নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

মাছ ধরা (ছবি ব্লগ প্রতিযোগিতা)

২৭ শে জুন, ২০২১ বিকাল ৫:২০


ছবি ব্লগ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করাই আমার মুখ্য উদ্দেশ্য। প্রথম দ্বিতীয় বা তৃতীয় হওয়াটা জরুরী না। আসলে ছবি-ভ্রমণ এসব আমার রক্তে মিশে গেছে, আর ব্লগিংটাকেও আমার জীবনেরই একটা অংশ মনে করি। তাই ব্লগে ছবি প্রতিযোগিতা মানে হলো আমার জন্য একটা সোনায় সোহাগা ব্যাপার স্যাপার। আজকের পোষ্টের ছবিগুলো তোলার জন্য আমার কোন প্রস্ততি ছিলোনা। ভ্রমণে গিয়েছিলাম জামালপুরের মাদারগঞ্জে, ওখান থেকে ২০১ গম্বুজ মসজিদ দেখার জন্য যাচ্ছিলাম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে। পথিমধ্যে ছবিগুলো পেয়ে যাই ভাগ্যক্রমে। তো চলুন দেখা যাক পথিমধ্যে কুড়িয়ে পাওয়া গ্রামীন ছবিগুলো।


(২/৩) জলাধার শুকিয়ে গেছে, গ্রামের শিশু কিশোররা নেমে পড়েছে মাছ শিকারে।



(৪/৫) কাদায় মাখামাখি ওদের দেখতে কিন্তু বেশ লাগছিল :D



(৬) কাদা মাখা মাছ পরিস্কার করার জন্য এবার জলাশয়ের ধারে ওরা।


(৭) ধুয়ে নেওয়ার পর পরিচ্ছন্ন মাছ।


(৮) এমন অর্ধ নৌকা দিয়ে আগে সাগরে মাছ ধরতে দেখেছি, খালে বিলে এই প্রথম দেখা।


(৯/১০) এবার স্বচ্ছ জলাশয়ে কলার ভেলায় বা ডাঙায় বসে বরশিতে মাছ ধরার পালা। পাশেই ঝুলে আছে অলস ধর্ম জালগুলো। ধর্ম জালগুলো হয়তো অন্য বেলায় ব্যবহৃত হয়।



(১১) মাছ ধরার এমন চমৎকার দৃশ্য আগে কখনো আমার দেখা হয় নাই।


(১২) পাশের জমিতে নিড়ানি দিচ্ছিল একজন বয়স্ক কৃষক।

মন্তব্য ৬০ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২১ বিকাল ৫:৩০

নিয়াজ সুমন বলেছেন: খাঁটি গ্রামীন ছবি। ভালোবাসা কামাল ভাই, আরো আরো ছবি চাই

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৮

সাদা মনের মানুষ বলেছেন: আমি গ্রাম ভালোবাসি সুমন ভাই, আপনার প্রতি রইল শ্রদ্ধা।

২| ২৭ শে জুন, ২০২১ বিকাল ৫:৩০

সুমন জেবা বলেছেন: ছবিগুলো দেখে শৈশবে ফিরে গেলাম ..সুন্দর ছবি ব্লগ ..

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩২

সাদা মনের মানুষ বলেছেন: এমন ভাবে মাছ ধরার অভিজ্ঞতা আমার ভালোই আছে, তাইতো এসবে মনটা নষ্ট্যালজিক হয়........শুভ কামনা জানবেন সুমন ভাই।

৩| ২৭ শে জুন, ২০২১ বিকাল ৫:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার ছবি ব্লগ

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন দস্যু, আপনার ছবিব্লগের ভক্ত আমি।

৪| ২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:২৫

জহিরুল ইসলাম সেতু বলেছেন: বিমোহিত হলাম!!!

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন জহির ভাই।

৫| ২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: অনবদ্য। গ্রাম বাংলার প্রতিচ্ছবি যেন।

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ধন্যবাদ সেলিম ভাই, শুভ কামনা সব সময়।

৬| ২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৯

সোহানী বলেছেন: হারজিত নহে, অংশগ্রহনই বড় কথা। কিন্তু সাদা ভাই যেখানে খোনে বাকিদের জামায়েত বায়েজাপ্ত হবার সমূহ সম্ভাবনা........ :P

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: কি বলেন বড় আপু! আমি কিন্তু কাইন্দালামুB-)

৭| ২৭ শে জুন, ২০২১ রাত ৮:৩১

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ,




স্মৃতি জাগানিয়া সব ছবি।
৯, ১০ নম্বরের ছবি দু'টো খুব স্নিগ্ধ।

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বড় ভাই, কেমন আছেন আপনি?

