নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় নতুন করে লেখার মত কিছুই এখনও হয়ন....

সাইফুল১৩৪০৫

সবার সাথে শিক্ষণীয় পোস্ট শেয়ার করতে চাই। আমার দ্বারা যদি কেউ উপকৃত না হয়, তো ক্ষতির শিকার হবে কেন?

সাইফুল১৩৪০৫ › বিস্তারিত পোস্টঃ

গণপিটুনিকে ধিক্কার জানাই কিন্তু ভার্চুয়াল গণপিটুনিকে ধিক্কার জানাই না কেন?

১০ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

নিগুম বিচারে সত্য তাই গেলো জানা
মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা। - লালন ফকির।
ব্যাখ্যার দরকার মনে করছি না। ভাবলেই বুঝবেন। বর্তমানে আমরাতো আসলে কোনোকিছুতেই বিশ্বাস করতে পারি না।

কুকুরের মাংস প্রমাণিত-
জেল-জরিমানা, রেস্টুরেন্ট বন্ধ, আরো অনেক কিছু....

খাসির মাংস প্রমাণিত-

১। ল্যাবকে টাকা দিয়া ম্যানেজ করছে।
২। কর্তৃপক্ষ ঘুষ খাইছে....

শেষে মানলাম তা যদি খাসির মাংসই হয় তবে, সুলতানের হারানো কাস্টমার কে এনে দিবে? মানুষের মনে বিশ্বাস ধরাতে পারবে কেউ? এই নেগেটিভ ইমপ্যাক্ট কি শুধুই সুলতানের ওপর পড়ল? না কি সারাদেশের রেস্টুরেন্টের ওপর পড়ল?

একটা লাঙ্গল বানাতে ঠুকঠুক করে কেটে কেটে শতশত কোপ দিয়ে বানাতে হয়। কিন্তু মাথা হট পাবলিক ঠুকঠুক করে না কেটে যদি মাঝ বরাবর কোপ বসিয়ে দেয় তো কি দাঁড়াবে? লাঙ্গল বানানো যাবে?

এখন একটামাত্র কলেই ভোক্তা অধিকারের লোক এসে হাজির হয়। অথচ যথাযথ জায়গায় কল না দিয়ে বিশ্ববিখ্যাত আদালত ফেজবুকে ভিডিও ছাড়লেন। কয়েক মাস আগে জেনেছিলাম, প্রচুর কল যায় ৯৯৯ নম্বরে। যার অধিকাংশই ৯৯৯ এর সাথে সম্পর্কিত না হওয়ায় Others কলে ফেলে দেয়। আর এই আদার্স কলের সংখ্যাই বেশি। ভিডিও যিনি ছেড়েছিলেন তিনিও ৯৯৯ এ কল দিয়েছিলেন। তাকে বিএসটিআই এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছিল। তবে আমার মনে হয় ভোক্তা অধিকার কিংবা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকেও জানানো যেত।

যাই-হোক, সুলতান বলতেই পারে:

১। টাকা দেইনি জন্য এমন ভিডিও ছাড়ছে
২। আমাদের কম্পিটিটর আমাদের সম্মান ক্ষুন্ন করছে।

হ্যাঁ, প্রাণের দুধের টেংরা মাছ, বাটারবনে জীবন্ত কেঁচো এগুলা যমুনা টিভির নিছক মিথ্যাচার ছিল। আর আজ কে যে সত্য কে মিথ্যা তা ওই লালন ফকিরের কথার মতোই বলতে হবে, মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা।

মন চাইল আর ভিডিও ফেজবুকে ছেড়ে দেওয়া গেল? তাহলে দেশের আইন-আদালতের কি দরকার? বিশ্ববিখ্যাত ফেজবুক আদালতে সবাই উকিল, সবাই জজ সবাই বারিস্টার। কয়েক বছর আগে ছেলেধরা সন্দেহে একজন মহিলাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। এছাড়াও গণপিটুনি দিয়ে কাউকে মেরে ফেলা আমাদের স্মার্ট বাংলাদেশে খুবই মজার বিষয়। এই পিটুনিতে কত জীবন গেছে তার হিসেব কে রাখে? তবে ছেলেধরা সন্দেহে রেনুকে যখন হত্যা করা হয়েছিল তখন স্মার্ট বাংলাদেশি হিসেবে আমরা অনেক ধিক্কার জানিয়েছিলাম।

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম হয়েছে তেমনই আরেক গণপিটুনির মাধ্যম। এলাকার কোনো রেস্টুরেন্টের খাবার ভালো লাগল না। দরে দামে ঝগড়া করে আসছেন। বাসায় এসে হাড়ের টুকরার ছবি দিয়ে ভিডিও ছাড়ুন। মুরগির পরিবর্তে কাকের মাংস খাওয়াচ্ছে ডাইনীস কিচেন। বাকিটা আমরাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে গণপিটুনির কাজটা সেড়ে দিব।

