নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় নতুন করে লেখার মত কিছুই এখনও হয়ন....

সাইফুল১৩৪০৫

সবার সাথে শিক্ষণীয় পোস্ট শেয়ার করতে চাই। আমার দ্বারা যদি কেউ উপকৃত না হয়, তো ক্ষতির শিকার হবে কেন?

সাইফুল১৩৪০৫ › বিস্তারিত পোস্টঃ

কোলনের সামনের বৃত্ত (ঃ) সরাবেন যেভাবে

০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৮

সোস্যাল মিডিয়া, ব্লগ বা পত্রিকায় অনেকের লেখায় লক্ষ্য করলে দেখা যায় 'কোলন' এর সামনে একটা বৃত্ত উঠছে। লেখার সময় লক্ষ্য করেছেন, বৃত্তটা সরানোর চেষ্টাও করেছেন কিন্তু পারেন নি। আবার অনেক সময় বৃত্তটি ওঠেনি। আসুন এই সমস্যার সমাধান করা শিখি।

কোলন যেটাকে ডাবল ডট পাংচুয়েশন মার্ক বলা হয়। যখন আমরা কোলন দিতে যাই তখন মূলত বিসর্গ (ঃ) চাপি। বন্ধনীর ভিতর লক্ষ্য করুন। বৃত্তটার অর্থ হচ্ছে ওখানে আরেকটি অক্ষর দিতে হবে যা সে সাপোর্ট করবে। যেমন, মনঃ কিন্তু যদি লিখি ব্যাংঃ, আবার বিসর্গের আগে স্পেস দিলেও বৃত্তটা আসবে।

আপনার কিবোর্ডে কোলনের জন্য বাটন আছে। সেখান থেকে দিবেন। তাহলে এই সমস্যা হবে না। কোলন চিহ্নটা এমন দেখাবে :। এভাবে লিখলে আর বৃত্ত আসবেনা।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৬

অগ্নি সারথি বলেছেন: কি লিখলেন? বুঝলাম না। কোলন আর বিসর্গের পার্থক্য জানি তো!

০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৪

সাইফুল১৩৪০৫ বলেছেন: হমম। কিন্তু ভুলটা হয় বেখেয়ালে। কিংবা কোলনের পরিবর্তে বিসর্গকে কোলন হিসেবে ব্যবহার করে।

২| ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৩

সাইফুল১৩৪০৫ বলেছেন: টারমিনেটর ঃ জেনেসিস
[[ রিলেটেড আলোচনা ]]

আজ সকালে প্রকাশিত এই লেখাটা পড়েছেন? ভুল কিভাবে করে বুঝেছেন? ভাল লেখক হলে সে যে ভাল টাইপ করাও জানবে এমন না। চেয়েছিলাম ঝি কে মেরে বউকে শেখাবো। কিন্তু দেখি বউ নিজেই ঝাড়ু এনে দেয়।

৩| ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৮

সাইফুল১৩৪০৫ বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.