা পালিশ করে, খবরের কাগজ বিক্রি করে, পেয়ারা বিক্রি করে, অর্থ সংগ্রহ করি ও বিভিন্ন বাসা বাড়ি থেকে পুরনো জামা কাপড় সংগ্রহ করে ভোলার দুর্গত এলাকায় পাঠাই - ১৯৭১ এর পয়লা মার্চ থেকে মিছিল মিটিং ও মুক্তিযুদ্ধের প্রশিক্ষণে অংশ নিলে মামা ও নানার সাথে গ্রামের বাড়ি পাঠিয়ে দিলে, স্বরূপকাঠী কলেজ মাঠে জাহাঙ্গির বাহাদুর ও আবু বকর ছিদ্দিকের নেতৃত্বের মুক্তি বাহিনির সাথে সক্রিয় ছিলাম এবং সেপ্টেম্বর/অক্টোবরে মহসিন ভাইর মুজিব বাহিনি এলে কাটাপিটানিয়া ক্যাম্পে ০৮-১২-১৯৭১ (বরিশাল মুক্ত দিবস) পর্যন্ত সক্রিয় ছিলাম - যেহেতু আমি নিজে কোনো পাকিস্থানি মিলিটারি মারিনি - অতএব মুক্তিযোদ্ধা সনদ নেয়া সমিচিন মনে করিনি - আজো করি না - যে সব অমুক্তিযোদ্ধা মিথ্যে সনদ নিয়ো রাষ্ট্রিয় সুবিধা নিচ্ছে - তাদের কারণে অসহায় অসচ্ছল প্রকৃত মুক্তিযোদ্ধারা আজ মানবেতর জিবন যাপনে বাধ্য হচ্ছে - সনদ পাবে - চাকুরি পাবে - ভাতা পারে - ছেলে মেয়ে নাতি পুতি সুবিধা পাবে - এমন আশা করে কোনো একজন মুক্তিযোদ্ধাও মুক্তিযুদ্ধে যায় নি - প্রত্যেকে জিবন বাজি রেখে দেশকে হানাদার মুক্ত করতে মুক্তিযুদ্ধে গেছে - সুবিধাবাদি অমুক্তিযোদ্ধারাই ভূয়া সনদ নিয়ে প্রকৃত হতদরিদ্র মুক্তিযোদ্ধাদের সাহায্য থেকে বঞ্চিত করছে - হাজার হাজার প্রকৃত মুক্তিযোদ্ধা সনদ নেয় নি - তারপরেও লাখ লাখ সনদধারি মুক্তিযোদ্ধা কোথা থেকে এলো ? আমি মনে করি, মুক্তিযুদ্ধের পর পরই স্বাধিনতা বিরোধিরা (স্বাধিনতার পরাজিত শত্রুরা) সুকৌশলে সনদ নিয়ে, আজ এই বিতর্কের সৃষ্টি করেছে - আসলে সরকারের নিতি নির্ধারণেও কিছু ত্রুটি ছিলো - উচিত ছিলো -“মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান” এই সনদ সকল মুক্তিযোদ্ধাকে দেয়া - কিন্তু ভাতা - চাকুরির বয়স বৃদ্ধির সুবিধা - পোষ্যদের চাকুরি প্রদানের সুবিধা - মাসিক ভাতা - এগুলো কেবলমাত্র হতদরিদ্র মুক্তিযোদ্ধাদেরই দেয়া সংগত ছিলো - এখানেও আমলাদের বা নিতি নির্ধারণে স্বাধিনতা বিরোধিদের (স্বাধিনতার পরাজিত শত্রুদের) বিশাল ভূমিকা রয়েছে বলে আমি মনে করি - দৃঢ় চিত্তে বিশ্বাস করি - না হলে খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়েও বিতর্কের কারণ কি হোতে পারে ? খেতাব প্রদানের সময় থেকেই স্বাধিনতা বিরোধিদের (স্বাধিনতার পরাজিত শত্রুদের) সক্রিয়তা বুঝতে পারেনি - মুক্তিযুদ্ধের প্রকৃত সমর্থকরা ও প্রকৃত মুক্তিযোদ্ধারা - কারণ যারা ১৬ ডিসেম্বর, ১৯৭১ পর্যন্ত পাকিস্থান সরকারের আজ্ঞাবাহক ছিলো সেই সব আমলারাই ১৭ ডিসেম্বর, ১৯৭১ থেকে বাংলাদেশ সরকারের নিতি নির্ধারক হলেন ? স্বাধিনতার শত সহস্র লক্ষ কোটি ‘সুফল’ আছে - কিন্তু একটি মাত্র ‘কুফল’ - যা আজো জাতিকে পিছু টানছে - প্রতিনিয়ত - তা হোলো “উচ্চাসনে (নিতি নির্ধারণে) অযোগ্যরা (রাজনিতিক ও আমলা) ।। ।। আমি নিজ সামর্থানুসারে চারটি মাধ্যমিক বিদ্যালয়ের ও কিছু কলেজ বিশ্ববিদ্যালয়ের হত দরিদ্র শিক্ষার্থিদের আর্থি ক সহায়তা করে থাকি । দু’টি এতিমখানাতে ও চার - ছয়টি মসজিদে মৃত মা বাবা ও অকাল প্রায়াত ভাতিজির (স্বপ্নীল) নামে ইফতার ও দোয়া মাহফিলের ব্যবস্থা করি। সকলের দোয় প্রার্থি ।

