নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় নতুন করে লেখার মত কিছুই এখনও হয়ন....

সাইফুল১৩৪০৫

সবার সাথে শিক্ষণীয় পোস্ট শেয়ার করতে চাই। আমার দ্বারা যদি কেউ উপকৃত না হয়, তো ক্ষতির শিকার হবে কেন?

সাইফুল১৩৪০৫ › বিস্তারিত পোস্টঃ

হায়রে! অভাগা দেশ: তোর সন্তানেরা শুধুই টাকা চিনতেছে মা!

০৩ রা অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩৭

সারাদেশে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক স্তরের প্রায় ৬০ হাজার শিক্ষক এখন জাল সনদে শিক্ষকতা করছেন। তারা সরকারের ‘মান্থলি পে-অর্ডার’ বা এমপিও পেয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে কোটি কোটি টাকা বেতন-ভাতা তুলে নিচ্ছেন। কেবল চলতি বছরের প্রথম পাঁচ মাসে ২৬৮ শিক্ষকের সনদ জাল বলে তদন্তকালে ধরা পড়েছে।

ভুয়া সনদধারী শিক্ষকের সংখ্যা দিন দিন বাড়ছে এমন উদ্বেগ প্রকাশ করে তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার সুপারিশ
করে শিক্ষা মন্ত্রণালয়ে এক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ডিআইএ। সূত্র-দৈনিক সমকাল

এই যদি হয় আমাদের শিক্ষক (!) সমাজ তবে ছাত্রছাত্রীদের অবস্থা কেমন হবে বলুনতো?

আবার আরেকটু গভীরে চিন্তা করি। বলুনতো এই শিক্ষকরা এই সনদ পেল কিভাবে? কারা দিচ্ছে এসব সনদ? প্রশাসন কি করেছে?

আপনি রাতদিন কঠোর পরিশ্রম করে, স্যারদের বকাঝকা খেয়ে একটা অনার্স পাশ সার্টিফিকেট হাতে নিয়ে বাবা মায়ের সামনে গিয়ে শুনলেন আপনার অন্য এক বন্ধু অনার্সের অরিজিনাল সার্টিফিকেট কিনে চাকুরী করতেছে। অথচ যে কিনা এইচএসসি পাশ করেছিল তিনবার পরীক্ষা দিয়ে! তখন আপনার সার্টিফিকেট টাকে কি করতে মন চাইবে?

হায়রে! অভাগা দেশ! তোর ভাল আর কেউ চায় না। তোর সন্তানেরা শুধুই টাকা চিনতেছে মা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫২

সুমন কর বলেছেন: দেশে কি আজকাল এসবও হচ্ছে ... X(( X(( রাসাতলে যাওয়া মনে হয় এটাকেই বলে !!

২| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৫

ডাঃ মারজান বলেছেন: সবকিছু সম্ভবের এই দেশ, আমাদের বাংলাদেশ।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: এ জন্যই বোধহয় এসব শিক্ষকদের কোন দায়দায়িত্ব নেই ছাত্রছাত্রীদের প্রতি । স্কুল-কলেজ ফেলে প্রাইভেট পড়ানোতে মনোযোগ বেশি ।

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৭

সাইফুল১৩৪০৫ বলেছেন: ঠিকই বলেছেন ভাই।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৩

বিপরীত বাক বলেছেন: এসব অনেক আগে থেকে চলছে।।
তবে আগে এসব ছিল অপ্রকাশিত,, লোকচক্ষুর অন্তরালে হত,,, কিন্তু এখন তা প্রকাশ্যে হচ্ছে।।

এখন আর বলে কি হবে।।।

গোড়া কেটে আগায় পানি ঢালা আর কি।।।

০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪২

সাইফুল১৩৪০৫ বলেছেন: বলাটাও বিপদ আছে।
ধন্যবাদ মতামতের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.