নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

বাজ

২৯ শে মে, ২০১৬ দুপুর ২:৪১


একলা শুয়েছিলাম ঘরে,
হঠাৎ করে
বাড়ির উঠোনে পড়লো একটা বাজ;
তব্ধা হয়ে গেলো কান দুটো
মাথাটা ঘোরে
চড়কির মতো কানে শুনিনা যে আজ ।
লাগল ভীষণ ভয়,
আজ কী জানি কী হয়;
আসবে কি যমদূত ফিরে?
আমায় নেবে কি তার নীড়ে?
হুযুরেরে শুধালাম, "কেন বাজ পড়ে?
এত এত মানুষেরা কেন প্রাণে মরে?"
হুযুর বলেন, "বেড়ে গেছে পাপ,
আল্লাহ্ তায়ালা তাই দেন অভিশাপ;
সেই অভিশাপে মানুষেরা ভোগে
বেড়ে যায় ধরীত্রীর তাপ ।"
ফের শুধালাম, "যারা ইনোসেন্ট,
অযথাই তারা কেন পায় পানিশমেন্ট?"
হুযুর বলেন, "কেউ মরে পাপে,
কেউ বা আবার মরে তাপে;
খোদার মর্জি বোঝা ভীষণ ভার ।
আমরা কী আর বুঝি,
বাঁচবার পথ খুঁজি;
এরচেয়ে বেশি নেই অধিকার!"

২ জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৬ দুপুর ২:৫৪

লক্ষ্মীছেলে বলেছেন: সুস্থ আছেন তো সাধু, আপনার ভালো থাকাই হোক আমাদের কাম্য ... ভালো থাকুন সব সময়......কবি।

২৯ শে মে, ২০১৬ বিকাল ৩:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: হ্যাঁ সুস্থ আছি! আপ্নিও ভালো থাকুন ।

২| ২৯ শে মে, ২০১৬ বিকাল ৩:০৪

জেন রসি বলেছেন: কবিতাটা হালকা চালে লেখা হলেও বোধটা গভীর। হঠাৎ করে বজ্রপাতে মৃত্যুর ব্যাপারটা আসলেই অ্যাবসার্ড মনে হয়। এমন অনেক কিছুর মাঝেই জীবনের একটা অর্থ খুঁজে নেঔয়াটাই আসল সংগ্রাম।

২৯ শে মে, ২০১৬ বিকাল ৩:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: কেমন একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে! কখন কী ঘটে যায়! জগৎ বড় রহস্যময়!

৩| ২৯ শে মে, ২০১৬ বিকাল ৩:৪৯

সিলা বলেছেন: আর কয়েকদিন আগে আমাদের গ্রামে একটা বাজ পরেছিল একটা বিসাল বর তাল গাছের উপরে।
তো লোকজন সব কোথাথেকে জেন সুনছে জে বাজপড়া গাছ দিয়ে তাবিজ বানিয়ে সাথে রাখলে তার আর কোন অসুখ থাকবেনা।এই কথা শুনার পর গ্রাম বাসিকে আর কে পায়....
আসেপাসের সব গ্রামের মানুষ রাত দিন একটু একটু করে অই গাছ নিতে নিতে ২দিন পর ওখানে আর গাছের কোন চিন্নই নেই সুধু গোরায় বড়.... একটা গরত হয়ে গেছে।
এখনো জারা বাকি ছিল তারা সবাই পারলে অনুবিক্ষন যন্ত্র লাগিয়ে খুজছে একটু সেখর পাওয়া জায় কিনা হাহাহা.... কি হাস্যকর ভাবেন একবার :)

২৯ শে মে, ২০১৬ বিকাল ৪:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: হাস্যকরই বটে!

৪| ২৯ শে মে, ২০১৬ বিকাল ৫:৫১

সুমন কর বলেছেন: আগে বজ্রপাতে এতো মানুষ মারা যেত না !! এখন কি যে হল !!!

ভালো লিখেছেন।

২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: চিন্তার বিষয়! গত এক দেড় সপ্তাহে একশোর ওপরে মানুষ মারা গেছে ।

৫| ২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: সহজ সরল সুন্দর কবিত@, ভাল লাগল কবি ,,,,,

২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা জানবেন । ব্লগে স্বাগতম!

৬| ২৯ শে মে, ২০১৬ রাত ৮:১৭

কালনী নদী বলেছেন: হুযুর বলেন, "কেউ মরে পাপে,
কেউ বা আবার মরে তাপে;
খোদার মর্জি বোঝা ভীষণ ভার ।


আসলেই তাই! সংগ্রহে নিলাম ভাই।

২৯ শে মে, ২০১৬ রাত ১০:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন, কালনী নদী!

