নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

যেখানেই যাই, যত দূরেই যাই (সামুর দরবারে প্রত্যাবর্তনের গল্প)

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২০


গত বছর একবার রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিলাম; ফিরেছিলাম মাস দুই পরে। পরিচিতজন অবশ্য জানেন আমার খামখেয়ালিপনার কথা! ব্লগে একটা পোস্টও দিয়েছিলাম এ নিয়ে। কেউ কেউ ভর্ৎসনা করেছিলেন, কেউ বা আবার সান্ত্বনা দিয়েছিলেন। যারা সান্ত্বনা দিয়েছিলেন, তাদের জন্য রইল বুক ভরা ভালোবাসা!

ধান ভানতে শিবের গীত গেয়ে ফেললাম, না? কী আর করার! দু-চার কথা তো বলতেই হয়। কেউ ভাবছেন ব্লগে আমার উপস্থিতি কম কেন? আর সবার মতো আমার উত্তরও হয়তো একই রকম হবে, "প্রাণ নেই ব্লগে।" আসলেও তাই! প্রতিশ্রুতিশীল ব্লগারেরা সবাই বিদায় নিয়েছেন। এখন ব্লগে ওয়াজ-নসিহত ছাড়া কিছু পাই না! আর এমন সব ভাষার প্রয়োগ দেখি, "আসসালামু আলাইকুম" বলে বিদায় নিতে ইচ্ছে হয়।

যে আমি '১৩ সালে অক্টোবরে অ্যাকাউন্ট খোলার পর '১৪ সালের মার্চ থেকে '১৬ সালের নভেম্বর পর্যন্ত ন্যূনতম একটা করে পোস্ট দিয়ে হলেও শরিক থাকতাম, হঠাৎ নীরব হয়ে গেলাম কেন? কারণ হলো, '১৬ সালের ডিসেম্বরে ছবিসহ একটা কবিতা পোস্ট করেছিলাম, মডারেশন বোর্ড সেটা প্রথম পাতা থেকে সরিয়ে নেয় এবং আমাকে জেনারেল (সৈন্য-সামন্তহীন) করে রাখে। কয়েকবার ইমেইল করার পরও ওদের মন গলে নি, তাই রাগ করে আর ঢুকতেও চেষ্টা করি নি। সেদিন চাঁদগাজী, সচেতনহ্যাপী, নীলপরি ও বিলিয়ার রহমান খুব করে ফিরতে বললেন; চাঁদগাজী বললেন কা_ভা ভাইয়ের পোস্ট এ অনুরোধ করতে। করলাম এবং কা_ভা ভাই হারানো অধিকার ফিরিয়েও দিলেন।

ফিরতে পেরে ভাল্লাগছে। অনেককে অবশ্য ফেসবুকে পেয়েছি। যাদের পাই নি, তাদের কথা বহুবার মনে পড়েছে। এখন থেকে নিয়মিত থাকার চেষ্টা করব আর নিজের সুখ-দুঃখের কথা শেয়ার করব। কেউ আবার বিরক্ত হবেন না যেন! যেখানেই যাই, যতো দূরেই যাই সামুকে কি ভোলে থাকা যায়?









মন্তব্য ৬৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৭

নীলপরি বলেছেন: ওয়েলকামব্যাক । ভীষণ ভালো লাগলো আপনার পোষ্ট দেখে । আপনার কবিতা আর অন্যান্য লেখা ( যার মধ্যে সাধু ভাষার লেখাগুলো বিশেষ ) অপেক্ষায় থাকলাম ।

শুভকামনা ।

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ আপনাকে। সত্যিই আপনাদের খুব মিস করেছি!

২| ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:



আবারো স্বাগতম।
আপনাকে ব্লগের ১ম পাতায় দেখে ভালো লাগছে।
ব্লগার কাল্পনিক_ভালোবাসাকে ধন্যবাদ।

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার অনুপ্রেরণাতেই মূলত উনার পোস্ট এ মন্তব্য করা! শুভেচ্ছা অফুরান!

৩| ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪১

সালমান মাহফুজ বলেছেন: ব্লগাররা চলে যায়; আর ওয়াজ নসিহতকারীরা জায়গা করে নেয় !

ফিরে আসায় শুভকামনা ।

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: :(

৪| ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪২

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল ।

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা। ভালো থাকুন সতত।

৫| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: যেখানেই যাই, যতো দূরেই যাই সামুকে কি ভুলে থাকা যায়??

কথা সেটাই

তাইতো বলি সাধু দা কই????

