নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় নতুন করে লেখার মত কিছুই এখনও হয়ন....

সাইফুল১৩৪০৫

সবার সাথে শিক্ষণীয় পোস্ট শেয়ার করতে চাই। আমার দ্বারা যদি কেউ উপকৃত না হয়, তো ক্ষতির শিকার হবে কেন?

সাইফুল১৩৪০৫ › বিস্তারিত পোস্টঃ

বলার মুখ পেলে আমরা মনে হয় একটু বেশিই বলি

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

ঘটনাটি ঘটেছিল আমাদের পাশের গ্রামে। দশম শ্রেণীর এক মেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। পুলিশ তদন্তের সময় পাশের বাড়ির এক মহিলার কাছ থেকে ঘটনা শুনছেন। আমরা সবাই সেখানে দাঁড়িয়ে শুনছি। মহিলা যেভাবে ঘটনার বিবরণ দিচ্ছেন (সবার বোঝার সুবিধার্থে আঞ্চলিক ভাষা পরিহার করা হল) :

হাট থেকে ছারপোকা মারার কথা বলে বিষ কিনছিল। রাতে বিষের বোতলটা বালিশের নিচে রাখছিল! পরে সকালবেলা ঘরের পিছনদিকে গেছে! এরপর পশ্চিমদিক মুখ করে কি কি যেন বিড়বিড় করছিল! মনে হয় বাপ-ভাইয়ের কথা মনে করছে গো! আত্মহত্যা করবেতো তাই হয়তো দোয়া পড়ছে! কি জন্যে যে বিষ খাইছে? তারপর বিষের বোতল খুলে এক ঢোকে সব বিষ খেয়ে ফেলছে।

তদন্ত কর্মকর্তা: চাচী আপনি এতকিছু জানেন তাহলে বিষ খাওয়া থামাতে পারলেন না কেন? এরপর উপস্থিত সবার উদ্দেশ্যে বললেন, জোক্স কাকে বলে বুঝছেন আপনারা?

সঙ্গে সঙ্গে উপস্থিত মুরুব্বীরা মহিলাকে কিছু ধামকি দিয়ে সরিয়ে দিলেন!

সত্যিকারার্থে আমরা যেকোন ঘটনাকে এমনই রস আর আবেগ দিয়ে প্রচার করতে অভ্যস্থ। লালন ফকির বলছিলেন, ‘‘মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা”। আসলে আমাদের ঘটনার সত্যতা খোঁজার সময় নেই। ঘটনা বলতে আর ছড়াতে পারলেই বাঁচি। বলার সুযোগ পেলে কয়েক ধাপ বাড়িয়ে বলতেও ছাড়িনা।

[কারো সাথে মিলে গেলে নিজ দায়িত্বে মেলাবেন। আমাকে দায়ী করবেন না। চিন্তায় আছি।]

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

আব্দুল্যাহ বলেছেন: আমার সাথে মিলে গেছে, এবার কিন্তু মানহানির মামলা করব।

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩

সাইফুল১৩৪০৫ বলেছেন: ভাই এবারতো চিন্তা আর ভয় দুটাই ধরল আমায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.