৮| ২৭ শে জুন, ২০২১ রাত ৮:৫৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: মাটি ও মানুষের ছবি। প্রতিটি ছবিই অসাধারণ ! পোস্টে ++

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪০

সাদা মনের মানুষ বলেছেন: জয় গুরু, জয় গুরু

৯| ২৭ শে জুন, ২০২১ রাত ৯:২১

ইসিয়াক বলেছেন: মাটি আর মানুষের ছবি।
খুব সুন্দর।

শুভ কামনা রইলো কামাল ভাই।

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাই, ভালো থাকবেন সব সময়।

১০| ২৭ শে জুন, ২০২১ রাত ১১:০০

শেরজা তপন বলেছেন: দারুন কিছু ছবি উপহার দিলেন ভ্রাতা

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪২

সাদা মনের মানুষ বলেছেন: জ্বী ভ্রাতা, চেষ্টা তো সব সময়ই থাকে, কেমন আছেন আপনি?

১১| ২৮ শে জুন, ২০২১ রাত ১২:১০

অপু তানভীর বলেছেন: আমি নিজে কখনও এই ভাবে মাছ ধরি নি । ছিপ দিয়ে ধরেছি যা । তবে এই দৃশ্য আমার বড় পরিচিত ।
চমৎকার ছবি সব !

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: ছিপ এবং কাদা মেখে মাছ ধরা, দুটোরই আমার অনেক অভিজ্ঞতা রয়েছে, আজ সবই শুধু স্মৃতি, ভালো থাকবেন অপু ভাই।

১২| ২৮ শে জুন, ২০২১ রাত ১২:৩৩

শায়মা বলেছেন: মাছ শিকারীদের গল্প হয়ে গেলো....

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, লিখতে পারিনা যখন ছবিই ভরসা, ভালো থাকবেন আপু।

১৩| ২৮ শে জুন, ২০২১ ভোর ৪:১৮

ডঃ এম এ আলী বলেছেন:

খুব সুন্দর ছবি ব্লগ

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আলী ভাই।

১৪| ২৮ শে জুন, ২০২১ সকাল ৮:০৮

ঢাবিয়ান বলেছেন: অসাধারন সব ছবি

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ রাত্রী।

১৫| ২৮ শে জুন, ২০২১ দুপুর ২:১১

রানার ব্লগ বলেছেন: আট নম্বর টা বেশ আর্টিস্টিক !!!

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকবেন সব সময়।

১৬| ২৮ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৭

সামিয়া বলেছেন: অন্যরকম আয়োজন, ভালো লাগলো ভাই।

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫১

সাদা মনের মানুষ বলেছেন: শুভ কামনা জানবেন আপু

১৭| ২৮ শে জুন, ২০২১ বিকাল ৩:৪৫

মনিরা সুলতানা বলেছেন: ওরে দারুণ আনন্দ !!

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: এসব দেখলে সত্যিই মনটা ভালো হয়ে যায়, এটাই আমার প্রকৃত গ্রামবাংলার ছবি........শুভ কামনা সব সময়।

১৮| ২৮ শে জুন, ২০২১ বিকাল ৪:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছবি ব্লগ

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ছবি আপু, আপনার ছবিগুলো আরো বেশী সুন্দর হয়।

১৯| ২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:০৪

আমি সাজিদ বলেছেন: চমৎকার

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সাজিদ ভাই, ভালো থাকবেন সব সময়।

২০| ২৯ শে জুন, ২০২১ সকাল ১০:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: ছোটবেলায় এমন কাঁদা মেখে মাছ ধরেছি।
ছবি গুলো অনেক সুন্দর।+++

২৯ শে জুন, ২০২১ রাত ৮:০৭

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, তাইতো মনটা নষ্ট্যালজিক হয়ে উঠে। শুভ রাত্রি

২১| ২৯ শে জুন, ২০২১ দুপুর ১২:৪৭

কালো যাদুকর বলেছেন: পুরোনে কথা মনে হল।সুন্দর।

০৩ রা আগস্ট, ২০২১ ভোর ৬:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ যাদুকর, ভালো থাকবেন।

২২| ২৯ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৪

হাসান রাজু বলেছেন: এইনা হলেন আপনি। আপনার জন্য ৩ পোস্ট (পোস্ট প্রতি ১২ টি করে ছবি) খুবই কম।
এমন কয়েক'শ শিরোনামে হাজার খানিক পোস্ট দিতে পারবেন, আপনার যে কালেকশন আছে। এমনটা আমার বিশ্বাস।

শুভ কামনা রইল।

০৩ রা আগস্ট, ২০২১ সকাল ৭:১৩

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেচেন রাজু ভাই, তবে ব্লগে এখন আর আগের মতো মজা পাইনা আর সময়েরও যথেষ্ট অভাব তো রয়েছেই, ধন্যবাদ।

২৩| ২৯ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৭

হাসান রাজু বলেছেন: অর্ধ নৌকা ! মানে কি ?

এইটাই পুরো নৌকা, নাকি ভগ্ন অংশ ?

