নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

হাপিত্যেশ

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬


পেছন থেকে আমি যখন
দিলাম তারে ডাক,
আমার দিকে চেয়ে সেজন
ভীষণ হতবাক।
আমিও যে ডাকতে পারি,
কণ্ঠে আছে জোর;
খুব করে সে জানলো এবার
কেটে গেল ঘোর।
আমিও যে বাসতে পারি
কাউকে যে ভালো,
বিস্ফোরিত হলো দুচোখ-
পিলে চমকালো।
অধীর হয়ে তার দিকে যেই
দিলাম আমি ছুট,
হঠাৎ করেই মনে হলো
সবকিছুই যে ঝুট।
আমার প্রতি আগের মতো
আগ্রহ নেই আর,
দুচোখে তার নির্লিপ্ততা
করুণার আধার।
শোকাহত হলাম ভীষণ,
কেঁপে উঠলো বুক;
কোথাও কেউ নেই- দেশটা শ্মশান
আমি এক ভিক্ষুক।
না ডাকলেই যে ভালো হতো,
না খুঁড়লেই কবর;
প্রত্যক্ষাণের লজ্জা বুকে
তুললো তুমুল ঝড়।
সময়ে যার মূল্য দেই নি,
বেলাশেষে আজ
সর্বশান্ত হয়ে গেলাম;
মাথায় পড়লো বাজ।

১৪ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ
গাজীপুর।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার লিখেছেন, মনটাকে কিছুটা যেন নষ্ট্যালজিক করে তুলল

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: কত আশা-নিরাশা নিয়েই না মানবজীবন!

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫৩

ইসিয়াক বলেছেন: সুন্দর ।
শুভসন্ধ্যা।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভ সন্ধ্যা! শুভেচ্ছা নিরন্তর।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৯

মাহমুদুর রহমান বলেছেন: সম্পর্ক একবার ভেঙ্গে গেলে সেটা আর গড়ে ওঠে না সহজে।অনেক সময় গড়েই উঠে না।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: হুম। দিন গেলে আর দিন আসে না।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৬

তারেক_মাহমুদ বলেছেন: সময়ে মুল্য না দিলে এমটাই ঘটে। বাহ সুন্দর ছন্দময় কবিতা।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: তাই তো লালন শাহ্ বলেছিলেন, "সময় গেলে সাধন হবে না,
দিন থাকতে দিনের সাধন কেন জানলে না।"

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯

নীলপরি বলেছেন: শব্দ চয়ন ভালো লাগলো । সুন্দর লিখেছেন ।

০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ।

৭| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৩২

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল , আশা করি আগামীতে আরো ভাল লিখবেন ।

১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো আর লিখতে পারছি কই? জীবন-জীবিকার পিছে ছুটতে ছুটতে দিশেহারা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.