এতে কার ব্যবসা গেল, কার সংসার গেল, সেই ব্যবসার ওপর নির্ভর করে যারা চলত তাদের কী হলো এতো ভাবার সময় আমাদের নাই। ঠিক যেমন চিলে কান নিয়েছে টাইপের কারবার। এখন যদি কুকুরের মাংসের প্রমাণ মেলে, ঠিকই হয়তো কেউ কেউ এসে কমেন্ট ফলাবে যে, দেখছেন কুকুরের মাংস খাওয়াইছে? আমার কথা হলো যদি সত্যিই কুকুরের মাংসের প্রমাণ না মেলে তবে এভাবে কারো ব্যবসায় হামলা করা কি ঠিক হয়েছে? এই আচরণ আর গণপিটুনীর মাঝে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় কি?

আমাদের এক পরিচিত আত্মীয় অস্ট্রেলিয়ায় থাকেন। রেস্টুরেন্টে বসে আছেন। এক লোক, এক মহিলার হাতের ব্যাগটা নিয়ে দৌঁড় দিল। মহিলা চিৎকার-চেচামেচি কিছুই করলেন না। আমার আত্মীয় জিজ্ঞেস করায় বললেন, চোরের পিছে যদি আমিই দৌঁড়াই তো পুলিশের কাজ কী?

দেশে যারা ভেটেরিনারি মেডিসিনের উপর পড়াশোনা করেন তারা কম্পারেটিভ এনাটমি নামক একটা সাবজেক্টও পড়েন। তারাই জানেন এই সাবজেক্ট কতটা কঠিন। কারণ অসংখ্য প্রাণির হাড়, মাংস, লোমসহ নানাবিধ উপকরণ দেওয়া থাকবে। তা থেকে আলাদা আলাদা প্রাণী সনাক্ত করতে হবে। যা শুধু হাড় চিকন না কি মোটা তা দিয়ে আদৌ বোঝা সম্ভব নয়। হাড়ের কোন কোন অংশ দেখলে বোঝা যাবে সেটা বোঝাও আম-পাবলিকের দ্বারা সম্ভব নয়।

দেশ হয়তো ডিজিটাল থেকে স্মার্ট হবে। কিন্তু আমাদের মন-মস্তিষ্ক, চিন্তা-ভাবনা স্মার্ট হবে কী? গণপিটুনিকে ধিক্কার জানাই কিন্তু ভার্চুয়াল গণপিটুনিকে ধিক্কার জানাই না কেন?

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

বিষাদ সময় বলেছেন: না জেনে, না বুঝে লাইক বা শেয়ার দেয়া থেকে আমি বিরত থাকি এবং অন্যদেরও বিরত থাকতে বলি.... সচেতনতা মূলক পোস্টের জন্য ধন্যবাদ।

১২ ই মার্চ, ২০২৩ সকাল ৭:২০

সাইফুল১৩৪০৫ বলেছেন: আমারও কথা এখানেই। মসজিদে মাইক দিয়ে ঘোষণা দিয়ে কারো বাড়ি ভাঙ্গাকে ঘৃণা করি, কিন্তু ফেজবুকে পোস্ট দিয়ে কাউকে নিঃস্ব করার আগেও এক সেকেন্ডও ভাবি না।

২| ১০ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

শেরজা তপন বলেছেন: ভাল লিখেছেন।

১২ ই মার্চ, ২০২৩ সকাল ৭:২০

সাইফুল১৩৪০৫ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ১০ ই মার্চ, ২০২৩ রাত ৮:১৮

শাহ আজিজ বলেছেন: ভিকটিম ইচ্ছে করেই ফেসবুকে এটা ছড়িয়েছে । ইচ্ছে থাকলে বিষয় সংশ্লিষ্ট বিভাগকে জানিয়ে নিস্পত্তি করতে পারত ।

১২ ই মার্চ, ২০২৩ সকাল ৭:২১

সাইফুল১৩৪০৫ বলেছেন: ঠিকই বলেছেন।
মসজিদে মাইক দিয়ে ঘোষণা দিয়ে কারো বাড়ি ভাঙ্গাকে ঘৃণা করি, কিন্তু ফেজবুকে পোস্ট দিয়ে কাউকে নিঃস্ব করার আগে এক সেকেন্ডও ভাবি না।

৪| ১০ ই মার্চ, ২০২৩ রাত ৯:৫৬

জুল ভার্ন বলেছেন: আমার মনে হয়না কুকুরের মাংসের ব্যাপারটা সত্য।
তবে আংশিক সত্য ঘটনাও আছে। আশির দশকের কথা, গুলিস্তান ফুলবাড়িয়া বাস স্টান্ড সংলগ্ন হোটেল আল হায়াত নামের একটা খাবারের হোটেলে এক গ্রাহক মাংসের মধ্যে মানুষের হাতের আংগুলের কর্তিত অংশ পেয়েছিলেন। যা দেশব্যাপী আলোচিত হয়েছিল। পরে সেই হোটেলের নাম দিয়েছিলো হোটেল আম মউয়াত।

