নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় নতুন করে লেখার মত কিছুই এখনও হয়ন....

সাইফুল১৩৪০৫

সবার সাথে শিক্ষণীয় পোস্ট শেয়ার করতে চাই। আমার দ্বারা যদি কেউ উপকৃত না হয়, তো ক্ষতির শিকার হবে কেন?

সাইফুল১৩৪০৫ › বিস্তারিত পোস্টঃ

হিরো আলমকে নিয়ে ট্রল সীমা ছাড়াচ্ছে নাতো!

০৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

দুঃখিত, ছবিটার বিরুদ্ধাচারণ করতেই এই লেখা। তাই ছবির পক্ষে-বিপক্ষে মতামত দিতে পারেন। ব্যক্তিকে নিয়ে নয়। এখনো এডিট করা ছবির বিশ্বাসী লোকের অভাব নেই। রামুর ঘটনায় একটি এডিট করা ছবিই কিন্তু ধ্বংসযজ্ঞ বয়ে এনেছিল।

হিরো আলম, নামটার সাথে প্রায় সবাই পরিচিত। ছেলেটা অভিনয় পারে না। তালগোল কিছুই বোঝেনা। তাকে নিয়ে পোলাপানের বানানো ভিডিওগুলোতে, তাকে অপমান করল নাকি প্রশংসা করল সেটাও জানে না।


বারবার অপমানজনক প্রশ্ন করা হলেও হেসে হেসে উত্তর দিয়ে যায়। তারপরও তাকে নিয়ে এত্ত এত্ত ট্রল করা হচ্ছে কেন! তবে ট্রলেরও এক সীমা থাকা উচিৎ নয় কী!

হিরো আলম ভিডিও ক্লিপস বানিয়ে তার নিজস্ব ডিস চ্যানেলে ছেড়ে দিত। এরপর ভিডিওগুলো ইউটিউব, ফেজবুকে ছেড়ে দিত। আর এজন্যই বুঝি সে আমাদের শত্রু হয়ে গেল? নাকি কাইল্যা, দাঁতলা পোলাপানের অনলাইনে এমন কাজ করার কোনই অধিকার নাই?

কোন এক ভদ্র এডিটরের ফটোটা কোন মানসিকতার পরিচয় দেয় তা বুঝে আসছে না। গুজবে বিশ্বাসী লোকের সংখ্যা দেশ-বিদেশে কম নেই। তাই এসব থেকে বিরত থাকা উচিৎ নয় কি?

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২১

‌মোঃ অাশরাফুল ইসলাম শাওন বলেছেন: এ তো দেখ‌ছি জঙ্গী অালম! :o

২| ০৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

মোশারফ তানভীর বলেছেন: আপনি পোস্ট দিয়ে ভালো আরেকবার পাবলিকলি ওরে সবার সামনে নিয়া আসলেন। এটা ভালো করলেন না খারাপ করলেন?

০৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

সাইফুল১৩৪০৫ বলেছেন: কাজটা যে অন্যায় সেটা লেখা থাক। বর্তমানে যে অবস্থা বলাতো যায় না কখন কি হয়? আর যে এটা করেছে তার নজরে পড়ার দরকার আছে। পাবলিক প্রতিক্রিয়া দেখুক।

৩| ০৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হিরো আলম কিন্তু সামনে হিরো হতে যাচ্ছে। এটাই আমার খারাপ লাগে। বাংলাদেশে নাটকের নামে হাসান মাসুদের সাথে মৌসুমী, বাঁধন, রিচি প্রেমিকা হয়। মারজুক রাসেলের সাথে তিশা নায়িকা হয়। এক সময় হিরো আলমের সাথে বিন্দুরাও অভিনয় করলে অবাক হব না...

০৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

সাইফুল১৩৪০৫ বলেছেন: ভাইয়া ও কি হবে কেমনে হবে সেটা আমি বলি না। কিন্তু দেশী-বিদেশী হুজুগপ্রিয় লোকতো কম নেই।

৪| ০৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যে দেশে হাসান মাসুদ নায়ক হয় বাঁধনের, যে দেশে বিশ্বকাপের উদ্ভোধনে মমতাজ গাইতে পারে পোলা তো নয় যেন আগুনের গোলা সেই দেশে হিরো আলমেরও অনেক সাপোর্টার থাকতেই পারে...

০৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

সাইফুল১৩৪০৫ বলেছেন: শরীফ উদ্দিনের লালগোলাপী গানের ভক্তও কিন্তু কম ছিল না। এদেরকে অবজ্ঞা করে নিজেকে কি স্মার্ট বানাতে চান? মমতাজ গ্রাম বাংলা শিল্পী। নিজ যোগ্যতায় শহরেও স্থান করে নিয়েছে। হাসান মাসুদ কালো তাতে কি? তার অভিনয়ের যোগ্যতা দেখতে হবে। চেহারাই যদি সব হত তবেতো.....
আমি হিরো আলমের ভক্ত কিনা সেটা এই লেখার কোথাও আছে কি?
রামুর ঘটনা মনে পড়ে? এডিট করা ছবিতেই কিন্তু ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হয়েছিল।

৫| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ৮:১১

মূল-উপদল বলেছেন: দু তিনটা ইউটিউব চ্যানেল তারা যতটা না জনপ্রিয় ছিলো আগে এখন বেশি জনপ্রিয় এই হিরো আলমের জন্য। এরা আলমকে অপমান করছে, কিন্তু বিপরীতে আলমের প্রতি পাব্লিক সেন্টিমেন্ট বাড়ছে।

০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৩৬

সাইফুল১৩৪০৫ বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।

৬| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৩

আরণ্যক রাখাল বলেছেন: যাই হোক, হিরো আলমরে নিয়া থামা উচিত। বেশি হইতেছে। বাঙালির একটা তো ইস্যু চাই, নাহইলে পেটের ভাত হজম হইতে চায় না। এখন ইস্যু হিরো, ওরে নিয়া তাই লাফালাফি হইতেচে

০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৩৮

সাইফুল১৩৪০৫ বলেছেন: সেটাই। আর লাফালাফির একটা সীমা থাকাও দরকার। এখনো অনেক পাবলিক আছে যারা কোনটা এডিট করা আর কোনটা আসল ছবি তার পার্থক্য করতে পারে। ছবি দেখলেই বিশ্বাস করে। আমার পরিচিত একজন বলতেছিল আরেকজনের ছবি বের হয়েছে!!

৭| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৫

নাজমুল আহসান সৈকত বলেছেন: ভালো লাগল ভাই

০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৩৯

সাইফুল১৩৪০৫ বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে।

৮| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৪

রায়হানুল এফ রাজ বলেছেন: কিছু অমানুষ ভালো কাজ তো করেই না উল্টা আজাইরা কাজ করে।

০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৪০

সাইফুল১৩৪০৫ বলেছেন: একদম পারফেক্ট কথা বলেছেন।

৯| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:০৬

মোশারফ তানভীর বলেছেন: হাসান মাসুদ টানা হল কেন বুঝলাম না। হাসান মাসুদের গায়ের রং ব্যপার না। তার চমৎকার অভিনয়শৈলীর কারণে মৌসুমিদের সাথে অভিনয় করেছে।
তার সাথে হিরো আলমের তুলনা হবে কেন? আলম যেটা করছে সেটা স্রেফ আবলামি।

০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৭

সাইফুল১৩৪০৫ বলেছেন: কথা হচ্ছে ছবির এডিটিং নিয়ে। আলম নিয়ে নয়। এমন ছবি আপনাকে নিয়েও এডিট করলেও আমি বিরোধীতা করতাম।

১০| ০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৯

ম্যাভরিক০৫ বলেছেন: সবাই একবার করে যদি আমরা ওকে সামনে নিয়ে আসি তাহলে ব্যপারটা এরকম একটা পর্যাযায়ে চলে আসে।

০৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৫

সাইফুল১৩৪০৫ বলেছেন: Probably tonight Hero Alom will come Abc Radio with Rj Kebria।

১১| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১০:১১

প্রামানিক বলেছেন: চিন্তার বিষয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.