নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

আহা হারাধন !

০১ লা জুন, ২০২০ বিকাল ৩:৪১




হারাধনের দশটি ছেলে, একটি মরলো জ্বরে,
ঘরের মধ্যে ঘোরের ভেতর নয়টি রইলো পড়ে।
ছাই ভাসিয়ে একটি ভাই পড়লো পিছলে ঘাট,
হতবাক সব রইলো চেয়ে বাকি গন্ডা আট।
মরা বাড়ি জ্বলেনা উনুন; খেলো বাসি ভাত,
পেটের ব্যামোয় মরে গিয়ে সংখ্যা হল সাত।
কুনজর লেগেছে ভেবে হারার মনে ভয়,
ওঝা এসে ঝাড়ু মেরে সাত করে দিল ছয়।
হারার বউ কাঁদতে কাঁদতে ভাঙলো চুড়ি কাঁচ,
দুধের ছাওটা গড়িয়ে পড়ে এবার হল পাঁচ।
সাবধান সব একদম কেউ নড়বে নাকো আর,
চাঁদির উপর ধপাস তাল; হারার রইলো চার।
ঘটলো কীসব না বুঝতেই পেরিয়ে গেলো দিন,
পিঠি ভাইটির গলায় ফাঁস শোকের রইলো তিন।
হারা এবার হাউমাউ করে মূর্ছা যায় শুই,
জল আনতে সাপের কামড় করে দিলো দুই।
একি ভাই, একে একে সবই গেলো বেঁকে,
দুই কি তবে আজ রাতেই ঠেকবে গিয়ে একে!?
ভগবানের কৃপা হলো; মরলো না আর কেউ।
রাত পেরিয়ে উঠলো রবি; আনলো নতুন ঢেউ।
হারাধনের দশটি ছেলে রইলো বাকি দুই,
ছয়টি হাতে সামলে চলে কাপড় বোনা সুঁই।


বি.দ্র:- দীর্ঘদিন ব্লগে আসি না, ব্লগে ঝামেলা ছিল আবার আমার পাসওয়ার্ড নিয়েও কিছু জটিলতা ছিল। আবার সময়ও একটা বিশাল হেতু। লকডাউনের সময়টাতে আসা যেত, কিন্তু আলস্য বা অনিচ্ছা কিছু একটা হবে। যদিও আমি মিস করি অনেককেই এবং প্রায়ই এসে এমনিতেই ঘুরে যাই। এর মধ্যে অসুস্থ হয়েছিলাম। টেস্ট করাইনি, কিন্তু লক্ষণ সবই মিলে যায়। একে একে ঘরের প্রায় সবাই। এখন মোটামুটি সুস্থ আছি। যেহেতু এই কয়দিন যা মন চায় তাই বলেছি প্রলাপের মত, হোক সেটা উল্টাপাল্টা যুক্তিহীন কথাবার্তা, এমনকী গান গাইতে গাইতে লিরিক্স ভুলে গেলেও সুর ধরে রেখে ইচ্ছেমতো গাইছি, ঠিক তেমনি গতকাল সন্ধ্যায় ছোট ভাইকে কি একটা অযথা কথা বলতে গিয়েই এই ছড়ার উৎপত্তি। বহুবার যোগীন্দ্রনাথ সরকারের এই ছড়াটার প্রথম লাইন শুনেছি, কিন্তু পুরো ছড়াটা পড়িনি/শুনিনি আগে বা পড়লেও কিছুই মনে ছিল না। ছড়াটা লেখা শেষ করে তারপর আসল ছড়াটা পড়লাম। মা'কে শোনালাম, মা মজা পেয়েছেন। আমিও মজা পেয়েছি। মনে হল, যাই না, ব্লগে একটু ঢুঁ মেরেই আসি। এখন তো লকডাউন তুলে দিয়ে সব খুলে দিয়েছে, যোগ্যতমের টিকে থাকা।








মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: ৭ জানুয়ারী ২০১৯ র পরে আজ আপুর দেখা পাওয়া গেল!!!! কেমন আছেন?

পোস্ট ভালো হয়েছে। ব্লগে দীর্ঘ বিরতির পর ফিরলেন এটাই বড় প্রাপ্তি। আশাকরি এখন থেকে নিয়মিত হবেন।
পোস্টে লাইক।

শুভেচ্ছা নিয়েন আপু।

০২ রা জুন, ২০২০ রাত ৯:৫৭

চঞ্চল হরিণী বলেছেন: প্রথমেই আন্তরিক শুভেচ্ছা পদাতিক ভাই। কুশলেই আছেন আশা করি। সেদিন ফেসবুকে আপনাকে লাইভ দেখবো ভেবেছিলাম, কিন্তু অনাকাঙ্খিত কারণে হয়নি। আম্পানের ক্ষয়ক্ষতি কতটা কাটিয়ে উঠতে পেরেছেন জানি না, কিন্তু প্রতি মুহূর্তেই শুভকামনা করি।

ব্লগে নিয়মিত থাকাটা একটা বিশাল ধৈর্য এবং সময়ের ব্যাপার, যেটা আসলে আমার পক্ষে হয়ে ওঠে না। তাও একেবারে ছেড়ে যাবো না অবশ্যই, হৃদমাঝারেই রাখবো। পরিশেষে আবারও আপনাকে অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ জানাই, পদাতিক ভাই।

