নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফ্রিডম কথা বলতে ভালবাসি

ns

সাধারন মানুষ

ns › বিস্তারিত পোস্টঃ

মহালয়ার দিন থেকে মা দুর্গা আসছে

০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

"যা দেবী সর্বভূতেষু মাতৃরুপেন সংস্থিতা
নমস্থ্যৈ নমস্থ্যৈ নমস্থ্যৈ নমো নম:
যা দেবী সর্বভূতেষু শান্তিরুপেন সংস্থিতা
নমস্থ্যৈ নমস্থ্যৈ নমস্থ্যৈ নমো নম:
যা দেবী সর্বভূতেষু জাতিরুপেন সংস্থিতা
নমস্থ্যৈ নমস্থ্যৈ নমস্থ্যৈ নমো নম:"

**********************************************
অর্থ
"ওঁ সর্বব মঙ্গঁল মঙ্গঁল্যে শিবে সর্ববাথ সাধিকে ।
শরন্যে ত্র্যম্বকে গৌরী নারায়নি নমোহস্তুতে।।
ওঁ শরনাগতদীনার্ত পরিত্রান পরায়নে ।
সব্বস্যাত্তিহরে দেবী নারায়নি নমোহস্তুতে ।।
ওঁ সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভুতে সনাতনি
ণ্ডনাশ্রয়ে ণ্ডণময়ে নারায়নি নমোহস্তুতে ।

*******************************************************

মহালয়ার দিন থেকে মূলত দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে এ দিনটির তাৎপর্য মূলত ভিন্ন। এ তিথিকে পিতৃপক্ষও বলা হয়ে থাকে। এ দিনে পিতৃপক্ষের শেষ এবং দেবী পক্ষের শুরু হয়। এই মহালয়া তিথিতে যারা পিতৃ-মাতৃহীন তারা তাদের পূর্বপূরূষের স্মরন করে, পূর্বপূরুষের আত্নার শান্তি কামনা করে অঞ্জলি প্রদান করেন । সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্নাদের মত্যে পাঠিয়ে দেয়া হয়, প্রয়াত আত্নার যে সমাবেশ হয় তাহাকে মহালয় বলা হয় । মহালয় থেকে মহালয়া। পিতৃপক্ষের ও শেষদিন এটি । মহালয়াতে যারা গঙ্গায় অঞ্জলি প্রদান করেন পূর্বদের আত্নার শান্তির জন্য , তাহারা শুধু পূর্বদের নয় , পৃথিবীর সমগ্র কিছুর জন্য প্রার্থনা ও অঞ্জলি প্রদান করেন । যাদের পুত্র নেই , যাদের কেউ নেই আজ স্মরন করার তাদের জন্য ও অঞ্জলী প্রদান করতে হয় ।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.