এত কাহিনী!!!
থ্যাংকস সবাইকে যারা আপনার ফিরে আসায় অনুপ্রানীত করেছেন।

বাড়ী খালি থাকলে নানান কিছু বাসা বাঁধে! তাই ঘরেই আলো জ্বালুন :)

+++

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: আরে ভৃগুদা যে! কোথায় থাকেন? ফেসবুকে তো দেখি না! আমি ভাবছিলাম আপনার রেস্তোরাঁতে একদিন...

৬| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

চিটাগং এক্সপ্রেস বলেছেন: সংসারের কর্তার উপর মান অভিমান থাকবেই। তাই বলে কি সংসার বৈরাগী হবেন?

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ইগো নিয়ে আছি মুশকিলে। কিছুতেই মুশকিল আসান করতে পারছি না; সর্বত্রই ধরা খাচ্ছি!

৭| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২১

মাহবুবুল আজাদ বলেছেন: আসুন আসুন , আমিও ছিলাম না অনেক দিন, তবে মনে হচ্ছে আবারো মুখরিত হবে এই প্রিয় আঙ্গিনা।

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনিও ফিরে আসুন। শুভ কামনা!

৮| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সাদর সম্ভাষণ। সামু নামক ফুল বাগিচাকে ফুলে ফুলে পরিপূর্ণ করে তোলার অপেক্ষায়...

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: :(

৯| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফিরে আসায় স্বাগত জানাচ্ছি। আশা করি নিয়মিত হবেন।

আর, রাগ করে কখনো বাড়ি ছেড়ে যাবেন না, এই প্রত্যাশা আপনার কাছে। আমার ছেলে একবার আমার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, দুদিন পর ফিরেছিল। সে হেসে হেসে তার অভিজ্ঞতার কথা বলে, কষ্টে আমার অন্তর ফেটে চৌচির হয়। পালিয়ে গিয়ে কিছুদিন নিজেকে সান্ত্বনা দেয়ার যায়- বউ, মা-বাবা-আত্মীয়দের বুঝিয়ে দেয়া যায়- দেখো, তোমাদের কেমন লাগে! কিন্তু তাঁদের কেমন লাগাটা আপনি হয়ত বুঝবেন না, যদ্দিন না আপনি নিজে বাবা হবেন এবং এরকম এক অভিজ্ঞতার ভেতর দিয়ে বেরিয়ে আসবেন।

বেশি কথা বলে ফেললাম। ক্ষমা করবেন।

শুভেচ্ছা সব সময়ের জন্য।

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: মান-অভিমান বেশি হলে যা হয় আর কী! নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি!

১০| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

ওমেরা বলেছেন: ফিরে আসায় ধন্যবাদ ।

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা, ওমেরা! ভালো থাকবেন।

১১| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো আপনার ফিরে আসার গল্প। ভালো লাগলো সামুর প্রতি আপনার অঢেল ভালোবাসা বুঝে।

হ্যা ভাই, সামু ভুলে থাকা সম্ভব নয়। গত কয়েকদিন ব্যস্ততা থাকায় ব্লগে আসাই হয়নি, কিন্তু সবসময় মনে হয়েছে সামুর কথা। ভুলা যায় না এই ব্লগ ও ব্লগারদের আন্তরিক ভালোবাসা, আমি পারিনা না এসে থাকতে।

অভিনন্দন আপনাকে, শুভকামনা সবসময়।

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: সামুকে ছেড়ে যাওয়া সত্যিই খুব কঠিন কর্ম!

১২| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০০

সোহানী বলেছেন: অনেক ভালোলাগলো আপনার ফিরে আসায়। একসাথে চলতে গেলে মান-অভিমান রাগ-দু:খ অনেক কিছুই থাকবে তাই বলে চলে যাওয়া কেন? আপনারা ভালো লেখকরা চলে গেলেতো শূন্যস্থান পূরন হবে কোন অপব্লগার দিয়ে.... তাই না............

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: মান-অভিমানের খেলা অনেক হলো; এবার নতুন করে শুরুর পালা!

১৩| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০১

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,



সাধু হওয়া বড় কঠিন । ঘর পালিয়ে সাধু সাজা যায় , সাধু হওয়া যায়না ।
তাই সাধু না হয়ে মানুষের বেশে আবার ব্লগের মর্ত্যলোকে ফিরে এসেছেন দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললুম ।
ব্লগের এই মায়াবী টান এড়ানো ঢের কঠিন বলেই আশা , এবারে আর ব্লগ ছেড়ে পালানো নয় ! আপনার সরব উপস্থিতি ব্লগটাকে রূপে-রংয়ে বিধৌত করুক চিরকাল .....................

