নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

কাঠাল পাতা ও ছাগল আলাপ

০৩ রা অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৮


কাঠাল পাতা কাঠাল পাতা
গাছে কেন ভাই
ডাকছে ছাগল কেমন করে
নিচে নেমে আয়।

দুলছে পাতা হাসছে মনে
কেমনে নামি ভাই
আমারতো আর তোমার মতো
চারটা পা নাই।

ভাবছি মোরা দু'জন মিলে
ঘুরতে যাবো দূরে
যেভাবে হোক আয়না নেমে
কান্ড বৃত্ত ছুড়ে।

সবুজ পাতা হলুদ হলে
আসবো নেমে ভাই
আর দু'টো দিন ঘাস চিবিয়ে
সবুর করো তায়।

কাঠাল পাতা কাঠাল পাতা
তোমার সঙ্গে আড়ি
আসবনা আর গাছের তলে
যাচ্ছি ফিরে বাড়ি।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৩৯

রানার ব্লগ বলেছেন:




হিংসা খুব খারাপ জিনিস
হিংসা জ্বলে হয় কাবাব ।

হিংসা ভুলে আসুন তবে
গ্লাসে গ্লাসে ঠুকি সাবাব ।

০৩ রা অক্টোবর, ২০২৩ দুপুর ১:৫৫

বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা
দারুণ দারুণ হিংসা

২| ০৩ রা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: উঁচু স্তরের মানুষের এমন ছেলেখেলা হয়তো বিরক্ত লাগে। তবে এটা মানতে হবে তারাও মানুষ। তাদেরও শখ-আহ্লাদ থাকে। ছবি না তুললেও দোষ, তুললেও দোষ।

০৩ রা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

বাকপ্রবাস বলেছেন: সেল্ফি তুলে যদি পররাষ্ট্রনীতি চেন্জ করা যায়, তাহলে তুলা উচিত, সাথে একটু রুচি চনাচুর রেখে খেয়ে আমাদেরও রাখা উচিত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.