নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

তার আর পর নেই

১৭ ই জুন, ২০১৬ দুপুর ১:১০


কোন সে প্রত্যুষে এসে দিয়েছিলো দেখা,
দিনক্ষণ কোনকিছু নেই তো স্মরণে;
নিশ্ছিদ্র লাগামহীন ভাবনার রেখা
কতো কথা ভেবে যাই শয়নে স্বপনে ।
স্বপ্নগাঁথা সব তার কাছেই যে শেখা,
আপনাকে বিলিয়েছি তার শ্রীচরণে;
তাকে নিয়ে কত ছবি আঁকা, পদ্য লেখা,
গাওয়া কতো যে গান হৃদয় হরণে-
তার আর পর নেই; সতত হৃদয়
উতলা আমার যেন পাহাড়ের মতো
একা একা আকাশের সাথে কথা কয়
লুকিয়ে গোপনে আপনার দুঃখ যতো ।
তারপর সন্ধ্যা নামে বিষণ্ণ ছায়ায়,
কার অবয়ব চোখে ঢেউ খেলে যায়!

২৪ জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ

মন্তব্য ৮২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৬ দুপুর ১:১৮

চাঁদগাজী বলেছেন:




মহাশক্তি আপনাকে কৃপা করেছে, আপনি পেয়ে গেছেন, আপনি পেয়ে গেছেন!

১৭ ই জুন, ২০১৬ দুপুর ১:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: সে যে হারিয়ে গিয়েছে দূর নীলিমায়,
কাটে যে বেলা একাকী তার অপেক্ষায়!

২| ১৭ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৮

চাঁদগাজী বলেছেন:




জন্মিলে মরিতে হয়, পেলে হারাতে হয়।

১৭ ই জুন, ২০১৬ দুপুর ১:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রকৃতির অমোঘ নিয়ম বুঝি,
তথাপি এ জীবনের মানে খুঁজি!

৩| ১৭ ই জুন, ২০১৬ দুপুর ১:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: তারপর সন্ধা নামে বিষণ্ণ ছায়ায়,
কার অবয়ব চোখে ঢেউ খেলে যায়!

যেন যাদু মাখা বচন-কোথায় অলখে নিয়ে যায় কোন চেনা-অচেনায়!!! ;)

ভাল লাগল :)

১৭ ই জুন, ২০১৬ দুপুর ২:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: হেথায় হোথায় আমি খুঁজে ফিরি তারে,
দেয়না যে দেখা; হারিয়েছে অন্ধকারে!

ভালো লাগায় আনন্দ পেলো যে হৃদয়,
শুভ কামনা হে ভৃগুদা সবসময় ।

৪| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৮

সিক্ত শ্রাবণ বলেছেন: অপূর্ব!

১৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার দুয়ারে আপনারে স্বাগতম,
ভালো থাকুন সদা অানন্দে অনুপম!

৫| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪০

ওলিনোমান বলেছেন: Heavenly....

১৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: স্বাগত জানাই,
ভালো থাকুন হে ভাই!

৬| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৩

ওলিনোমান বলেছেন: তারপর আর নেই কেন?

১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: কিছু কথা গোপন থাকুক ভাই,
সব কথা প্রকাশ্যে বলিতে নাই!

৭| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৫

ইমরান আল হাদী বলেছেন: বাহঃ! অনেক সুন্দর, কবিকে অভিন্দন।

১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো আল হাদী ভাই,
দিল খুশ এসেছেন তাই!

৮| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৫

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: বহুত শুকরিয়া দাদা সুমন কর,
শুভ কামনা নিরন্তর!

৯| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল

১৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার ভালো লাগা পাথেয় আমার,
দোয়া করবেন করলাম আবদার!

১০| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৬

কল্লোল পথিক বলেছেন:



দারুণ অনুভূতির প্রকাশ।
কবিতা ভালো লেগেছে।

১৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: অনুভূতির যন্ত্রণাতেই জীবন অচল,
কিছু ঝেড়ে তাই আনি মনোবল!

১১| ১৭ ই জুন, ২০১৬ রাত ১০:৪১

মোঃ মঈনুদ্দিন বলেছেন: বহুত খুব! বহুত খুব!রকিং! চালিয়ে যান কবি। অনেক শুভকামনা।

তারপর সন্ধা নামে বিষণ্ণ ছায়ায়,
কার অবয়ব চোখে ঢেউ খেলে যায়!
কবি ভাই, কার অবয়ব?

