নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

যে কারণে আমার প্রেমটা হলো না

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২১


ত্রিশালে ছিলাম তখন। 'কবি নজরুল' এর 'গাহি সাম্যের গান 'মঞ্চের সামনে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলাম। সম্ভবত নজরুল জয়ন্তী ছিল।
গানে যখন বুঁদ হয়ে আছি, হঠাৎ পরিচিত একটা কণ্ঠস্বর কানে এল। পেছনে তাকিয়ে দেখি লুৎফর। কলেজ জীবনের সহপাঠী।
প্রসঙ্গত, লুৎফরের সাথে পরিচয় হাইস্কুলে থাকতে। অবশ্য তখন সে সহপাঠী ছিল না। দুজন দু স্কুলে পড়তাম।
অনেকদিন যোগাযোগ ছিল না ওর সাথে। 'আনন্দ মোহন' এর সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখা। তারপর থেকে আবার যোগাযোগ।

যাহোক, তাঁবুর বাইরে চলে এলাম। লুৎফরের সাথে এক মেয়ে। নাম বলল, বিথী। চিনলাম না। পরে সে নিজেই বলল যে, কলেজে আমরা একসঙ্গেই পড়তাম।
হতে পারে। আমরা 'বিজনেস' এর শিক্ষার্থীরা 'মানবিক' এর শিক্ষার্থীদের সাথে অত মেশার সুযোগ পেতাম না। ক্লাস-প্রাইভেট নিয়ে ব্যস্ত থাকতে হতো। তাছাড়া আমি মুখচোরা হওয়ায় ছেলেদের সাথেই মিশতাম না। মেয়েদের সাথে মেলামেশা তো দূর কী বাত!

বিথী এক মেয়েকে ফোন দিল। মিনিট পাঁচেকের মধ্যে চলে এল ও। 'শেওড়াতলা'য় বসে গপসপ করছিলাম। মেয়েটার সাথে পরিচিত হলাম। ছোটোখাটো গড়নের শ্যামলাবরণ মেয়ে। চেহারায় মায়া আছে। কিন্তু কথা বেশি বলে।
'থিয়েটার ও পারফরম্যান্স' বিভাগে পড়ে। মেয়েটা হিজাব পরা। কথাবার্তায় রক্ষণশীল মনে হলো অথচ এ কি না 'থিয়েটার ও পারফরম্যান্স' এ পড়ে? অবাক লাগল। ও বলল, এ বিভাগে পড়ে সবাই নাটক-সিনেমায় অভিনয়ই করে না। অন্য ক্ষেত্রও আছে।

বলে রাখি, ও ত্রিশালের স্থায়ী বাসিন্দা। যাহোক, কথা প্রসঙ্গে বললাম, নজরুল খুব অভিমান নিয়ে গেছে ত্রিশাল থেকে। আপনারা লোক ভালো না। ঠাট্টচ্ছলে বললাম।

মনে হলো, সে বিরক্ত। বলল, কেউ যদি রাত ৩ টায় বটগাছের নিচে বসে বাঁশি বাজায় লোকের সমস্যা হয় না?

অনেকক্ষণ ঘোরাঘুরি করে যখন বিদায় নেব। তখন মেয়েটা আমার সম্পর্কে জানতে চাইল। বললাম। লেখালেখি যে পছন্দ সেটাও বললাম। যেহেতু সে থিয়েটার নিয়ে পড়ে, ভাবলাম সাহিত্য পছন্দ করবে।

এদেশের অনেক শিক্ষার্থী যে নিজের পছন্দের বাইরের বিষয় নিয়েও পড়ে, এটা প্রথমবার বুঝতে পারলাম। ও ঠিকই থিয়েটারে পড়ে কিন্তু ভালো লাগা এখানে না। হয়ত অন্য বিষয়ে সুযোগ পায় নি, তাই দায়ে পড়ে পড়ছে।

লেখালেখি নিয়ে পড়ে যেন না থাকি, হিতোপদেশ দিল। বিরক্ত বোধ করলাম। কিন্তু কিছু বলার সুযোগ নেই।
কথা প্রসঙ্গে জানতে পারলাম, অ্যাসাইনমেন্ট হিসেবে একটা নাটক লিখেছে সে। বললাম, একটা কপি যেন আমাকে দেয়।

