নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

ব্লগ জানাচ্ছে আমার ব্লগিংয়ের বয়স ৯ পেরিয়ে ১০ এ পড়েছে

০৬ ই অক্টোবর, ২০২২ রাত ১২:২০

সময় যে কত দ্রুত গড়ায়! অথচ মনে হয় এই তো সেদিন ব্লগ খুললাম।

ব্লগ সম্পর্কে প্রথম শুনি গণজাগরণ মঞ্চের উত্থানের সময়। শাহবাগের সেই আন্দোলনের ঢেউ সারাদেশে আছড়ে পড়েছিল। ব্লগের একটা আহবান (যুদ্ধাপরাধীদের বিচারের দাবি) যে এমন গণ আন্দোলনে রুপ নেবে কে জানত!

আইডি খুলে দিয়েছিল সহপাঠী সামিরুল। তারিখটা ’১৩ সালের অক্টোবরের ৪। পোস্ট করতে পারতাম না তখন। প্রথম পাতায় এক্সেস পেতে ৩ মাস লেগেছিল। প্রথম পোস্ট দিয়েছিলাম ‘১৪’র মার্চে। একটা কবিতা (চৈতালী প্রভাত)। পাঠক ছিল না লেখার। এরপর ভেবেচিন্তে পোস্ট দিতাম। কয়েকদিনে বুঝতে পারি রাজনৈতিক ও ধর্মীয় পোস্টে পাঠক বেশি।

গল্প পোস্ট করা শুরু করলাম। দেখলাম কবিতার চেয়ে গল্পে পাঠক বেশি।

পুরোপুরি ব্লগিংটা শুরু হয় ’১৫ তে। কাদের সিদ্দিকিকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম। সেটা নিয়ে একটু ক্যাচাল হয়েছিল। তবে ওটাই আমার ব্লগিংয়ের টার্নিং পয়েন্ট। বুঝতে পারি এটা একটা বিরাট প্ল্যাটফরম। কিছু শেখার আবার বোঝার সুযোগ আছে।

ওই বছরটাই মনে হয় ব্লগিংয়ে আমার শ্রেষ্ঠ সময়। দারুণ কিছু ব্লগারের সাথে পরিচয় হয়। তাদের কাছ থেকে অনেককিছু শেখার সুযোগ হয়।

কয়েকজনের নাম না বললেই নয়। চাঁদগাজী, বিদ্রোহী ভৃগু, শতদ্রু একটি নদী, আহমেদ জী এস, খায়রুল আহসান, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, জুন, সোহানী, শায়মা, মনিরা সুলতানা, নতুন, দরবেশ মুসাফির, আরণ্যক রাখাল, গিয়াস উদ্দিন লিটন, কিরমানি লিটন, গেম চেঞ্জার, কলাবাগান ১, নেক্সাস, জগতারন, আখেনাটেন, লেখোয়াড়, ঢাবিয়ান, নীলপরি, ড. এম আলী, কল্লোল পথিক, জনমদাসী, সুলতানা রহমান, রাজিয়া সুলতানা, কাজী ফাতেমা ছবি, কী করি আজ ভেবে না পাই, নতুন নকিব, সচেতনহ্যাপী, নান্দনিক নন্দিনী, পদ্মাপাড়ের ছেলে, পদাতিক চৌধুরী, অপু তানভীর, রানার ব্লগ, ইসিয়াক, মোঃ মাইদুল সরকার, নিমো, নূর মোহাম্মদ নূরু, মরুভূমির জলদস্যু, জুলভার্ন, নীল আকাশ, তাশমীন নুর, হাসান মাহবুব প্রমুখ। এঁদের অনেকেই এখন ব্লগে নেই। আবার অনেকের নাম মনে নেই।

এঁদের সাথে ব্লগিং দারুণ উপভোগ্য ছিল।

এঁদের ছাড়াও বর্তমানের আরও কয়েকজনের নাম না বললেই নয়। কামাল৮০, সাসুম, সোবুজ, জ্যাক স্মিথ, ইফতেখার ভূঁইয়া, কামরুল ইসলাম রুবেল, মিরোরডল, সৈয়দ মশিউর রহমান, শ্রাবণধারা, বাংলার এয়ানা, করুণাধারা, স্বপ্নবাজ সৌরভ, ঠাকুর মাহমুদ, রাজীব নুর, শূন্য সারমর্ম, বিটপি, মোহাম্মদ গোফরান, সোনালী কাবিন, সাড়ে চুয়াত্তর, কালো যাদুকর, শাহ আজিজ, ঋণাত্মক শূন্য।

’১৬, ’১৭ সালে মোটামুটি একটিভ ছিলাম। এরপর কয়েক বছর তেমন একটিভ না। তবে মাঝেমাঝে পোস্ট করতাম। এর ওর পোস্টে মন্তব্য করতাম। এখনও তো অতিথি পাখি।

