নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি দিগন্তের ওপারে যাবো বলে ছুটতে থাকি। কিন্তু যতো ছুটে যাই, দিগন্ত আরো বিস্তৃত হতে থাকে। আমি ধাঁধাঁয় পড়ে যাই...

সাবরিনা নেওয়াজ

https://www.facebook.com/profile.php?id=100004622567277

সাবরিনা নেওয়াজ › বিস্তারিত পোস্টঃ

পোড়ালাপ।। (দ্বৈত আলাপচারিতা)

২০ শে জুন, ২০১৬ দুপুর ১:৪৮


চিত্রা:
"আকাশ দেখতে দেখতে
ভুলে গেছো রঙ খেলতে।
বিড়ি হাতে ঠিকই পেরোও
রাতের রাস্তা চষে বেড়াও।
সেই চৌরাস্তার চুম্বনে কিংবা
চোরাগলিতে ফের এঁকে দাও।"
....
সে:
"ইট পুড়ে ঝামা হতে শেখো;
ইট রঙা শাড়ী নয়,
শালুকে ঝিনুক মুক্তো নয়।
আমার সমস্ত কলিজায় নিকোটিন,
কাল বৈশাখির শব্দ শুনতে পাই।
কত মাতম সেখানে, চিত্রা!"
....
চিত্রা:
"আজ যেখানে নিকোটিন
হয়তো আমি ছিলেম একদিন।
বক শাদা শাড়িতে পোড়া দাগ,
পুড়ছি নয়তো কি?
পোড়ায় চৈত্র, পোড়াও তুমি।
আর কত পুড়লে বলো
স্নান-শুদ্ধ হওয়া যায়?"
....
সে:
"পোড়াবো নয়,
রক্তে রাঙাবো শুধু।
স্নানে নয়, আমাতে
অম্লান করবো হে।
হে আমার,
আমি নদী হবো,
যেন তুমি দাগ কাটা কচুরিপানা
বুক কেটে চলবে।
তাতেই তোমার সমুদ্র স্নান,
তুমি আগুন জলে রাঙবে।
হে, হে আমার।"
....

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৬ দুপুর ২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর লাগল

শুভেচ্ছা শুভকামনা কবিকে। ভাল থাকুন সর্বদা

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৩

নেক্সাস বলেছেন: অসাধারণ সুন্দর কবিতা। বেশ মুগ্ধ পাঠ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.