পরদিন কল দিল আমাকে। খোঁজখবর নিল। কিন্তু তেমন উৎসাহ বোধ করলাম না আমি। একদিন দেখা করব বললাম। কয়েকদিন পর ত্রিশালে গিয়ে ফোন দিয়ে বললাম, ক্যাম্পাসে আসবেন?
ও বলল, বিকেল হবে।
আমার ক্লাস শেষ হয়ে গিয়েছিল। তাই এতক্ষণ অপেক্ষা করার ধৈর্য ছিল না। অন্যদিন দেখা হবে বলে লাইন কেটে দিলাম।

এরপর সে অনেকবার কল দিয়েছিল। ধরি নি। ভালো লাগা টা চলে গিয়েছিল। কেন? এখনও স্পষ্ট মনে পড়ে ও লেখালেখি অপছন্দ করত। প্রথম পরিচয়ের দিনই আমার ওপর খবরদারি ফলাতে শুরু করেছিল।
আমি কি বাঁধনে জড়াতে পারি? আমি তো মুক্ত জীবনানন্দ!


মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চসৎকার স্মৃতিচারণ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: একটু আগে হঠাৎ ঘটনাটা মনে পড়ল। হুটহাট লিখলাম।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৫৯

মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ এমন ভাবনা ও একটা দিক
অন্য ভাবে ও ভাবা যেতো, আমার ওকে ভালোলেগেছে ও যেমন ই তেমন ই ভাললেগেছে। হয়ত আপনাকে বুঝার সুযোগ পেলে হৃদয়ভার সঁপে দিত।
শেষ কথা হচ্ছে যা ঘটবার তা কিন্তু ঘটেই, হয়ত অন্যকেউ আপনার জন্যে অধীর আগ্রহে অপেক্ষায় আছে, তার আগ্রহ প্রার্থনা এত জোরালো যে অন্যেরা কাছেই আসতে পারছে না!
স্মৃতিকথায় ভালোলাগা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: সত্যিকার অর্থে কাউকে ভালোবাসলে তাকে সর্বাবস্থায়ই ভালো লাগার কথা। শুরুতেই খবরদারি করা কাজের কথা না। আবার আমার যদি ওর প্রতি আকর্ষণ বেশি থাকত, হয়ত ওর অপছন্দটার কথাও চিন্তা করতাম।

হয়ত আপনাকে বুঝার সুযোগ পেলে হৃদয়ভার সঁপে দিত।
শেষ কথা হচ্ছে যা ঘটবার তা কিন্তু ঘটেই, হয়ত অন্যকেউ আপনার জন্যে অধীর আগ্রহে অপেক্ষায় আছে, তার আগ্রহ প্রার্থনা এত জোরালো যে অন্যেরা কাছেই আসতে পারছে না!
চমৎকার বলেছেন।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৫

কবিতা ক্থ্য বলেছেন: শুভেচ্ছা,
সুখি হবার জন্য।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যাপারটা ঠিক সুখী হওয়া- না হওয়া নয়।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আহা!! এতো শুরুর আগেই শেষ!!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক আগের স্মৃতি। হঠাৎ মনে পড়ে গেল। তাই ছোট্ট করে শেয়ার করলাম।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: জীবনানন্দ হয়েই থাকুন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি
সব কিছু ভুলে যেন করি লেনদেন,
তুমিও তো বেশ আছো, ভালোই আছো
কবিতায় পড়া সেই বনলতা সেন।।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৭

ইসিয়াক বলেছেন: আহা! মনের মিল না হলে প্রেম হয় কি করে! আরও যখন প্রথমেই বলল লেখালিখি ছেড়ে দিতে তাহলে তো মন ভাঙবেই।সম মনা কাউকে খুঁজে নিন। একটু চেষ্টা করলেই পেয়ে যাবেন নিশ্চয়ই।