১৭ ই জুন, ২০১৬ রাত ১০:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: সে অসূর্যস্পশ্যা বিচিত্র এক রমনী,
যাহার আশায় কেবলই দিন গুনি ।

১২| ১৭ ই জুন, ২০১৬ রাত ১১:১২

মোঃ মঈনুদ্দিন বলেছেন: সত্যিইতো! এ অপেক্ষা! রুদ্ধঃশ্বাস অপেক্ষা!

১৭ ই জুন, ২০১৬ রাত ১১:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: তথাস্তু

১৩| ১৭ ই জুন, ২০১৬ রাত ১১:৪৭

কালনী নদী বলেছেন: অসাধারণ কবিতা হয়েছে সাধক ভাইয়া! পড়তে পড়তে বিমূগ্ধ হয়ে গেলাম।

অসংখ্য শুভ কামনা রইল।

১৭ ই জুন, ২০১৬ রাত ১১:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো থাকুন ভাই কালনী নদী,
খুশি হলাম এলেন যদি!

১৪| ১৮ ই জুন, ২০১৬ রাত ১:৩১

গেম চেঞ্জার বলেছেন: তার আর পর নেই!
এইরকম একটা নিক ছিল। উনি সব পোস্ট ড্রাফট করে চলে গেলেন!! কেন জানি না। :|

যাইহোক, আপনার মুখে হাসি দেখা যায় না কেন তার একটা উত্তর বোধহয় এখানে আছে।

১৮ ই জুন, ২০১৬ রাত ৩:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: গোপন কথা ফাঁস করে দিলে ক্যামনে হবে ভাই,
আমি তো বিব্রত হয়ে যাই!

১৫| ১৮ ই জুন, ২০১৬ রাত ১:৪৬

মামুন ইসলাম বলেছেন: চমৎকার ।

১৮ ই জুন, ২০১৬ রাত ৩:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা জানবেন মামুন ইসলাম,
স্বর্ণোজ্জল হোক আপনার নামধাম!

১৬| ১৮ ই জুন, ২০১৬ রাত ২:৪৩

পুলহ বলেছেন: আমারো আপনার কবিতা পড়ে 'তার আর পর নেই!' নিকের ব্লগারের কথাই মনে পড়লো, শুরুর দিকে উনাকে পেয়েছিলাম, এখন বোধহয় ব্লগে আর সময় দিতে পারেন না।
কবিতা ভালো লেগেছে। বিশেষতঃ শেষের অংশটুকু...
সন্ধা -< সন্ধ্যা সুযোগ মত এডিট করে নিয়েন ভাই।
শুভকামনা

১৮ ই জুন, ২০১৬ রাত ৩:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: নিকটাকে আমিও মিস করি খুব! এই লেখাটা লিখতে গিয়ে বহুবার তাকে ভেবেছি । সনেট লেখার একটা প্রয়াস ছিলো (যদিও হয়নি), তাই জোরালোভাবে তাকে আনতে পারিনি । বেশিকিছু বলা বোধহয় সমীচীন হবেনা!

১৭| ১৮ ই জুন, ২০১৬ রাত ৩:৩৮

ব্লগ সার্চম্যান বলেছেন: কেন তার পর আর নেই ? শেষ থেকেও আবার শুরু করা যায়

১৮ ই জুন, ২০১৬ রাত ৩:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: সেই ভালো হতো! তা তো আর সম্ভব নয়!

১৮| ১৮ ই জুন, ২০১৬ ভোর ৪:৩৭

মহা সমন্বয় বলেছেন: হেঃ হেঃ আমি কিন্তু সব বুঝতে পেরেছি ;) গেম চেঞ্জার ভাই তো সব ফাঁস করে দিলো =p~
শেষ পর্যন্ত তাকে নিয়ে কবিতাই লিখে ফেললেন!! হাঃ হাঃ ভালু ভালু, খুব ভালু। :-P
তবে কাইন্দেন না ভাই, নিঃশ্চই সে একদিন ফিরে আসবে। :)

১৮ ই জুন, ২০১৬ সকাল ৮:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ইতা কি তা কহেন প্রাণের হে ভ্রাতা,
ইজ্জত হলো পাঞ্চার- তিক্ত অভিজ্ঞতা!

