নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় নতুন করে লেখার মত কিছুই এখনও হয়ন....

সাইফুল১৩৪০৫

সবার সাথে শিক্ষণীয় পোস্ট শেয়ার করতে চাই। আমার দ্বারা যদি কেউ উপকৃত না হয়, তো ক্ষতির শিকার হবে কেন?

সাইফুল১৩৪০৫ › বিস্তারিত পোস্টঃ

♣কোটিপতি হতে চাকুরী ছাড়ুন♣

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

চাকুরী আজকাল সোনার হরিণ। আর আমরা হরিণের পিছে হণ্যে হয়ে ছুটছি। কিন্তু একটা কথা হচ্ছে কি, কোটিপতি হতে হলে চাকুরী ছেড়ে দিতে হবে বা চাকুরী করতে হবে না।

♣ কয়েকদিন আগে প্রথম আলোতে পড়েছিলাম ১টা গরু আর ঘাস দিয়েই কোটিপতি!

♣ তার পরদিনই পড়েছিলাম রশি বিক্রি করেই লাখপতি!

♣ পেট্রোল পাম্পের চাকুরী না ছাড়লে কি ধীরুভাই আমবানি রিলায়েন্স কোম্পানির মালিক হতে পারতেন?

♣ শ্যাম নামের ভদ্র লোক সারাদিন পড়াতেন। সন্ধ্যা ৬ টার পর থেকে রাত ১২ টা পর্যন্ত হোটেলে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি আস্তে আস্তে কাজও শেখেন পাশাপাশি কাজ করে টাকাও জমাতেন। পরে চাইনিজ রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করেন। তার সেই রেস্টুরেন্ট ১৬ টি দেশে বিস্তার লাভ করে। যার অধীনে ৩০০০ লোক চাকুরী করছে। শ্যাম সাহেব কিন্তু MBA তে পড়েন নি।

♣ এখন হুট করেই কি চাকুরী ছাড়তে হবে? বিষয়টা তা নয়। শ্যামের মত করে আগাতে হবে। ছোট ছোট কাজ হোক বা চাকুরী হোক তার মাধ্যমে মূলধন যোগাতে হবে। পরে পছন্দসই অনেক কাজই করে টাকা পয়সা উপার্জন করা যাবে।

//নিজের সংগৃহিত একটা ঘটনা বলেই শেষ করছি। চট্টগ্রামে এক লোকের সাথে আমার কথা হয়েছিল। যিনি মাস্টার্স কমপ্লিট করার পর ঘুষের ৩ লাখ টাকা না দিয়ে, চাকুরী না করে, সেই টাকায় ৪/৫ টা গরু কিনেছিলেন। এখন তার খামারে ৬-৭ জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে!!

//কোথায় যেন পড়েছিলাম, রিস্ক না নেয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় রিস্ক!

[বন্ধুদের উদ্দেশ্যে- তোরা চাকুরী খোঁজা বাদ দে, আমার সুবিধা হবে। :P]

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২০

মহা সমন্বয় বলেছেন: রিস্ক না নেয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় রিস্ক!!!!

আর সেই ছোট বেলা থেকে শুনতেছি চাকরি নামক সোনার হরিণ। আচ্ছ চাকরি নামক মাটির হরিণ কবে হবে ?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪১

সাইফুল১৩৪০৫ বলেছেন: যখন মানুষ চাকুরির চিন্তা-ভাবনা বাদ দিয়ে কর্ম করে খাওয়ার চিন্তা করবে। যেমন, বাগান করা, হাস-মুরগী পালন, ব্যবসা (ধান চাল, পাটের ব্যবসা), কবুতর পালন ইত্যাদি। কাজ করবে নাপিতের, দোকান দিয়ে খাওয়ার চিন্তা করবে। গ্রামের জমিতে মরিচ আবাদ করবে, কম্পিউটার কিনে ছোটখাট কাজ হলেও করবে। ইত্যাদি অনেক আইডিয়ায় কাজ করবে তখনই চাকুরি মাটির হরিণ না তা মাটির চামচও হবার যোগ্যতা হারাবে।

সবথেকে বড় কথা হল কাজকে কাজ হিসেবে দেখবে। কোন কাজকেই ছোট করে দেখবে না।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৪

এযুগেরকবি বলেছেন: রিস্ক না নেয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় রিস্ক!!!!মহা সমন্বয়ের সাথে একমত

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৪

সাইফুল১৩৪০৫ বলেছেন: Thank you bro.

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২২

প্রামানিক বলেছেন: অনেক ঘটনা জানা হলো। বড় হতে হলে অবশ্যই ছোট থেকেই হতে হয়। রিস্ক না নেয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় রিস্ক! কথাটি দারুণ সত্য।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩

সাইফুল১৩৪০৫ বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯

আবু শাকিল বলেছেন: রিস্ক নিতাম মুঞ্চায়!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫

সাইফুল১৩৪০৫ বলেছেন: আমার তো সাহস নাই ভাই। আপনি সাহস দেখাতে পারেন।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

ইমরাজ কবির মুন বলেছেন:
সাহস থাকলে জীবনে প্রায় যেকোন কিছুই করা সম্ভব।
বি.দ্র.: আমার সাহস নাই ||

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১১

সাইফুল১৩৪০৫ বলেছেন: আমারো ভয় হয়, পাছে কিছু হয়ে যায়। যদি না পারি সফল হতে।
সাহস থাকলে জীবনে প্রায় যেকোন কিছুই করা সম্ভব।- সহমত ভাই। ধন্যবাদ।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৫

বিদগ্ধ বলেছেন: রিস্কে আছি জন্মের পর থেকেই /:)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৩

সাইফুল১৩৪০৫ বলেছেন: তাহলেতো আপনি সফল হতে যাচ্ছেন।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬

যুগল শব্দ বলেছেন:
রিস্ক নিতে যে ভয় পাই !! :((

এগিয়ে যান।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৪

সাইফুল১৩৪০৫ বলেছেন: আমাকে আগাতে বললেন? পারবো না আগাতে।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

উল্টা দূরবীন বলেছেন: জটিল কতাঃ রিস্ক না নেওয়াটাই জীবনের সবচে বড় রিস্ক।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৪

সাইফুল১৩৪০৫ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.