#আমার নিজের লেখালিখি নিয়ে অনেকের অনেক অভিযোগ।কেন আমি এই অকাজ করি! কাছের লোক দুরের লোক কার কথা রেখে কার কথা বা বলি। এমন কি এই ব্লগে আসা যার হাত ধরে সে ও আমাকে লেখালেখি ছেড়ে নিজের ক্যারিয়ারের দিকে, বেশি টাকা পয়সা ইনকামের দিকে বেশি মনোযোগ দিতে বলে। আমার পক্ষে সেটা কখনও সম্ভব নয়। পড়া আর লেখা আমার কাছে অক্সিজেনের মত। যে আমাকে লেখালেখি ছাড়তে বলবে আমি তার সাথে নাই। আমি জীবনের শেষ দিন পর্যন্ত লিখে যেতে চাই। সামান্য ইনকামে আমি সুখী,বেশি টাকা ইনকামের জন্য আমি লেখালেখি ছাড়তে পারবো না। কখনোই না।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: উপলব্ধি টা তখন যেমন ছিল, এখনও তেমনই। লেখালেখি পুরোপুরি ছাড়া সম্ভব না। খাবার খেলে পেটের খিদে মেটে। মনের খিদে মেটাতে লেখালেখিই সার।
আমি আপনার মতোই ভাবি। যে লেখালেখি ছাড়তে বলে, তার সাথে আমি নেই। তারা হয়ত ভালোর জন্যই বলে। কিন্তু সব ভালো তো সবার জন্য কার্যকর নয়।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩২

সোনাগাজী বলেছেন:




আপনি কি মেয়েটাকে দেখার পর, কোন কারণে মনের আবেগ অনুভব করেছিলেন?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: না।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৩

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু,



হা...হা....জীবনের আনন্দটা শুরু না হতেই ঝরে গেলো!!!!!!!!! :((
মানবিক প্রেমটা ফসকে গেলেও আসল প্রেমটা ( মানসিক) কিন্তু আপনি ঝরে যেতে দেন নি। বলছিলুম ঐ লেখালিখির কথাটা।
কোথায় যেন পড়েছিলুম - একবার যার মাথায় সাহিত্যের ভুত চেপেছে তার একূল ওকূল দুই-ই নাকি গেছে!

আপনার স্মৃতিচারণের বিষণ্ণতম সংগীতই মধুরতম হয়ে উঠেছে লেখাতে। প্রেম সুন্দর বটে তবে যা সুন্দর তা জগতের জন্যে অপরিহার্য নয় । ফুলেদের উচ্ছেদ করে দিন, জগতের কোনও বৈষয়িক ক্ষতি হবেনা।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: কোথায় যেন পড়েছিলুম - একবার যার মাথায় সাহিত্যের ভুত চেপেছে তার একূল ওকূল দুই-ই নাকি গেছে! যা বলেছেন। তবে মানবিক প্রেমটা ফসকে গেলেও আসল প্রেমটা ( মানসিক) কিন্তু আপনি ঝরে যেতে দেন নি। বলছিলুম ঐ লেখালিখির কথাটা। এটাই সম্বল। প্রেম সুন্দর বটে তবে যা সুন্দর তা জগতের জন্যে অপরিহার্য নয়। এটাও সত্যি। হয়ত অন্য কেউ অধীর আগ্রহে অপেক্ষায় আছে, তার আগ্রহ প্রার্থনা এত জোরালো যে অন্যেরা কাছেই আসতে পারছে না!

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০১

রানার ব্লগ বলেছেন: ধৈর্য ধরেন মিয়াভাই, প্রেমের জন্য ধৈর্য মহৎ গুন !!!!

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ধৈর্য এবং একাগ্রতা যেমন জরুরি, সম্ভবত বেহায়া হওয়াও জরুরি। মেয়েরা ভদ্র ছেলেদের মনে হয় কম পছন্দ করে।

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫৭

শায়মা বলেছেন: আহারে ভাইয়ু! :(

মনে হচ্ছে তোমার প্রেম হবে না।

তোমার ধৈর্য্য নাই। :(

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: বেহায়ার মতো লেগে থাকাটা একটু কঠিন হয়ে যায়। তাই সমস্যা হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.