নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় নতুন করে লেখার মত কিছুই এখনও হয়ন....

সাইফুল১৩৪০৫

সবার সাথে শিক্ষণীয় পোস্ট শেয়ার করতে চাই। আমার দ্বারা যদি কেউ উপকৃত না হয়, তো ক্ষতির শিকার হবে কেন?

সাইফুল১৩৪০৫ › বিস্তারিত পোস্টঃ

ফটোগ্রাফার হতে পাঙ্কু স্টাইলের মেয়ে লাগে না স্যার

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৫

ম্যানেজার সাহেব, ফটোগ্রাফার হওয়ার জন্য ক্যামেরাতো কেনা হয়ে গেল, কিন্তু___ আমি একজন পাঙ্কু স্টাইলের মেয়ে কোথায় পাব?

Excuse me! ছবি তুলতে পারলে পাঙ্কু স্টাইলের মেয়ে লাগে না স্যার।

ছবি: শাহরিয়ার বিজ্ঞ

[অনেকের Wedding Photography দেখে মনে হয় কিছু শিখি। তবে ছেলের ছবিতো দেখি না। শুধু মেয়ের ছবি তোলা শিখলেতো হবে না।]

ম্যানেজার সাহেব ছবিগুলা সত্যিই খুব সুন্দর হয়। কিন্তু___ ঐদিন কী শুধু মেয়েরই বিয়ে হয় কোনো ছেলের বিয়ে হয় না?

ছবি: হতাশা চর্চা কেন্দ্র গ্রুপ থেকে সংগৃহিত (অভি)

ব্রান্ডিং করার জন্য মেয়েদের ব্যবহার কোনকাল থেকে চলে আসছে জানা নাই। বর্তমান সমাজে রুচিশীলতার পরিচায়ক হয়ে দাঁড়িয়েছে মেয়েদের ব্যবহার করা। অন্যথায়, ক্ষেত নামে আখ্যায়িত হতে পারেন। তবে এই ছবিতে এগুলো কোন ধরনের ব্যবহার? আর একটা কেকে রক্ত! আমার ভাইয়ের রক্ত! আমি কিভাবে খেতে পারি?

পান্তা-ইলিশ থেকে শুরু করে, একুশে ফেব্রুয়ারি, র‌্যালি, টিভি বিজ্ঞাপন সর্বত্রই। নিষেধ করি না। কোনোকিছুর অধিক প্রচারের জন্য করাটা ভাল। কিন্তু__

ছবি: নীরব দর্শক।

ম্যানেজার সাহেব মেয়েগুলারে সম্প্রতি গভীর রাতে ফেজবুক লাইভে আসা লাগবে কেন? এসব আবার কোন ধরনের ব্রান্ডিং?

ছবিটার নিচের দিকের কমেন্টস টা দেখুন। আচ্ছা, আমাদের ভদ্র সমাজে এমন ধরনের মতামতকারীর অভাব আছে কী? এসব বুঝে চলার আশা প্রকাশ করাটা কি দোষের?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোষের না ভাই, সবারই বোঝে চলা উচিৎ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

সাইফুল১৩৪০৫ বলেছেন: ঠিকই বলেছেন।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪২

নেয়ামুল নাহিদ বলেছেন: দোষের নয়, প্রশংসার ভাই :)
এসব দেখে দুঃখ হয়, কিন্তু সমাধান চোখে পড়ে না খুব :(

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৬

সাইফুল১৩৪০৫ বলেছেন: উন্মাদ! বড্ড উন্মাদ হয়ে যাচ্ছি আমরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.