নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

লাঙল (কিঞ্চিত ১৮+)

০১ লা অক্টোবর, ২০২২ রাত ১২:১৩



ব্যবহার করা হয় নাই অদ্যাবধি,
তবুও আমি জমতে দিই নাই ঘাস;
সযত্নে রেখেছি আমার লাঙলখানা
একদা তোমার জমিনে করব চাষ।
ফুলে ফুলে ভরে উঠবে সেই জমিন
আমার নিপুণ হাতের পরশ পেয়ে,
তারপর একদিন ফসলে ফসলে
জানি আমাদের চারপাশ যাবে ছেয়ে।
যদি আগাছায় ভরে যায় মাঠ-ঘাট,
ভয় নেই প্রিয়া নিড়ানি রয়েছে হাতে;
আমি সোমত্ত কৃষক। সবকিছু জানি।
শিখেছি। তোমায় ভুগতে না হয় যাতে।
সোনার ফসল ঘরে তুলব। নিশ্চয়
তোমার অমত থাকবে না প্রচেষ্টাতে?

১২ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ
মালিবাগ, ঢাকা।

ছবিঃ গুগল


মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ১২:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালোই হইসে।

০১ লা অক্টোবর, ২০২২ রাত ১২:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: তাহলে ঠিক আছে।

২| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ১২:১৯

কাছের-মানুষ বলেছেন: ভাল, লাঙলখানা যত্নে রাইখেন, ঘাস জমতে দেন নাই ভাল তবে কাঠের জিনিষ ঘুনে যাতে না ধরে সাবধান!

০১ লা অক্টোবর, ২০২২ রাত ১২:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: আচ্ছা। সাবধানের মার নেই।

৩| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ১২:৪৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: পড়ে মনে হলো আর্ধেক ১৮+ !! তবে পড়ে ভালো লাগছে !!!

০১ লা অক্টোবর, ২০২২ রাত ১২:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: দুইভাবেই ভাবা যায়।

৪| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ১২:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আবিদা সুলতানার একটা চমৎকার গান আছে - একি বাঁধনে বলো জড়ালে আমায়

ফুলে ছাওয়া ফাল্গুন আমার দ্বারে
ভাবিনি তো ডাকবে অভিসারে,
কাছে এসে আমাকে তুমিতো ভেজালে
সুরভিত কামনার ভরসায়।


গানের লিরিকগুলো দেখুন, বিশেষ করে লাস্ট ২ লাইন - পুরাই ২৫+

কবিতা সেরাম হইছে

০১ লা অক্টোবর, ২০২২ রাত ১২:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: এমন সাহসী লেখা বেশ কঠিন। সামনেপেছনে ভাবতে হয়।

৫| ০১ লা অক্টোবর, ২০২২ সকাল ১০:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব ভালো লেগেছে কবিতাটা।

০১ লা অক্টোবর, ২০২২ সকাল ১০:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীত হলাম। শুভেচ্ছা অবিরত।

৬| ০১ লা অক্টোবর, ২০২২ সকাল ১০:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
কবিতায় প্লাস রইলো।
উপস্থাপনা চমৎকার।
এটিকি কোনো ইংরেজি কবিতা থেকে অনুপ্রানীত হয়ে লেখা?

০১ লা অক্টোবর, ২০২২ সকাল ১১:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: কোলকাতার একটা পেজ এ একটা ৪ লাইনের পোস্ট ছিল। সেটা থেকে কিঞ্চিৎ অনুপ্রাণিত।

৭| ০১ লা অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৪

নীল আকাশ বলেছেন: হা হা হা। আসল অর্থ কয়জন বুঝেছে কে জানে?

০১ লা অক্টোবর, ২০২২ দুপুর ২:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: আসল অর্থ কয়জন বুঝেছে কে জানে? আমারও তাই মনে হচ্ছে। অসুবিধে নেই। যে যেভাবে পারে বুঝে নিক।

৮| ০১ লা অক্টোবর, ২০২২ বিকাল ৩:০৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: কবিতা ভাই জোস :P ঐছে।

কবিতাখানা আবার ইমনও ঐবার পারে -

" আমার আছে নিড়ানি, তোমার আছে জমিন
আমি যতনে করব তোমার জমিন চাষ।
ফলবে সোনার ফসল তোমার জমিনে
যদিও তখন আমি রব দূরে,
তবে ফসল দেখে মিটবে সবার মনের আশ।

আহা :(( ছাতি দিয়ে বাঘ মারা !!!!!!!!!!!!!!!

০১ লা অক্টোবর, ২০২২ বিকাল ৫:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার আছে নিড়ানি, তোমার আছে জমিন
আমি যতনে করব তোমার জমিন চাষ।
ফলবে সোনার ফসল তোমার জমিনে
যদিও তখন আমি রব দূরে,
তবে ফসল দেখে মিটবে সবার মনের আশ।
মারহাবা।

৯| ০১ লা অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫৬

ইসিয়াক বলেছেন:





;)

০১ লা অক্টোবর, ২০২২ বিকাল ৫:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: গূঢ়ার্থ বোঝা শেষ

১০| ০১ লা অক্টোবর, ২০২২ বিকাল ৫:২৫

নিমো বলেছেন: যাক লেজেহোমো সঠিক প্রতীকই নিয়েছিল।

০১ লা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: লাঙলই সম্বল।

১১| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ৯:২৯

সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর!

০১ লা অক্টোবর, ২০২২ রাত ১০:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: জেনে ভালো লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.