আপনিও ছাড়লেন নাকি লেেখাজোকা,
মুমিনের ভয়ে বনিয়া গেলেন বোকা?
"ভয় নাই ওরে ভয় নাই,
নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই!"

১৯| ১৮ ই জুন, ২০১৬ সকাল ৮:১৪

জুন বলেছেন: তারপর সন্ধা নামে বিষণ্ণ ছায়ায়,
কার অবয়ব চোখে ঢেউ খেলে যায়!
মনটা কেমন জানি করে উঠলো সাধু। অনেক ভালোলাগা ।
+

১৮ ই জুন, ২০১৬ সকাল ৮:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: মাদার এলেন হেথা বহুদিন পর,
আপনাকে পেয়ে যেন ভরলো অন্তর!
এদ্দিন কই ছিলেন বলেন তো দেখি
ছেড়ে দিয়েছেন নাকি ঘোরা, লেখালেখি?

হৃদয়ের দুঃখগুলো লিখে লিখে রাখি,
কবিতা হয় কি? আমি অত বুঝি নাকি?
ভালো যে লেগেছে এই কথাটা জেনেই,
আনন্দ পেয়েছি তার আর পর নেই!

২০| ১৮ ই জুন, ২০১৬ সকাল ৮:৩৪

শায়মা বলেছেন: মিসিং তার আর পর নেই আমার কবিতা বন্ধুকে!!!!!! :(


কোথায় যে হারিয়ে গেলো!!!!!!!!!!:( :( :(

যদি তোমার এই কবিতা পড়ে বা আমার এই মন্তব্য দেখে আমি চাই সে আমার ব্লগে একটাবার আসুক!:(

তাকে আমার কিছু বলার আছে!:(

১৮ ই জুন, ২০১৬ সকাল ৮:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: এত গোপনে লিখেছি তারে,
কেউ যেন তা কখনো বুঝতে না পারে!
অনেক কিছুই রেখেছি যে গোপন,
লিখতে সায় দেয়নি আমার এ মন ।
গেম্ভাউ তবুও বুঝে গেছে সব,
কী করি কী করি কও দেখি কুশিলব?

২১| ১৮ ই জুন, ২০১৬ সকাল ৯:৪৩

নীলপরি বলেছেন: শিরোনামটা দেখে আমারও তার আর পর নেই নিকের কথা মনে হয়েছে । তিনি খুবই ভালো লিখতেন । হঠাৎই তাঁকে দেখছি না । আশারাখব আমরা আবার ওনার লেখা পড়তে পারবো ।

তবে আমি কবিতা পড়ছিলাম তাকে জানাও তাকে ভালোবাসি বা আপনার আরও কয়েকটি লেখার নায়িকার কথা ভেবে । কিন্তু গেম চেঞ্জারের মন্তব্যে এসে সব ওলটপালট হয়ে গেলো । ইশসস আমি আপনাকে বিরলতম একনিষ্ঠ ভাবতাম । :( এটা আপনি কি করলেন ? অন্যভাবে কি লেখা যেত না ? সব ব্যাপারেই কি আপনার ফিলিং এক ? নাকি , আসলে সব ব্যাপারগুলোই এক ! :||


যাইহোক কবিতাটা অসাধারণ হয়েছে ।

শুভকামনা ।

১৮ ই জুন, ২০১৬ সকাল ১০:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: Are you sure Game Changer is right?

২২| ১৮ ই জুন, ২০১৬ সকাল ১০:০৮

নীলপরি বলেছেন: অনেক সময় লেখকের সাথে পাঠকের ভাবনা মেলে না ! ইটস ও . কে ।

আমিও ব্যাক্তিগত প্রশ্ন করে ফেলেছি । সরি ।

১৮ ই জুন, ২০১৬ সকাল ১০:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: Both of you are right (Not hundred percent)!

I always respect others imagination। I was ready to get such types of comment from you! No problem! It's ok!

২৩| ১৮ ই জুন, ২০১৬ সকাল ১০:৩০

নীলপরি বলেছেন: good to know it . :)

১৮ ই জুন, ২০১৬ সকাল ১০:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: অ্যা রাইটার ইজ দ্যাট হোয়াট হি রাইটস! পার্সোনাল লাইফ/থিঙ্কিং ইজ নট ফ্যাক্ট!