মনের ভাব প্রকাশের জন্য ব্লগই আমার কাছে সহজ মাধ্যম। যারা আমার লেখা পড়েন, তারা অবগত আছেন কবিতা, গল্পের পাশাপাশি আমি আত্মজৈবনিক কিছু লেখাও লিখি। কেউ কেউ হয়ত বিরক্ত হন। তাও লিখি। সত্যি বলতে কিছু কিছু কথা যখন কারও সাথে শেয়ার করতে পারি না, সেসব লিখে হালকা হই।

ব্লগ নিজেকে সংশোধন করার সুযোগ দিয়েছে। বানান তো বটেই, অনেকের লেখা পড়ে জীবন সম্পর্কে ধারণাই বদলে গেছে।
ব্লগে কিছু বিষয় আমাকে আহতও করেছে। যেমন সিন্ডিকেটবাজি, দলান্ধতা, ধর্মান্ধতা। এখানে বেশিরভাগই কেউ কাউকে ব্যক্তিগতভাবে চেনে না, তাও যখন একজন অন্যজনের ওপর দলবেঁধে ঝাঁপিয়ে পড়ে, হতাশ না হয়ে পারা যায় না। মাল্টি ব্যবহার করে নোংরা আক্রমণও হয়েছে অনেক। কিছু কিছু মানুষের মুখে এক মনে আরেক।

আর কী লিখব! আপাতত এই পর্যন্ত। পড়ার জন্য ধন্যবাদ।

বিঃদ্রঃ অভিনন্দন জানানোর দরকার নেই। বাঘ-ভাল্লুক (না কি হাতি-ঘোড়া? ওরা তো অবলা প্রাণি।) মারতে পারিনি যেহেতু। আমার, আমার লেখা সম্পর্কে যে কোন মতামত বা আলোচনা, সমালোচনা করতে পারেন। নিজের ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব।


মন্তব্য ৩৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২২ রাত ১২:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন আপনাকে

০৬ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে।

২| ০৬ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বললেই হল অভিনন্দন জানাবো না? :) আপনাকে অভিনন্দন ১০ বছরে পা ফেলার জন্য। এ ১০ বছরে আপনি কবিতায় যথেষ্ট পরিণতি অর্জন করেছেন (ইন ফ্যাক্ট, সময় ও বয়সের সাথে সবারই কিছু না কিছু পরিণতি ঘটে)। সেটা অনেক ভালো দিক। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা থাকলো।

০৬ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার নামটা লিখতে ভুলে গেছিলাম। স্মরণশক্তির বেহাল অবস্থা। কম্প্লিমেন্টের জন্য কৃতজ্ঞতা।

৩| ০৬ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৪২

অপ্‌সরা বলেছেন: ১০ বছরের অভিনন্দন।

তোমার সম্পর্কে তোমার লেখা সম্পর্কে কিছু কি বলবো আমার মনোভাব?

০৬ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: নিঃসঙ্কোচে।

৪| ০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:০২

ইসিয়াক বলেছেন: অভিনন্দন প্রিয় ব্লগার।
শুভকামনা সবসময়।

০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: অশেষ ধন্যবাদ। ভালো থাকুন।

৫| ০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:২৯

জুল ভার্ন বলেছেন: অভিনন্দন এখন শুভ কামনা।

০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৬| ০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:১৪

খায়রুল আহসান বলেছেন: আন্তরিক অভিনন্দন এবং শুভ কামনা!
আপনার লেখায় সরলতা ও সততার একটা ছাপ দেখতে পাই। নিয়মিত, অনিয়মিত যেভাবেই হোক, উপস্থিতি বজায় রাখুন এবং লেখা চালিয়ে যান।

০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার লেখায় সরলতা ও সততার একটা ছাপ দেখতে পাই। নিয়মিত, অনিয়মিত যেভাবেই হোক, উপস্থিতি বজায় রাখুন এবং লেখা চালিয়ে যান। দোয়া রাখবেন।

৭| ০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:৩৯

কাছের-মানুষ বলেছেন: অভিনন্দন আপনাকে। ব্লগের পথ চলা আরো দ্বীর্ঘ এবং সুন্দর হোক, এই কামনা রইল ।

০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: কৃতজ্ঞতা জানবেন।

৮| ০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:৫৭

গেঁয়ো ভূত বলেছেন: আপনার লেখায় সরলতা ও সততা আমাকে মুগ্ধ করে। আন্তরিক অভিনন্দন এবং শুভ কামনা!

