নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

ঢাকায় আসার বছর পার

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৮


করোনার সময়টায় এলাকায় ছিলাম। সেখানে ব্যবসা শুরু করে ক্ষতিগ্রস্ত। টিউশনিতেও টাকা নেই। একসময় মনে হলো ঢাকায় গিয়ে কিছু করা দরকার। চলে এলাম। এবং স্কুল ও হাউজ প্রোপারটিজের অ্যাকাউন্টটেন্ট হিসেবে কাজ শুরু করলাম। মালিকের অবর্তমানে তার ছেলের অধীনে কাজ করি। ডিউটি ১০-৫। কিন্তু দেখা গেল আমাকে সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত থাকতে হয়। বেতন মাত্র ১৫ হাজার।

বিল তৈরি করি। টাকা নিতে হয়, চেক নিতে হয়, ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হয়। আলাদা খরচ পাই না। তাই টাকা বাঁচাতে হেঁটে এখানে সেখানে যাই।

চাকরিটা দরকার ছিল। কিছু চিনি না, জানি না। যাব কই? তাই ধৈর্য ধরে রইলাম। ভাবলাম ঠিকমত কাজ করলে ভালো করতে পারব।
অফিসের কাজ তো বটেই। মালিকের বাসায়ও কাজ করতে হয়। ছাদ পরিস্কার। কেয়ারটেকার বাথরুম পরিস্কার করে আর আমাকে তার দেখাশোনা করতে হয়। অতিরিক্ত কোন পারিশ্রমিক নেই।

বিশেষ দিবসেও কোন ছুটি নেই। অফিসের কাজ না থাকলে নিচে এসে দাঁড়িয়ে থাকতে হয়। দাড়োয়ানকে সাহায্য করতে হয়।

মালিকের ব্যবহার জঘন্য। সবার সাথে দুর্ব্যবহার করে। নিজের মায়ের সাথেও সম্পর্ক ভালো না। বনানীতে ওনাদের বাসায় গেলে মহিলা একবার নাস্তা দিয়েছিলেন। ওনার ছেলে এটা পছন্দ করেনি। এরপর নাস্তা তো দূরে থাক বসতেও বলেনি। একবার অবশ্য বলেছিল। সদর দরজার কাছে একটা টুলে। মনে হয় ফকিরকেও কেউ এখানে বসতে দেয় না।

লেবাসে ধার্মিক মনে হয়। প্রথমদিন সালাম দিতে ভুলে গিয়েছিলাম। এটা নিয়ে অনেক কথা। দেয়ালে দেয়ালে দোয়া টাঙানো। যে কেউই বলবে এরা চ্যালচ্যালাইয়া বেহেশতে যাবে।

একবার ওনার রুমে গেলাম। বসতে বললেন। কাজের মহিলা চা দিল আমাকে। কয়েক চুমুক দেওয়ার পর ওনার কাছে মনে হলো চা খেয়ে বেয়াদবি করছি। কাজের মহিলাকে ডেকে চা নিয়ে যেতে বললেন। পাশের রুমে অন্যরা সব শুনছে। বেশিরভাগই আমার জুনিয়র। এমন লজ্জায় খুব কমই পড়েছি। শুনেছি খাওয়ার সময় আজরাইলও জান কবচ করে না অথচ...

খাওয়ার বিষয় বাদ। কত রাত না খেয়ে ছিলাম! কিন্তু লাঞ্ছনার বিষয় বাদ দেই কেমনে। একসময় অসুস্থ হয়ে পড়লাম। কিন্তু বিরাম নেই। মালিককে বললাম অফিসের একটা রুম মাঝেমাঝে ব্যবহার করতে চাই। এত লম্বা সময় বিশ্রাম ছাড়া থাকা যায় না। রাজি হলেন না। আমাকে অন্য চাকরি দেখতে বললেন।

আমার বদলি হিসেবে একজন এল। তাকে কাজ বুঝিয়ে দিলাম। কিন্তু সে করবে না। মালিক হয়ত ভেবেছিল আমি হয়ত তাকে না করেছি। যখন জানল এ নিয়ে কিছুই বলিনি, তখন আমাকে বলল চাইলে থাকতে পারি।

স্কুলের একটা তলা ভাড়া দেবে। আমি যেন আমার নাম্বারটা টু লেটে দেই। আমি না করলাম। আজাইরা প্যারা নেওয়ার মুড নেই। মালিক বলল, তোমাকে কেন রাখব তাহলে?
”আমি থাকতেও চাই না।” মুখের ওপর বলে দিলাম। আমার এমন জবাব শোনার জন্য হয়ত প্রস্তুত ছিল না।

এরপর আর ওই চাকরিতে যাইনি। কিছুদিন পর ২ হাজার টাকা কেটে রেখে ১৩ হাজার টাকা বিকাশে পাঠিয়ে দেয়। ২ হাজার কম দেওয়ার কারণ।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২২

শূন্য সারমর্ম বলেছেন:


এরপর আর কোথাও চাকুরী করেছেন? এই মালিককে আপনি দশে কত দেবেন?