৭| ২৯ শে মে, ২০১৬ রাত ৯:২০

নীলপরি বলেছেন: আমরা কী আর বুঝি,
বাঁচবার পথ খুঁজি;
এরচেয়ে বেশি নেই অধিকার!"


ঘটনাগুলো খুবই বেদনাময় । কবিতা ভালো হয়েছে ।

২৯ শে মে, ২০১৬ রাত ১০:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ । ভালো থাকুন, নীলপরি!

৮| ২৯ শে মে, ২০১৬ রাত ১০:১৫

কালনী নদী বলেছেন: নীলপরি বোনের সাথে সহমত- বেদনাময় ।

২৯ শে মে, ২০১৬ রাত ১০:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: বেদনাময় বটে । মানুষ তো মরছেই, সেদিন পত্রিকায় এলো বজ্রপাতে দুশো গরুও মারা পড়েছে!

৯| ৩০ শে মে, ২০১৬ রাত ১:৩৩

মুসাফির নামা বলেছেন: ছন্দটা ভালোই ফুটে উঠেছে।

৩০ শে মে, ২০১৬ রাত ২:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: পাঠ ও মন্তব্যে প্রীত হলাম । ধন্যবাদ আপ্নাকে ।

১০| ৩০ শে মে, ২০১৬ রাত ১:৩৭

পুলহ বলেছেন: "যারা ইনোসেন্ট,
অযথাই তারা কেন পায় পানিশমেন্ট?"-- সৃষ্টিকর্তায় বিশ্বাস থাকলে বোধকরি আমাদের এ বিশ্বাসটুকুও থাকা উচিত যে- উনি পরম করুণাময়, সর্বশ্রেষ্ঠ বিচারক এবং অসীম প্রজ্ঞাময় !! নাকি বলেন সাধু ভাই? তাই বোধহয়-
"আমরা কী আর বুঝি,
বাঁচবার পথ খুঁজি;
এরচেয়ে বেশি নেই অধিকার!"-- শেষমেষ এটাই সত্য হয়ে ওঠে; আর সেটা আমাদের জ্ঞান কিংবা অনুধাবন সীমাবদ্ধতার কারণেই...

ভালো থাকবেন। কবিতায় প্লাস। সমসাময়িক গুরুত্বপূর্ণ এবং হৃদয়বিদারক একটা টপিক নিঃসন্দেহে।

৩০ শে মে, ২০১৬ রাত ২:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার মন্তব্যে ভালো লাগা! শুভেচ্ছা জানবেন!

১১| ৩০ শে মে, ২০১৬ রাত ২:২৭

রুদ্র জাহেদ বলেছেন: হঠাৎ এমন ঘটনায় মৃত্যু বেড়ে যাওয়া সত্যি বিস্ময়কর।
কবিতায় প্লাস

৩০ শে মে, ২০১৬ রাত ৩:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো! ভালো থাকুন ।

১২| ৩০ শে মে, ২০১৬ দুপুর ১:০৫

দেবজ্যোতিকাজল বলেছেন: একটু গভীরতা দিতে পারতে

৩০ শে মে, ২০১৬ দুপুর ২:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: তা অবশ্য পারা যেতো । ইচ্ছে করেই...

১৩| ৩১ শে মে, ২০১৬ ভোর ৪:০৯

সোহানী বলেছেন: হুম তাই..........

৩১ শে মে, ২০১৬ ভোর ৫:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: সময়টা বড় খারাপ, অাপা! কখন কী ঘটে যায়!

১৪| ০৫ ই জুন, ২০১৬ সকাল ১০:৫২

সোহানী বলেছেন: সত্যিই তাই.... সবাই কেমন একটা আতংকে আছে... কখন কি হবে এবং সেটি আমার সাথেই কিনা !!! তারপর ও ভালো থাকার চেস্টা..............

০৫ ই জুন, ২০১৬ দুপুর ১:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: সতর্কতা অবলম্বন করতে হবে । ভালো থাকুন ।

১৫| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৫:০২

কবি হাফেজ আহমেদ বলেছেন: সবচেয়ে বড় শুকরিয়া হল আল্লাহপাক রব্বুল আলামীন আপনাকে হেফাজত করেছে।

"কেউ মরে পাপে,
কেউ বা আবার মরে তাপে;
খোদার মর্জি বোঝা ভীষণ ভার ।
আমরা কী আর বুঝি,
বাঁচবার পথ খুঁজি;

খুব ভালো লিখেছেন কবি।

১১ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা জানবেন । শুভ কামনা সতত!

১৬| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৫:১৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রতি মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.