০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার লেখায় সরলতা ও সততা আমাকে মুগ্ধ করে। অনেক ধন্যবাদ।

৯| ০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাঘ ভাল্লুক মারতে না পারলেও আপনাকে অভিনন্দন। আপনার লেখার মধ্যে কৃত্রিমতা নেই। আরও বহু বছর ব্লগিং করেন এই কামনা করছি।

০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার লেখার মধ্যে কৃত্রিমতা নেই। এমন কম্প্লিমেন্ট পেলে নিজের প্রতি ভালো লাগা কাজ করে। অশেষ কৃতজ্ঞতা।

১০| ০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৩৩

নতুন বলেছেন: অভিনন্দন এখন শুভ কামনা :)

ব্লগে আপনার লেখা এবং কমেন্টে যতদুর মনে পড়ছে আপনি এক একজন ভালো মনের মানুষ :)



০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্লগে আপনার লেখা এবং কমেন্টে যতদুর মনে পড়ছে আপনি এক একজন ভালো মনের মানুষ :)

কী যে বলেন! তবে সবসময় সৎ এবং নিষ্কলুষ থাকতে চেয়েছি।

১১| ০৬ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:২৮

নীল আকাশ বলেছেন: আপনাকে অভিনন্দন এবং শুভ কামনা। করুণাধারা আপুকে আমি খুব মিস করি।
আমাদের সমসাময়িক অনেক ব্লগারই এখন ইন-একটিভ হয়ে গেছেন। সম্ভবত ফেসবুকে জড়িতে হয়ে যাবার কারণে এইদিকে আসার আর সময় পান না।
ভালো থাকুন আপনি, সব সময়।

০৬ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: আমাদের সমসাময়িক অনেক ব্লগারই এখন ইন-একটিভ হয়ে গেছেন। ওনাদের লেখা এবং মন্তব্য মিস করি। এখন তো মাঝেমাঝে ব্লগ নির্জীব মনে হয়।

১২| ০৬ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৫৩

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু,



১০য়ে দেয়া পা যেন ১০০ পেরিয়ে যায়।

বাঘ-ভাল্লুক মারতে না পারলে্ও আপনার মাঝে অকপটতা নেই। সেটা বাঘ মারার চেয়ে্ও সাহসী কিছু!
শুভ কামনা।

০৬ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: বাঘ-ভাল্লুক মারতে না পারলেও আপনার মাঝে অকপটতা নেই। সেটা বাঘ মারার চেয়ে্ও সাহসী কিছু! বিষয়টাকে গুণ হিসেবে দেখছেন বলে বেশ ভালো লাগছে।

১৩| ০৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: অভিনন্দন কিছুদিন পর এক যুগ পূর্ণ হবে।

০৬ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: দিন দ্রুত কেটে যায়।

১৪| ০৬ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: ফুটনোটে আপনি বলেছেন অভিনন্দন জানানোর দরকার নেই। কিন্তু আপনার ব্লগিং বয়স দশে পদার্পণের সঙ্গে সঙ্গে পাঠক হিসেবে আমাদের আপনাকে সৌজন্য জানানোর এটুকু সু্যোগ আপনি কাড়ছেন কেন? সবসময় বাঘ ভাল্লুক মারলেই যে অভিনন্দন পাওয়ার যোগ্য বিষয়টি তেমন নয়। ব্লগিংএ টানা দশবছরের মাইলফলক স্পর্শ করা খুব সহজ কাজ নয়। যাইহোক আমরা যারা ব্লগিং এ তুলনায় চার/ পাঁচ বছর বয়সী তাদের কাছে নিঃসন্দেহে স্বপ্নের।
আপনার ভবিষ্যৎ ব্লগিং জীবন আরো সুখকর আরও আনন্দময় হোক কামনা করি।

০৬ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ১০ বছর আসলেই অনেক সময়। ব্লগিংএ টানা দশবছরের মাইলফলক স্পর্শ করা খুব সহজ কাজ নয়। ঠিকই বলেছেন। কেমনে যে দিন চলে গেল! আপনার আপনাদের মতো বিদগ্ধজনের সান্নিধ্যে থেকে সময় ভালোই কেটেছে।

১৫| ০৬ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৪৯

কালো যাদুকর বলেছেন: ঠিকই বলেছেন নিজেকে হালকা করার জন্য লিখারয় আর বিকল্প নেই। আর লিখার সব থেকে উপজুক্ত মাধ্যম ব্লগিং।

অভিনন্দন।

০৭ ই অক্টোবর, ২০২২ রাত ১:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: ইন্টার্যাকশনটা লেখালেখির জন্য খুব হেল্পফুল।

১৬| ০৬ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৩৮

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! মনে আছে সাধু আপনার ব্লগিং সময় , যখন অনেক একটিভ থাকতেন।
অভিনন্দন ! অনেক অনেক শুভ কামনা :)

০৭ ই অক্টোবর, ২০২২ রাত ১:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: সে সময়টায় আপনিও ছিলেন, আপনার মতো অনেকেই ছিল। বর্ণিল সময় ছিল।

১৭| ০৭ ই অক্টোবর, ২০২২ রাত ১:০০

সোনাগাজী বলেছেন:



অভিনন্দন, লিখুন।

০৭ ই অক্টোবর, ২০২২ রাত ১:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ। মন্তব্য করার সুযোগ পেয়েছেন দেখে ভালো লাগল।

১৮| ০৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: নয় পেড়িয়ে দশে পা...
অভিনন্দন আর শুভেচ্ছা
এভাবেই চলতে থাকুক এই পথচলা
রইবে একরাশ শুভকামনা।

০৯ ই অক্টোবর, ২০২২ রাত ১২:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.