২৪| ১৮ ই জুন, ২০১৬ সকাল ১১:৩৫

তার আর পর নেই… বলেছেন: আমার নাম নিয়ে বলা হচ্ছেটা কী শুনি? :(

শায়মা :)

১৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: Welcome Back

২৫| ১৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৮

নীলপরি বলেছেন: হুম । এগ্রি উইথ ইউ । :)

১৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: Thanks

২৬| ১৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৯

শায়মা বলেছেন: হা হা হা হা

নিলপরী আপুনি, গেমুভাইয়া আর সাধুবাবা


যাক শেষ পর্যন্ত উদ্দেশ্য সফল হলো!!!!!!!!!!:)

২৭| ১৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫০

নীলপরি বলেছেন: যাইহোক বহুজন্ম আগে আপনি তানসেন ছিলেন নাকি ? তানসেন গান গেয়ে বৃষ্টি নামিয়ে ছিলেন । আর আপনি কবিতা লিখে আমাদের সহব্লগার তার আর পর নেই কে নিয়ে এলেন ! ধন্যবাদ । :)

@ তার আর পর নেই আপনাকে দেখে ভালো লাগলো । আপনার লেখা আর আমার ব্লগে আপনার উপস্থিতির অভাব বোধ করি । শুভকামনা ।:)

১৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: তানসেন? ব্যাপারটা ভাল্লাগলো!

২৮| ১৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫৬

শায়মা বলেছেন:
২৭. ১৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫০ ০
নীলপরি বলেছেন: যাইহোক বহুজন্ম আগে আপনি তানসেন ছিলেন নাকি ? তানসেন গান গেয়ে বৃষ্টি নামিয়ে ছিলেন । আর আপনি কবিতা লিখে আমাদের সহব্লগার তার আর পর নেই কে নিয়ে এলেন ! ধন্যবাদ । :)

@ তার আর পর নেই আপনাকে দেখে ভালো লাগলো । আপনার লেখা আর আমার ব্লগে আপনার উপস্থিতির অভাব বোধ করি । শুভকামনা ।:)


নিলমনি!!!!!!!!!!!

হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা

তোমার জন্য নিলমনিহার আনছি

১৮ ই জুন, ২০১৬ দুপুর ১:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: রবিদার একটা গান আছেনা এ মণিহার আমার নাহি সাজে? আমার না সাজলেও নীলপরির সাজবে! ওকে পার্সেল করলাম!

২৯| ১৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫৮

শায়মা বলেছেন:

আর তার আর পর নাই বন্ধুর জন্য দড়ি :)




:) :) :)

৩০| ১৮ ই জুন, ২০১৬ দুপুর ১:০২

তার আর পর নেই… বলেছেন: এই আসা আসা নয়, এ যে আবার ফিরে যাওয়া … নীলপরি, এটা আমি ফান হিসেবেই নিলাম।
তার আর পর নেই … এই নামটা আমার খুব ভালো লাগে। বৃতির একটা কবিতায়ও এরকম লেখা ছিলো।

১৮ ই জুন, ২০১৬ দুপুর ১:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: এতদিন পরে আইসাও ভালো-মন্দ জিগাইলেন না?

দিলে পেলুম বড় চোট,
ভেবেছিনু পুষ্প আপনি তো আখরোট!

৩১| ১৮ ই জুন, ২০১৬ দুপুর ১:০৬

শায়মা বলেছেন: তার আর পর নাই বন্ধু!!!!!!!!!!!!!!!!!!!!!!

এইসব চলবে না!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

কে তোমাকে আসতে দেয় না বলো !!!!!!!!!!

আমরা ঢাল তলোয়ার নিয়ে রেডি!!!!!!!!!!!!!!

৩২| ১৮ ই জুন, ২০১৬ দুপুর ১:৪৪

মহা সমন্বয় বলেছেন: আমি বলেছিলাম না সে আবার ফিরে আসবে আপনার কবিতার টানে হে হে B-)
আবশেষে আপনার কবিতাটি স্বার্থক হইল।
আ্পনার ইমাজিনেশন পাওয়ার আছে একথা বলতে হবে। B-))

১৮ ই জুন, ২০১৬ দুপুর ২:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: সে যে ডাক দিয়ে যায় পালিয়ে বেড়ায় ধরা দিতে চায়না । সে আমার ----- আয়না!