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: বিশেষ কোন সমস্যা না হলে আর ছাড়ছি না! আপনাদের মায়ার বাঁধন কি ছিন্ন করা যায়?

১৪| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৪

নীলপরি বলেছেন: তখন একটা কথা বলতে মিস হয়ে গিয়েছিল । সেদিন আমরা যে আপনাকে ব্লগিং করার জন্য বলেছিলাম , তার পুরো কৃতিত্বটাই আপনার । কারণ আপনি খুব ভালো লেখক । তবে আপনি সেই সামান্য কথাটা মনে রেখেছেন দেখে আবেগে আপ্লুত হলাম । এই ভুলে যাওয়ার দুনিয়ায় মনে রাখার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।

ধন্যবাদ ।
শুভকামনা রইলো ।

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: :)

১৫| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: ফিরে আসায় খুব ভালো লাগলো !

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: :)

১৬| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৪

কথাকথিকেথিকথন বলেছেন: শুভ প্রত্যাবর্তন । যেভাবেই থাকুন ভাল থাকুন ।

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: :)

১৭| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১১

এডওয়ার্ড মায়া বলেছেন: লিখতে থাকুন।

০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: দেখা যাক কী অবস্থা দাঁড়ায়।

১৮| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৫

দরবেশমুসাফির বলেছেন: অনেকদিন পর ব্লগে ঢুকলাম, আর ঢুকেই আপনার এই পোস্ট পেয়ে গেলাম।
এখন আমিও চিন্তা করছি ফিরে আসা যায় কি না।

০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: ফিরে আসুন।

১৯| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪২

সুমন কর বলেছেন: হুম, এবার নিয়মিত হয়ে যান.........

কেমন আছেন?

০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: আছি ভালোই। আশা করি আপনিও ভালো।

২০| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০০

সচেতনহ্যাপী বলেছেন: স্বাগতম ।।
আপনরা,(পুরানোরা) যদি ফিরে আসেন তাহলে দেখবেন উল্লেখিতরা পিছিয়ে পড়তে বাধ্য।।
লেখা শুরু করুন আজ থেকেই।।

০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ফিরেছি যখন লিখবো।

২১| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৫

আলোরিকা বলেছেন: সুস্বাগতম!!

০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা।

২২| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫৫

প্রামানিক বলেছেন: সহজে চলে যাওয়া যায় কিন্তু সহজে ভুলে যাওয়া যায় না। অসংখ্য ধন্যবাদ প্রত্যাবর্তনের জন্য।

০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা।

২৩| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫৮

মনিরা সুলতানা বলেছেন: বাহ!!
ফিরে আসায় শুভেচ্ছা .

০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: B-)

২৪| ০৮ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৪৪

বজ্রকুমার বলেছেন: আচ্ছা আমাকে একটু বলুনতো আপনারা সবাই যদি প্রাণ নেই প্রাণ নেই বলে চিৎকার করেন তবে আমরা নতুনরা কি করবো? আমরাতো জানিইনা সেই প্রাণটা কেমন ছিল.? প্রাণের প্রকৃতিটা কেমন ছিল.?
আচ্ছা ধরে নিলাম তা অনেকটা সর্গীয় ধরণের ছিল, আপনারা যেহেতু বলছেন সেই সর্গীয় প্রাণ এখন নেই যা কিনা আগে ছিল। তারমানে আপনারা তাহা সম্পর্কে বেশ অবগত আছেন তবে কি আপনাদের উচিত নয় সেই সর্গীয় প্রাণ ফিরিয়ে আনা এবং তা কিভাবে ধরে রাখতে হয় তা আমাদের শেখানো??

০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: কর্মজীবন নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ায় এই অবস্থা হয়তো।

২৫| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:১৬

মোস্তফা সোহেল বলেছেন: এতকিছুর পর তারপরও ফিরে আসার জন্য অনেক ধন্যবাদ।
আপনারা যদি অভিমানে সামু ছেড়ে চলে যান তবে সামুতে প্রান থাকবে কি করে।
আমাদের সাথেই থাকুন।
নিয়মিত লিখুন। অনেক ভাল থাকুন।
শুভ কামনা রইল।

০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: সাথেই থাকবো।

২৬| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৭

নতুন নকিব বলেছেন:



শুভ হোক আপনার সামনের দিনগুলো।
ফিরে আসায় ধন্যবাদ। আশা করি, একটিভ থেকে নতুনদের উতসাহ দিবেন। আগের মত।

