নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

কালী বাবা

০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৫


বাম হাতে চারটি লোহার মোটা বালা, ডান হাতে আবার একটি কম। মাথা থেকে চারদিকে নেমে এসেছে অনেকগুলো চুলের জটা, ঝুলন্ত কালো জটা এবং তার ভেতর কালিমাখা মুখের সাথে পিটপিট করে তাকানো সাদা চোখগুলো যেন কোন অশুভ লক্ষণ। ঙায়ে ম্যাগী হাতার কোটটাতেও কালি মাখানো, তবে দেখে মনে হচ্ছে কোন এক সময় এটা অন্য কোন রং এর ছিল। খালি পায়ের এই লোকের মাথা থেকে পায়ের বেশ বড় সাইজের নোখ পর্যন্ত পুরোটাই কুচকুচে কালো। গলায় ঝুলানো অনেকগুলো পুতির মালার মাঝে ঝুলছে হিন্দু ও মুসলমানদের নানা রকম সাংকেতিক চিহ্ন। তার পরিচয় পত্র হিসেবেও গলায় একটা লিখা লেমিনেটিং করে ঝুলানো রয়েছে। কোমড়ের ডান পাশে ঝুলানো কিছু আরবী লেখা কাসার বাটিটা হাতে নিয়ে মানুষের কাছে কিছু চায়, তবে মুখে রা নেই। বালা পড়া খালি পায়ে থাকা এই লোকের পেছনে অনেকগুলো আগর বাতির প্যাকেট সহ কাল শালু (লাল শালু না) বাবার নানা সামগ্রীতে সয়লাব। আসুন এবার গলায় ঝুলানো ওনার পরিচয়তি পত্রটা পড়ে নেই। তবে পরিচিতি পত্রে নাম যাই থাকুক, আমি ওর নাম দিয়েছি কালী বাবা ;)

মহানগর ইঞ্জিল পাগলা (আমার মনে হয় ইঞ্জিন পাগলা হবে)। মহানগর ইঞ্জিল পাগলা ১২ বছর ইঞ্জিলে থাকতে হবে, এটা আমার গুরুর আদেশ। আমার নাম বিল্লাল হোসেন। খাজা বাবার দরবার থেকে না দিয়াছে ইঞ্জিল পাগলা। আজমিরির খাদেমের হাত ধরে মুরিদ হয়েছি তার নাম মোঃ হাকিম চিস্তী (রঃ) বার বছর জবান বন্ধ করে দেওয়া হয়েছে। কথা বললে নাক-মুখ দিয়ে রক্ত উঠে মরে যেতে পারে এটা আমার গুরুর আদেশ। আজমির শরীফে যদি কারো কোন মানত থাকে দিতে পারিবেন খাসি এবং মুরগি যে কোন টাকা পয়সা নিয়ত করে দিতে পারেন। ইঞ্জিল পাগলাকে কেউ যদি আঘাত করে তার বড় ক্ষতি হতে পারে, পাগলের উপর জুলুম করলে তার মারাত্মক ক্ষতি হতে পারে। আমার বাবাজানের আদেশে ইঞ্জিলের গরমে থাকিতে হইবে। আমার জন্মস্থান কোলকাতার রানাঘাট। আপনাদের মানতের টাকা আমি কোন খরচ করিব না। এই টাকায় ১৬০ মন এবং ১২০ মন ডেগে তবারক পাক হয়। হাজার হাজার পাগল ফকির খেয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে কখন কার দোয়া কবুল করে কেউ বলিতে পারে না। এখানে হাজার হাজার লোকের মাঝে একজন আল্লাহর অলি থাকিতে পারে। এই পাগলকে দেখে কেউ গৃণা করবেন না।................আদেশক্রমে হাকিম চিস্তী (রঃ)
আজমির শরীফ খাজা বাবার রওজা শরীফ বাংলাদেশ আগমন দরবারের নম্বর ৯৮২৯০৩৪৮৬২ (ভারত)


(২) রাস্তা দিয়ে হেটে যাচ্ছে ইঞ্জিল পাগলা।


(৩) ডান হাতের পলিথিননের ঝুলির ভেতরে রয়েছে অনেকগুলো ছবি।


(৪/৫) ক্যামেরা দিয়ে ছবি তুলতে গেলেই ঝুলি থেকে একেক সময় একেকটি ছবি বের করে ছবি নিয়ে সে পোজ দিচ্ছে।



(৬/৭) মানুষজনও ওর সাথে ছবি তুলে বেশ মজা পায়।



(৮) কেউ কেউ আবার টুলে বসিয়ে আদর আপ্যায়ন ও করে।


(৯) ইঞ্জিল পাগলার পরিচিতি।

মন্তব্য ৫০ টি রেটিং +০/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০২

প্রামানিক বলেছেন: সকাল বেলা প্রথম হইছি চা নাস্তা দেন।

০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৭

সাদা মনের মানুষ বলেছেন: আগে কালী বাবার জন্য ভেট নিয়া আসেন, খালি হাতে এলে এখানে কোন নাস্তার সুযোগ নাই :)

২| ০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৭

প্রামানিক বলেছেন: সক্কাল বেলায় এই ইঞ্জিল পাগলারে পাইলেন কই?