০৩ রা আগস্ট, ২০২১ সকাল ৭:১৩

সাদা মনের মানুষ বলেছেন: এটাই একটা পুরো নৌকা রাজু ভাই।

২৪| ০৪ ঠা জুলাই, ২০২১ সকাল ৯:৪৭

অপু তানভীর বলেছেন: সাদা মনের মানুষ ভাই, ব্লগারদের তোলা পছন্দের কিছু ছবি নিয়ে একটা ছবি ব্লগে আপনার একটা ছবি ব্যবহার করেছি আপনার পোস্টের সুত্র উল্লেখ করে। আশা করি এতে আপত্তি করবেন না। আপনার ছবিটি পছন্দের কারনে যুক্ত করেছি। তবুও আপত্তি থাকে দয়া করে জানাবেন।
ভাল থাকুন সব সময়।

০৪ ঠা আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকবেন সব সময়।

২৫| ১৭ ই জুলাই, ২০২১ রাত ৯:৫৪

খায়রুল আহসান বলেছেন: ছবি-ব্লগ প্রতিযোগিতায় আপনার অংশগ্রহনের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গিটা আমার ভালো লেগেছে। শুরুতেই সেটা ব্যাখ্যা করেছেন দেখে আরও ভালো লেগেছে।

গ্রামীণ পটভূমে কিশোর বালকদের মাছ ধরার দৃশ্যগুলো চমৎকার হয়েছে। শেষ ছবিটিতে মাথাল পরা বয়স্ক কিষাণের ক্ষেত নিড়ানির দৃশ্যটি দেখে আমার শৈশবে দেখা একজন বর্গাদার কৃষকের কথা মনে পড়ে গেল।

পোস্টে একুশতম ভাললাগা। + +


০৪ ঠা আগস্ট, ২০২১ বিকাল ৩:৪১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বড় ভাই, আপনার মন্তব্য সব সমঐ আমাকে অনুপ্রানিত করে।

২৬| ১৮ ই জুলাই, ২০২১ রাত ৮:৪৫

আদম_ বলেছেন: ১ম স্থান: ১২ নং ছবি
২য় স্থান: ৭ নং ছবি
৩য় স্থান: ৮ নং ছবি।
তবেক, আপনার সেই অতি পুরনো ক্যামেরাটা না ব্যবহার করায়, সব ছবি থেকে ২ পয়েন্ট করে কর্তন করা হলো।

০৪ ঠা আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: পুরোনো ক্যামেরাটা এখন মৃত আদম ভাই, তিনি সওয়াল জবাবে ব্যস্ত।

২৭| ২৬ শে জুলাই, ২০২১ বিকাল ৪:২২

মোঃমোজাম হক বলেছেন: চমৎকার ছবি ছিল।
মাছ শিকার গ্রাম বাংলার ঐতিয্য

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হক ভাই, শুভ কামনা সব সময়।

২৮| ২৬ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৫৯

জুন বলেছেন: আপনার মৎস শিকারের ছবিগুলো খুব সুন্দর । আমিও ছিপ দিয়ে মাছ ধরেছি অনেক :)
+
মহেশখালীর গ্রামে দেখেছিলাম লোকজন কাদার ভেতর থেকে মাছ ধরছে । ছবি দিলাম দেখেন :)

০২ রা অক্টোবর, ২০২২ বিকাল ৪:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: গ্রাম বাংলার এমন ছবিগুলো দেখলে মনটা ভালো হয়ে যায় আপু।

২৯| ২৯ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১৪

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: অসাধারণ হয়েছে আপনার ছবি গুলো।
অনেক সময় ধরে দেখলাম; চমৎকার ফ্রেমিং; আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি, যে আমি ঠিক এই জিনিস গুলো উপভোগ করতে পেরেছি আমার জীবনে, কাদা মাখা প্রথম ছবিটা দেখে নস্টালজিক হয়ে গিয়েছিলাম।
আশা করি আরও এমন ছবি পাবো সামনে; অনেক অনেক শুভ কামনা আপনার জন্য; ভালো থাকবেন।

৩০| ২৯ শে আগস্ট, ২০২২ রাত ৮:৪৮

অপ্‌সরা বলেছেন: আর ব্লগ লেখালিখি নেই কেনো ভাইয়া!!!!!!!!

৩১| ১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১:২১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনি কখনো এরকম কাদা মাখামাখি করে মাছ শিকার করেছেন, এর মইধ্যে কিন্তু অসাধারণ এক আনন্দ কাজ করে। যাই হোক, আমি এই ব্লগটি মিস করেছিলাম। বরাবরের মতই চমৎকার। তবে প্রতিযোগিতার জন্য এক ধাপ এগিয়ে।
অসংখ্য প্লাস+++....

অনেকদিন যাবত কোন ব্লগ আসছে না!

৩২| ৩১ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩৪

প্রামানিক বলেছেন: আইয়া পড়েন আমরাও মাছ ধরমু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.