৩৩| ১৮ ই জুন, ২০১৬ দুপুর ১:৫৪

নীলপরি বলেছেন: @ শায়মা - হারের জন্য অনেক ধন্যবাদ । হারটা খুব পছন্দ হয়েছে আমার । :)

@ তার আর পর নেই - আপ সাধুজী কো পহেচানতে নেহী হো কেয়া ? আরে , ছুপা রুস্তম হ্যায় ও । আপনে খোয়াবো কি মালিকা কো পর্দে কে পিছে ছুপাকে রাকখা হ্যায় উনহনে । পর্দা আপ হো । পর্দা মে রহেনে দো , পর্দা না উঠাও ..........।:)

@ লেখক - মেরী কোই ভি বাত দিল পে মাত লেনা ! ম্যায় আপকে গুসসে ডরতি হু । :|

১৮ ই জুন, ২০১৬ দুপুর ১:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: বোঝেনা সে বোঝেনা!

৩৪| ১৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩২

কবি হাফেজ আহমেদ বলেছেন: বাহ.....!
দারুন প্রকাশ........!

ভালো লাগলো। এগিয়ে যান, শুভকামনা

১৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ! শুভ কামনা আপনার জন্যও!

৩৫| ১৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩৮

অপরিচিত সেই আমি বলেছেন: খুব সুন্দর!

১৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা । ভালো থাকুন!

৩৬| ১৮ ই জুন, ২০১৬ রাত ১১:৫১

Ahsan mir বলেছেন: আহ কি সু'মধুর ভাষা
কবির কথায় ফিরিয়া পাইলাম আশা।
হ্নদয় ছিল কুয়াশায় গনঢাষা
অদ্ধ মন হইলো খুলোশা
((ভূল হইলে খমা করবেন))

১৮ ই জুন, ২০১৬ রাত ১১:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ভুল তো হয়েছে (বানান); ব্যাপার না আবেগটাই বড় কথা । শুভ কামনা থাকলো । লেখা ভালো লেগেছে জেনে খুশি হলাম!

৩৭| ২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

নীলপরি বলেছেন: আগের পোষ্টটা সরিয়ে দিলেন কেনো? আমি ভেবেছিলাম কাল্পনিক । এখানে যেমন বলেছেন। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি দু:খিত। আশাকরি আপনার জীবনে সব ঠিক হয়ে গেছে ।

শুভকামনা।

০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৫:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ইট'স ওকে!

৩৮| ২৮ শে জুন, ২০১৬ সকাল ৮:১৩

চাঁদগাজী বলেছেন:




আপনি কি ভালো আছেন?

০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৫:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি ভালো আছি; আশা করি আপনিও ভালো । মনে রাখার জন্য ধন্যবাদ ।

৩৯| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর সনেট
তবে ভাগ করে দিলে আরো ভাল হতো +

০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো, ফাতেমাপা ।

৪০| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০১

নীলপরি বলেছেন: আবার নতুন পোষ্টটা মুছে দিলেন ?

০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: তিন-চারটা পোস্ট ড্রাফটে নিয়ে নিয়েছি । শেষ পোস্ট এর প্রতি উত্তর দেখেননি?

৪১| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৪

নীলপরি বলেছেন: হুম দেখেছি । কিন্তু পোস্ট ড্রাফটে নেবেন এমন কিছু লেখা ছিল কি ? যাক , এটা আপনার ব্যক্তিগত ব্যপার । তবে আপনার শেষ পোস্টে আমি দার্শনিক কোনো মন্তব্য করিনি । উপলব্ধী থেকে বলেছি ।

আর আমি আপনার ব্লগে সবসময়ই আসি । ব্যস্ত থাকলে পরে মন্তব্য করি । :)

শুভকামনা ।

০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রশ্ন করেছিলাম একটা । উত্তর দেননি তো, তাই বলেছিলাম ।

৪২| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৪

নীলপরি বলেছেন: সরি । দুটো প্রতি উত্তর দিয়েছিলেন কি ? প্রশ্ন ঠিক খেয়াল হচ্ছে না । পারলে আর একবার বলবেন ।

৪৩| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১৩

ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ কবিতা সাধু ভাই। খুব ভাল লেগেছে।

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.