০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৩

সাদা মনের মানুষ বলেছেন: দুইদিন আগে আমার জালে ধরা খাইছে =p~

৩| ০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:২০

আহলান বলেছেন: হ, ঠিকই আছে ... পাগলদেরই কারখানা বটে !

০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:২০

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে :-B

৪| ০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:২৯

চাঁদগাজী বলেছেন:



এই বাংগালীর জীবনটা ভয়ংকর কস্টে কাটছে; সমাজ তাকে কিছুই দিলো না, নির্দয় সমাজ; যদি ইউরোপে জন্ম নিতো জীবনটা হয়তো উপভোগ করতে পারতো মানুষের মতো; সমাজ ও রাস্ট্র সাহায্য করতো।

০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: কাজ করলে বাংলাদেশেও উপভোগ করা যেতো, ও ব্যাটা বাদাইম্মা কাজকে ভয় পায়, তাই তো কালিঝুলি মাখািয়া ধান্ধাবাজি করতাছে।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩১

সায়েদা সোহেলী বলেছেন: মুগ্ধ হয়ে কালা বাবাকে দেখলাম , কামিল লোক চোখের দৃষ্টি তাই বলে .।.। কালা বাবার ই-মেইল বা ফেসবুক আইডি পাওয়া যাবে কি ??

০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৪

সাদা মনের মানুষ বলেছেন: আমিও খুঁজতাছি আপু, পাইলে জানাইয়েন আমারে জানাইয়েন B-)

৬| ০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৮

ক্লে ডল বলেছেন: ভয় পাইছি!! :(

০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৫

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, ডরাইয়েন্না ভাই, লুকটা নিরিহ গোছের, তবে ভালো লুক যে না এটা নিশ্চিৎ

৭| ০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৬

এই আমি রবীন বলেছেন: কামকাজ বাদ দিয়া হারাদিন পাগলের পিছে পিছে ঘুরলে হইব?
তয় কামডা ভালা করছেন।

০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১২

সাদা মনের মানুষ বলেছেন: আমিও যে একটা আস্ত পাগল, খিক খিক খিক =p~

৮| ০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কালী বাবার সাথে একটা সেলফি তুলতে মুঞ্চায়।

০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪১

সাদা মনের মানুষ বলেছেন: চইলা আসেন, আমরা দুইজন দুইপাশে দাঁড়াইয়া একটা সেলফি তুলি :D

৯| ০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কালী বাবা কী পিজা বার্গার এইসব খায়? নাকি খালি কয়লা খাইয়া থাকে?

০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: ভন্ডারা কোন কিছু খাওয়া কি বাকী রাখে, খাওয়ার জন্যই তো এই সব কালিঝুলি মেখে ঘুরে বেড়ায় :)

১০| ০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৮

প্রামানিক বলেছেন: আপনার ইঞ্জিল পাগলার ছবি দেইখা ছড়া লিখছি। আপনার নামে উৎসর্গ কইরা পোষ্ট দিলাম।

০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪১

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, কম খারাপ করেন্নাই।

১১| ০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: ওসব ভন্ড

০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: বাবাকে ভন্ড বললে জীবন বরবাদ

১২| ০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭

মেহেদী রবিন বলেছেন: ৪, ৫ ও ৬ নং ছবিতে বাবার চোখ একটু বেশিই লাল। ভয়ংকর

০৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

সাদা মনের মানুষ বলেছেন: হয়তোবা নেশা টেশাও করে B-)

১৩| ০৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৬

শাব্দিক হিমু বলেছেন: পাগলদের প্রতি আমার কেন যেন একটা বাড়তি আগ্রহ রয়েছে। B-)

০৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

সাদা মনের মানুষ বলেছেন: আমারও ঠিক তাই :-B

১৪| ০৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১

অনিন্দ্য অবনী বলেছেন: কালি বাবার কালাকালিতে বেশ মজা পেলুম.। একরাশ শুভেচ্ছা রইল।

০৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: কাকে শুভেচ্ছা দিলেন? আমাকে না কালী বাবাকে? :-B

