নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফ্রিডম কথা বলতে ভালবাসি

ns

সাধারন মানুষ

ns › বিস্তারিত পোস্টঃ

আজ শুভ মহালয়া মা আসছে বিশ্বের সুখ শান্তি ফিরিয়ে আনতে

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৫৩

আজ শুভ মহালয়া_____
যা দেবী সর্বভূতেষু মাতৃরুপেন সংস্থিতা
নমস্থ্যৈ নমস্থ্যৈ নমস্থ্যৈ নমো নম:
যা দেবী সর্বভূতেষু শান্তিরুপেন সংস্থিতা
নমস্থ্যৈ নমস্থ্যৈ নমস্থ্যৈ নমো নম:
যা দেবী সর্বভূতেষু জাতিরুপেন সংস্থিতা
নমস্থ্যৈ নমস্থ্যৈ নমস্থ্যৈ নমো নম:"
**********************************************
আজ ভোর ৫:৩০ মিনিট থেকে মহালয়া সুরু হবে মায়ের আগমনবার্তা প্রতিবছর এই দিন থেকে মূলত পূজারি মায়ের পূজা সুরু করে থাকেন। কৈলাশ থেকে দুর্গা পিতৃগৃহে আগমন করবেন। অশুভ শক্তির বিনাশ করে শুভশক্তির প্রতিষ্ঠার লক্ষ্যে দেবী দুর্গাকে মর্ত্যলোকে আমন্ত্রণ জানাবে ভক্তকুল। মহালয়ার অর্থ হচ্ছে, মহান আলোয় দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে আবাহন। দুটি পক্ষ রয়েছে- একটি হলো পিতৃপক্ষ, অন্যটি দেবীপক্ষ। অমাবস্যা তিথিতে পিতৃপক্ষের শেষ হয়, আর প্রতিপদ তিথিতে শুরু হয় দেবীপক্ষের। শরৎকালের অমাবস্যার পর প্রতিপদ চাঁদের জন্ম হয়। অমাবস্যা কেটে আলোর দিকে যায়। সেই হলো মহালয়া। সনাতন ধর্মে বলা হয় পিতৃপক্ষে প্রয়াত আত্মারা স্বর্গ থেকে মর্তলোকে আসেন। মৃত আত্মীয়-পরিজন ও পূর্বপুরুষদের আত্মার মঙ্গল কামনা করেন অনেকে। পূর্ব পুরুষদের উদ্দেশে জল-তিল-অন্ন উৎসর্গ করে তর্পণ করা হয়। এরপর শুরু হয় দেবী পক্ষের। এই দেবীপক্ষকে বলা হয় সবচেয়ে শুভ দিন। এ সময় সব ধরণের শুভ কাজ সম্পন্ন করতে পারেন। ধর্ম যার যার রাষ্ট্র সবার মায়ের এই শুভতিথিতে মায়ের আগমনে সবাই যানাই আমাদের নরসিংদী শহরের আনন্দময়ি মন্দির সংসদ থেকে যানাই প্রান ঢালা অভিনন্দনপত্র নিমন্ত্রণ গ্রহণ করবেন।
********************************************************
সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভুতে সনাতনি ণ্ডনাশ্রয়ে ণ্ডণময়ে নারায়নি নমোহস্তুতে।
প্রচারে নরসিংদী আনন্দময়ি মন্দির সংগঠন
ঢাকা নরসিংদী বাংলাদেশ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.