রুহুলআমিন চৌধুরি › বিস্তারিত পোস্টঃ

যে সব ডক্টরেট ধারি মূর্খরা মনে প্রানে বিশ্বাস করে ও জাতিকে ভ্রান্ত ভাবে বিশ্বাস করাতে চায় ২৭ মার্চ, ১৯৭১ খৃঃ মেজর িজয়াউর রহমান কালুর ঘাট বেতার থেকে জাতির পিতার ঘোষণা পত্র পাঠ না করলে মুক্তিযুদ্ধ হোতো না - কিংবা বাংলাদেশ স্বাধিন হোতো না - তাদেরকে বলি –

০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫১

যে সব ডক্টরেট ধারি মূর্খরা মনে প্রানে বিশ্বাস করে ও জাতিকে ভ্রান্ত ভাবে বিশ্বাস করাতে চায় ২৭ মার্চ, ১৯৭১ খৃঃ মেজর িজয়াউর রহমান কালুর ঘাট বেতার থেকে জাতির পিতার ঘোষণা পত্র পাঠ না করলে মুক্তিযুদ্ধ হোতো না - কিংবা বাংলাদেশ স্বাধিন হোতো না - তাদেরকে বলি –
এগুলো কি এমনি এমনি হয়েছে ? শিশূর বিজ্ঞাপনের মতো - “আমি তো এমনি এমনি খাই” -
০১ মার্চ ১৯৭১ খৃঃ ইয়াহিয়া খান বিনা কারণে আকষ্মিক জাতিয় পরিষদ অধিকবশন স্থগিত ঘোষণা করলে লক্ষ জনতা রাজপথে নেমে আসে - বজ্রকন্ঠে শ্লোগান তোলে – ০২ মার্চ ১৯৭১ খৃঃ ডাকসু ও ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে পতাকা উত্তোলন সভায় বজ্রকন্ঠে শ্লোগান তোলে
০১. ইয়াহিয়ার ঘোষণা - মানি না মানবো না –
০২. জিন্নাহ মিয়ার পাকিস্থান – আজিমপুরের গোরস্থান –
০৩. শেখ মুজিবের পথ ধরো - বাংলাদেশ স্বাধিন করো –
০৪. ভুট্টোর মুখে লাথি মারো – বাংলাদেশ স্বাধিন করো –
০৫. মহান জাতির মহান নেতা - বঙ্গবন্ধু শেখ মুজিব –
০৬. মহান জাতির জাতির পিতা - বঙ্গবন্ধু শেখ মুজিব -
.০৭. স্বাধিন বাংলার মহান নেতা - বঙ্গবন্ধু শেখ মুজিব –
০৮. বীর বাঙালি অস্ত্র ধরো – বাংলাদেশ স্বাধিন করো –
০৯. গ্রামে গ্রামে দুর্গ গড়ো – মুক্তিবাহিনি গঠন করো -

২৩ মার্চ ১৯৭১ খৃঃ পাকিস্থানের প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশের সর্ব
ত্র পাকিস্থানের পতাকার পরিবর্তে স্বাধিন বাংলাদেশের পরিকল্তপি পতাকা উত্তোলিত হয় - পল্টন ময়দানে ছাত্র সংগ্রাম পরিষদের ০৪ নেতার (নুরে আলম সিদ্দিকি, শাহজাহান সিরাজ, আ স ম আব্দুর রব ও আব্দুল কুদ্দুস মাখম) নেতৃত্বে আনুষ্ঠানিক ভাবে পূর্ণ রাষ্ট্রিয় মর্য াদায় সে পতাকা উত্তোলন করা হয় - এ সময় “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” জাতিয় সংগিত বাজানো হয় - ১০ প্লাটুন “জয়বাংলা বাহিনি” সামরিক কায়দায় জাতিয় পতাকাকে অভিবাদন জানান - ০৪ নেতাকে “জয়বাংলা বাহিনি” গার্ড অব অনার দেয় - ০৪ নেতাকে “জয়বাংলা বাহিনি” গার্ড অব অনার পরিদর্শ ন করেন- এর পব ০৪ নেতাকে “জয়বাংলা বাহিনি” মার্চ পাস্ট ও যুদ্ধ মহড়া পরিদর্শ ন করে - মার্চ পাস্টে নেতৃত্ব দেন ছাত্রলিগ নেতা চিশতি শাহ হেলালুর রহমান - যুদ্ধের প্রদর্শ নির পরে “জয়বাংলা বাহিনি” ৩২ নং ধানমন্ডি গেলে - জাতির পিতা তাদের গার্ড অনার গ্রহণ করেন - ( পৃঃ ৬১ - ৬৪একাত্তরের ঘাতক দালাল – যা বলেছে যা করেছে – নুরুল ইসলাম সম্পাদিত )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.