১৫| ০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:০৭

ডঃ এম এ আলী বলেছেন: ছোট বেলা একবার রাস্তা হারিয়ে লেংটি পরা বা্‌উস্যা পাগলার লেংগুট ধরে চোখ বুজে থেকে গেন্ডারিয়া থেকে গুলিস্থান পর্যন্ত রাস্তার মাঝপথ ধরে হেটে এসেছিলাম । মনে পরে রাজপথে পিছনে থাকা গাড়ী ঘোরার পে পু শব্দ । নিজস্বীর ( সেফফির) সুযোগ তখন থাকলে ছবি তুলে রাখতাম । তার পর কত দিন হলো পার , শুনা হল দেখা হল হাই কোটের মাঝারে কত ফকির ঘুরে , কয়জনা আসল ফকির , এখন আপনার কল্যানে জানা হল কালী বাবার কির্তি কলাপ ।
কথা ও ছবি ভাল লাগল, ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল ।

০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৭

সাদা মনের মানুষ বলেছেন: সবই সুযোগ সন্ধ্যানী, কাজ করতে ইচ্ছে হয়না, তাই গাজা খেয়ে এমন আজগুবী সাজ নিয়া ঘুরে বেড়ায়।

১৬| ০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পোষ্ট মন্দ লাগেনি।

০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৮

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ফরিদ ভাই

১৭| ০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৩

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,



এবার সাদা মনের মানুষ , কালো লোকের সচিত্র বায়োগ্রাফী দিয়ে আমাদের টেষ্ট চেঞ্জ করে দেয়ার চেষ্টা করছে । মনে হয় ভ্রমন পাগলা সাদা মানুষ, কালা পাগলার বাবাজানের আদেশ পেয়েছে ! B:-)

০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১০

সাদা মনের মানুষ বলেছেন: জয় কালী বাবার জয় :D

১৮| ০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: পাগল ভজন করলে কি মনের বাসনা পুরুন হয়?

০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১২

সাদা মনের মানুষ বলেছেন: হতেও পারে, একবার টেরাই মাইরা দেখতে পারেন :D

১৯| ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৩৫

অরুনি মায়া অনু বলেছেন: কত বিচিত্র মানুষ যে পৃথিবীতে। পয়সা কামানো ফন্দিফিকিরের অভাব নাই। বোকারাই এদের ফাঁদে পড়ে।

০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৪

সাদা মনের মানুষ বলেছেন: বোকারাই এদের ফাঁদে পড়ে।........সত্য কইছেন, তেমন মানুষের অভাব হয় না আমাদের দেশে।

২০| ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৪২

মার্কো পোলো বলেছেন:
কালী বাবা! ধান্ধাবাজীতে ওস্তাদ আবার ছবি তোলার পোজ ঠিকই জানে। :) :D

০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৪

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, কামেল লোক তো! ;)

২১| ০৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:৫৬

মারিয়া ফেরদৌসী বলেছেন: আজিব দেশের আজিব মানুষ।

০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৭

সাদা মনের মানুষ বলেছেন: আমাদের ভারতীয় উপমাহাদেশে এই বাবারা তাদের প্রসার নিয়ে এগিয়ে যেতে পারে স্বাচ্ছন্দে, কুসংস্কারাচ্ছন্ন আমরা ওদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যাই নিরন্তর।

২২| ০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৯

সুলতানা সালমা বলেছেন: বাবা কালীর লুক দেখে চেহারাও আন্দাজ করা কষ্টকর!
ইন্ডিয়ান বাবা আবার গোয়েন্দাগিরিতে এক্সপার্ট না তো??? B:-/

০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৮

সাদা মনের মানুষ বলেছেন: গোয়েন্দাগিরিতে এক্সপার্ট না তো.......... অসম্ভব কিছুনা, ধন্যবাদ আপু।

২৩| ০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: কম্বিনেশনটা ভালো হয়েছে। আপনার সাদা আর কালীবাবার কালা। ক্যারি অন। ;)

০৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৪

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, দুইটা এক গ্লাসে ঢেলে ঘুটা দিলে কেমন হয় বলুন তো রাজপুত্র B-)

২৪| ০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই এরে গোসল করারনোর জন্য তো পানিতে কাম হবে না। হারপিক আর ব্লিচিং পাউডার লাগবো।।

০৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৫

সাদা মনের মানুষ বলেছেন: সেই সাথে আস্ত একটা বঙ্গোপসাগর :-B

২৫| ০৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সায়েদা সোহেলী বলেছেন: মুগ্ধ হয়ে কালা বাবাকে দেখলাম , কামিল লোক চোখের দৃষ্টি তাই বলে .।.। কালা বাবার ই-মেইল বা ফেসবুক আইডি পাওয়া যাবে কি ?? হাহাহাহাহা
তয় আমার একখান অটোগ্রাফ নেওনের কাম আছিল ! =p~

০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৩

সাদা মনের মানুষ বলেছেন: ওনাকে আবারও পাওয়ার সম্ভাবনা আছে, পেলে ফটোগ্রাফের ন্যয় অটোগ্রাফও নিয়া রাখমু নে :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.