২| ০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলেই অনেকদিন আপনাকে দেখিনা। ভাল আছেন জেনে ভাল লাগলো।

০২ রা জুন, ২০২০ রাত ৯:৫৯

চঞ্চল হরিণী বলেছেন: স্মরণ রেখেছেন বলে অনেক অনেক কৃতজ্ঞতা, মাইদুল ভাই। একরাশ শুভকামনা নেবেন। ভালো থাকুন সেই কামনা করি সবসময়।

৩| ০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুস্থ আছেন জেনে ভালো লাগলো

ছড়া ভালো লাগলো

০২ রা জুন, ২০২০ রাত ১০:০৭

চঞ্চল হরিণী বলেছেন: অশেষ ধন্যবাদ ছবি আপু। আপনার প্রোফাইল পিকচারটা দারুণ। শুভকামনা নেবেন।

৪| ০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৬:১০

করুণাধারা বলেছেন: বাহ্, কি চমৎকার কবিতা। পড়ে একেবারে মুগ্ধ!!

বহুদিন পর ব্লগে ফিরে আসায় স্বাগত জানাই।

০২ রা জুন, ২০২০ রাত ১০:১৫

চঞ্চল হরিণী বলেছেন: আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগলো করুণাধারা আপা। আমি অনেক সময়ই অনেক মিস করেছি আপনাদের, কিন্তু নানা কারণেই আসা হয়নি। আপনার মুগ্ধতা আমাকে খুব ভালোলাগা এবং উৎসাহ দিল। অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা নেবেন।

৫| ০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

রাজীব নুর বলেছেন: ব্লগে আসুন। লিখুন। পড়ুন। মন্তব্য করন।

০২ রা জুন, ২০২০ রাত ১০:২১

চঞ্চল হরিণী বলেছেন: হ্যাঁ, রাজীব ভাই ব্লগে এসে ভালো কিছু লিখতে চাই এবং ভালো কিছু ভালোমত পড়েই মন্তব্য করতে চাই বিধায় আসলে ব্লগে নিয়মিত আসতে পারি না। আপনি আমার কাছে একটা বিস্ময় ! ভালো থাকুন সবসময়, শুভকামনা করি।

৬| ০১ লা জুন, ২০২০ রাত ৮:২৩

নেওয়াজ আলি বলেছেন: শুভ কামনা আপনার জন্য। নিরাপদ থাকুন সুস্থ থাকুন।

০২ রা জুন, ২০২০ রাত ১০:২৫

চঞ্চল হরিণী বলেছেন: অনেক ধন্যবাদ নেওয়াজ আলি ভাই। দীর্ঘদিন ব্লগে অনুপস্থিত বিধায় অনেকের সাথেই চেনাজানা নেই। শুভেচ্ছা নেবেন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন।

৭| ০১ লা জুন, ২০২০ রাত ৯:০১

আহমেদ জী এস বলেছেন: চঞ্চল হরিণী,



তা এই করোনার বাজারে দুজনকেই আবার বাঁচিয়ে রাখলেন কেন ?
খাদ্য সংকট এড়িতে লিখতে পারতেন -

"করোনার কামড় খেয়ে কাঁদছে ভেউ ভেউ
যমের বাপ টান দিয়েছে, রইলোনা আর কেউ।"

এই ক্রান্তি কালের কবল থেকে মুক্ত হয়ে আপনার সুস্থ্যতার খবর দেয়াতে এবং ব্লগে মুখ দেখানোতে স্বস্তির নিঃশ্বাস পড়লো।
এখন যেখানেই , যে ভাবেই থাকুন, ভালো থাকুন-নিরাপদে থাকুন।

০২ রা জুন, ২০২০ রাত ১০:৪২

চঞ্চল হরিণী বলেছেন: বিশ্বাস করুন আহমেদ জী এস ভাই, আপনার মন্তব্য দেখেই মনটা ভীষণ ভালো হয়ে গেছে। কতটা যে ভালো লাগছে B-) অনেক মিস করেছি আসলে :)

যাইহোক, শেষ দু'জনকে আসলে অনেক ভেবেচিন্তে ইচ্ছে করেই মারলাম না। করোনা তো সবাইকে মারছে না, কে যে মরবে আর কয়জন যে মরবে সেটা তো অনিশ্চিত। তাই ভাবলাম, দুইজন থাক বেঁচে ... সৃষ্টিকর্তার কৃপা !

আছি তো সুস্থ্য, কিন্তু কর্মহীনতার দুশ্চিন্তা মারাত্মকভাবে পেয়ে বসেছে। তাই যেন ভালো হইয়াও ভালো নাই ! আশা করছি আপনি সুস্থ্য আছেন। সুস্থ্য থাকুন, নিরাপদ থাকুন, অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই।

৮| ০৪ ঠা জুন, ২০২০ রাত ১২:৩৪

রাকু হাসান বলেছেন:

কিডাআআ :||

১১ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

চঞ্চল হরিণী বলেছেন: কথা ছিল এবারের মত বেঁচে গেলে হইবে দেখা, তখন বুঝবি কিডা B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.