ভাল থাকুন।

০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা আপনাকে।

২৭| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে সুস্বাগতম। হ্যাপী ব্লগিং ।

০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা জানবেন।

২৮| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওয়েলকামব্যাক। এবার নবউদ্যোগে কি বর্ডের উপর ঝাঁপাইয়া পড়েন B-) B-)

০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: :D

২৯| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৬

গার্থ বলেছেন: পুরনো নিকে লগাইতে পারিনা। নতুন নিকে আইলাম সেফ করেনা। স্বাগতম ভ্রাতা।

০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: স্বাগতম।

৩০| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৫

কাছের-মানুষ বলেছেন: আপনার প্রত্যাবর্তনে স্বাগতম । অভিমান করে আর ব্লগ বিমুখ হবেন না আশা করি। লেখতে থাকুন।

লেখার মাঝখানে লিখেছেন প্রান নেই ব্লগে, আসলেও তাই। প্রতিশ্রুতিশীল ব্লগারেরা সবাই বিদায় নিয়েছেন। বিশ্বাস করুন আমি যখন ২০১০ সালে ব্লগিং শুরু করেছি (অন্য কোন ব্লগে) তখনও অনেকে বলত ব্লগে প্রান নেই, ভাল ব্লগাররা বিদায় নিয়েছেন। এটা আমার মনে হয় অনেকেটা সাইকোলজিকাল ব্যাপার, যখন কেউ ব্লগিং শুরু করে তখন সে যাদের এসে ব্লগে পায় এবং তার সমসাময়িক ব্লগারদের খুব আপন মনে হয়। একটা সময় ব্লগিং এ গ্যাপ হলে মাঝ খানে দেখা যায় কিছু ব্লগার ঝরে যায়, নতুন ব্লগার আসে ,বোঝাপরায় সমস্যা হয় তখন অনেক সময় মনে হয় আগের কেউ নেই , ব্লগিং এ আর মজাও নাই! এটা আমার নিজস্ব মতামত! কিছুমনে করবেন না।

নিজের জন্য ব্লগিং করুন।

০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: "এটা আমার মনে হয় অনেকেটা সাইকোলজিকাল ব্যাপার, যখন কেউ ব্লগিং শুরু করে তখন সে যাদের এসে ব্লগে পায় এবং তার সমসাময়িক ব্লগারদের খুব আপন মনে হয়। একটা সময় ব্লগিং এ গ্যাপ হলে মাঝ খানে দেখা যায় কিছু ব্লগার ঝরে যায়, নতুন ব্লগার আসে,বোঝাপরায় সমস্যা হয় তখন অনেক সময় মনে হয় আগের কেউ নেই, ব্লগিং এ আর মজাও নাই! এটা আমার নিজস্ব মতামত!" আপনার মতামত যথার্থই। শূন্যতা পূরণ করা যায় কি না; চেষ্টা করে দেখি।

৩১| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৯

সামিয়া বলেছেন: ওয়েলকাম ব্যাক!!!

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৩২| ০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১০

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার লেগেছে আমাকে।

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: :)

৩৩| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১১

বিলিয়ার রহমান বলেছেন: আবার ফিরে আসায় ধন্যবাদ!:)


আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা!:)

১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: কেবল ভালোবাসার টানে ফিরলাম ময়দানে।

৩৪| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: পুনস্বাগতম ব্লগে। এটাতো এখন প্রায় মৃত একটা ফ্ল্যাটফর্ম প্রায়। ২০১৩ সালের প্রথমার্ধের ধাক্কা বাংলা ব্লগকে কম করে হলেও ৫০ বছর পেছনে নিয়ে গেছে। কত অসাধারন ব্লগারকে হারিয়েছি সেই ধাক্কায় তা হিসেব করলে থাকার আসলেই ইচ্ছে নষ্ট হয়ে যায়। আপনার লেখনি ও কমেন্ট যথেষ্ট উচ্চমানের, তাই আপনাকে নিয়মিত আশা করি।

প্রতিশ্রুতিশীল ব্লগারেরা সবাই বিদায় নিয়েছেন। এখন ব্লগে ওয়াজ-নসিহত ছাড়া কিছু পাই না! আর এমন সব ভাষার প্রয়োগ দেখি, "আসসালামু আলাইকুম" বলে বিদায় নিতে ইচ্ছে হয়। কঠিনভাবে সহমত।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: সুসময় বোধহয় ফিরবে না! কী আর করার! তবুও আশা বেঁধে রাখি, তবুও দ্বীপশিখা জ্বেলে রাখি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.