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: এটা পড়তে পারেন। মালিক মানেই যদি এমন হয়, তাহলে ১০ এ ১০। মানুষ হিসেবে ৪ দেব।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৩৫

কাছের-মানুষ বলেছেন: সত্যিই দুঃখজনক। এখন কি করছেন? কাজের পাশাপাশী কিছু করা যায় কিনা দেখুন। গাড়ি চালানো শিখতে পারেন, অনেকে ঢাকায় মটর সাইকেল চালিয়ে ভাল টাকা ইনকাম করছে! কোন কাজকে ছোট ভাববেন না!

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: একটা কাজে লেগে আছি। ভালো কিছু হবে আশা করি।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:০৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: রাস্তার পাশে ঝালমুড়ি কিংবা চটপটি ফুচকা বিক্রির কথা চিন্তা করেছেন কখনও?
শুনতে কারও কারও খারাপ লাগতে পারে। তবে আইডিয়া মন্দ নয়। যার খারাপ লাগবে, সেই মন্দ, তার চিন্তা ধারাই মন্দ।

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: একটা জব এ যাচ্ছি। টিউশনি আছে একটা। দেখা যাক।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৪৮

ইসিয়াক বলেছেন:

নতুন একটা চাকরি হওয়ার কথা ছিল সেটার কি হলো?



অঃ টঃ আমার নিজের দরকারে ম্যাসেজ দিয়েছি একটা। ইনবক্স চেক করুন প্লিজ।

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: ওকে।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪৯

কামাল৮০ বলেছেন: সংগ্রাম করেই বাঁচতে হবে।সুখের দিন অবশ্যই আসবে।

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: জ্বি। অবশ্যই।

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে মনে হচ্ছে। সব ঠিক হয়ে যাবে আশা করি।

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: আগের চেয়ে একটু ভালো। ঠিকঠাক বেতনটা পেলেই হলো।

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০৫

নতুন নকিব বলেছেন:



আপনার একটা কর্মসংস্থান যাতে হয়ে যায় সে জন্য পাঁচ ছয়টা কোম্পানির পরিচিতজনদের সাথে কথা বলে রেখেছিলাম। আশ্বাসও দিয়েছিলেন কেউ কেউ। এখনও অপেক্ষায় আছি। আসলে অধিকাংশ ক্ষেত্রেই মনে হচ্ছে অভিজ্ঞ লোক খোঁজা হয়ে থাকে।

যাক, অনুমান করছি অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো হয়েছে আপনার। প্রার্থনা করি, যাতে কষ্টের দিনগুলো পুরোপুরি কেটে যায় এবং সুসময়ের সাক্ষাৎ লাভ করতে সক্ষম হন। শুভকামনা।

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক চেষ্টা করেছেন। এতটুকুই বা কে করে? কৃতজ্ঞতা জানবেন।

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: শুভকামনা রইল আপনার জন্য।

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫১

সোনালি কাবিন বলেছেন: শুভকামনা রইল। সুদিন আসুক।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ।

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৫

খায়রুল আহসান বলেছেন: দেয়ালে দেয়ালে দোয়া টাঙানো - প্রকৃত ধার্মিকদের এসব দরকার হয় না। লোক দেখানো ধর্ম কর্ম প্রকৃত ইবাদতকে নষ্ট করে দেয়।
লেগে থাকুন, আশাহত হবেন না। সব মুশকিলের আসান আছে, কোন মুশকিলই চিরস্থায়ী নয়।

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: ঢাকায় এসে অনেককিছু দেখলাম। ময়মনসিংহ বা গাজীপুরেও কম দেখিনি। কিছু কিছু মানুষের মধ্যে মনুষ্যত্ব পাইনি। অথচ এরা নিজেদের ধার্মিক মনে করে।

কৃতজ্ঞতা আপনার প্রতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.