নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

অজ্ঞেয়বাদী

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০০


ফুল আর পাথর
পাথরের দেবতারে ফুল দিয়ে পূজি,
ক্ষীণ আশা এই ক্ষণে জেগে উঠে বুঝি।
পুরবে এবার হৃদয়ের যত আশ,
জেগে উঠা দুঃখগুলো করবে বিনাশ!
অতীত কাহিনী এমনি করেই লেখা,
সে মতেই পৃথিবীকে ঘুরেফিরে দেখা!
আলাদিনের চেরাগ আসে যদি হাতে,
পূর্ণ হবে অপূর্ণতা ঘষা দিলে তাতে।
দিবারাত্রি কায়মনে তপঃ করি তাই,
দৈবক্রমে একদিন যদি পেয়ে যাই।
পুরে না কখনো হায় হৃদয়ের আশ,
প্রকৃতি সর্বদা করে যায় উপহাস।
কোথাও যে কেউ নেই, শুধু জেগে থাকা-
যাবতীয় অনাস্থায় বৃথা আস্থা রাখা?
আপনার অক্ষমতা ঢেকে রাখা দায়,
দিনের আলোর মত ফাঁস হয়ে যায়।
অক্ষম কৃষক ভেবে যায় আ'লে বসে,
লাভ কী হবে অযথা মরুভূমি চষে?

৭ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ
ভালুকা, ময়মনসিংহ।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


পাথের উপর গাছ বেড়ে উঠে, ফুল দেয়, ফল দেয়

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: আর আমরা চুপচাপ দেখে যাই।

২| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৬

আখেনাটেন বলেছেন: প্রকৃতি সর্বদা করে যায় উপহাস। -- জীবনের কঠিন ধাপগুলোতে মানুষের কাছে সবকিছুই প্রকৃতির উপহাসের মতোই লাগে। ভালো লিখেছেন কবি।

আপনাকে অনেক দিন পর দেখলাম মনে হচ্ছে ব্লগার রূপক বিধৌত সাধু।

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রকৃতির কাছে মানুষ বরাবরই অসহায়।

হ্যাঁ, অনেকদিন পর ফিরলাম। ভালো ছিলেন তো?

৩| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর ছন্দময় কবিতার শেষ অবধি। ভালো লাগলো।

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোবাসা রইলো নিরন্তর।

৪| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪২

জাহিদুল হক শোভন বলেছেন: আর একটু জমলে মন্দ হতো না।

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আজকাল সবকিছুতে বড্ড তাড়াহুড়ো পেয়ে বসেছে!

৫| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫০

ভ্রমরের ডানা বলেছেন:

কাব্যের গভীরে এক নিগূঢ়তম ত্বত্ত্ব রয়েছে! উপভোগ্য কাব্য! ধ্যানাসন ছেড়ে ব্লগে ব্যাক করার জন্যে শুভেচ্ছা! আপনাকে বেশ মিস করেছি!

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: আবার নিয়মিত হওয়ার মনোবাঞ্ছা রাখি।

৬| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৬

জাহিদ অনিক বলেছেন:
বাহ ! চমৎকার সাধু

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোবাসা জানবেন।

৭| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: জেনে প্রীত হলাম।

৮| ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২০

নীলপরি বলেছেন: গভীর মননশীল কবিতা ++++++++

শুভকামনা

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা অবিরত।

৯| ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: মানব চরিতের সহজাত বোধি কাব্য!
পরম শুন্যতা মানুষ সইতে পারেনা। তাই বস্তুতেই অবলম্বন খোঁজে বস্তুগত গাঠনিক দুর্বলতায়!
আত্মিক সক্ষমতা যারা অর্জনে সক্ষম হয়, তারা বেরিয়ে আসতে পারে এ বোধ থেকে

অসীম শুন্যজ্ঞানের অজ্ঞতাই অজ্ঞেয়বাদের বীজ বপন করে।

কবিতায় ভাললাগা

+++

১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: গভীর তাৎপর্যপূর্ণ একটা মন্তব্য করেছেন; সে মতোই ভাবছি। তবুও মাঝেমাঝে মনটা হতাশায় পড়ে বড় বেয়াড়া হয়ে ওঠে।

ধন্যবাদ, ভৃগু দা!

১০| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১:৪৩

আরণ্যক রাখাল বলেছেন: অক্ষম কৃষক ভেবে যায় আ'লে বসে,

লাভ কী হবে অযথা মরুভূমি চষে?

২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: কৃষক বড় দিশেহারা।

১১| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১:৪৩

আরণ্যক রাখাল বলেছেন: অক্ষম কৃষক ভেবে যায় আ'লে বসে,

লাভ কী হবে অযথা মরুভূমি চষে?
এই লাইনদুটো মাস্টারপিস৷ যদিও আপনার কবিতাটার সাথে পুরোপুরি একমত নই

২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: দ্বিমত কোথায়? বিষয়বস্তুতে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.