১২ ই মার্চ, ২০২৩ সকাল ৭:২১

সাইফুল১৩৪০৫ বলেছেন: মসজিদে মাইক দিয়ে ঘোষণা দিয়ে কারো বাড়ি ভাঙ্গাকে ঘৃণা করি, কিন্তু ফেজবুকে পোস্ট দিয়ে কাউকে নিঃস্ব করার আগে এক সেকেন্ডও ভাবি না।

৫| ১০ ই মার্চ, ২০২৩ রাত ১০:২৭

দারাশিকো বলেছেন: আম্রিকায় সবার হাতে বন্দুক নেয়ার অধিকার দেয়ার ফলে কি হয় দেখেছেন তো? দুদিন পর পর যারে তারে গুলি করে। এই দেশে আম-পাবলিকের হাতে ফেসবুক দিয়া হইছে সেই দশা।

১২ ই মার্চ, ২০২৩ সকাল ৭:২১

সাইফুল১৩৪০৫ বলেছেন: মসজিদে মাইক দিয়ে ঘোষণা দিয়ে কারো বাড়ি ভাঙ্গাকে ঘৃণা করি, কিন্তু ফেজবুকে পোস্ট দিয়ে কাউকে নিঃস্ব করার আগে এক সেকেন্ডও ভাবি না।

৬| ১০ ই মার্চ, ২০২৩ রাত ১০:৩৩

শায়মা বলেছেন: হা হা পোস্ট পড়ে কি যেন কমেন্ট করতে গেছিলাম কিন্তু এই কমেন্ট পড়ে হাসতে হাসতে শেষ!

৫. ১০ ই মার্চ, ২০২৩ রাত ১০:২৭০

দারাশিকো বলেছেন: আম্রিকায় সবার হাতে বন্দুক নেয়ার অধিকার দেয়ার ফলে কি হয় দেখেছেন তো? দুদিন পর পর যারে তারে গুলি করে। এই দেশে আম-পাবলিকের হাতে ফেসবুক দিয়া হইছে সেই দশা।

৭| ১১ ই মার্চ, ২০২৩ রাত ১:৪১

হাসান কালবৈশাখী বলেছেন:

কুত্তা ধরা কি সহজ কথা।
সিটি কর্পোরেশনের লোক একটা কুত্তা ধরতে গেলে রীতিমতো ভিড় জমে যায়।
কুকুর ধরতে এক্সপার্ট জনবল নিয়োগ দিতে হবে ব্যাপারটা গোপন থাকবে না। এরপর কসাইখানাতেও লোক দিতে হবে। এত কিছু গরু ছাগলের চেয়ে অনেক ব্যয়বহুল, গোপনে করা অসম্ভব।

এই রেস্টুরেন্টে ডেইলি আধা টন মাংস লাগে। কয়টা কুকুরই বা ধরতে পারবে। যারা এখনো মনে করছে কুকুরের মাংস, এদের মাথায় গোবর ছাড়া কিছু নাই।

১২ ই মার্চ, ২০২৩ সকাল ৭:২২

সাইফুল১৩৪০৫ বলেছেন: মসজিদে মাইক দিয়ে ঘোষণা দিয়ে কারো বাড়ি ভাঙ্গাকে ঘৃণা করি, কিন্তু ফেজবুকে পোস্ট দিয়ে কাউকে নিঃস্ব করার আগে এক সেকেন্ডও ভাবি না।

৮| ১১ ই মার্চ, ২০২৩ রাত ২:১৫

শায়মা বলেছেন: হা হা একদম ঠিক! কালবৈশাখী ভাই্য়া যা বলেছে ......কুত্তা ধরা কি সহজ কথা? হা হা

৯| ১১ ই মার্চ, ২০২৩ রাত ২:৫০

ঋণাত্মক শূণ্য বলেছেন: আজকে প্রথম আলোতে একই টপিকে অন্য একটি লেখা পড়লাম। ভার্চুয়াল গণধোলাই: মাইর হয়, শব্দ হয় না একারণে আপনার পোষ্ট না পড়েই মন্তব্য করছি।

আমরা জাতীগতভাবে পাগল হয়ে গেছি বহু আগে।

১০| ১১ ই মার্চ, ২০২৩ সকাল ৯:৩৮

নাহল তরকারি বলেছেন: তাহলে কাকে বিশ্বাস করবো। সবাই তো অসৎ ব্যাবসায়ী।

১২ ই মার্চ, ২০২৩ সকাল ৭:২২

সাইফুল১৩৪০৫ বলেছেন: মসজিদে মাইক দিয়ে ঘোষণা দিয়ে কারো বাড়ি ভাঙ্গাকে ঘৃণা করি, কিন্তু ফেজবুকে পোস্ট দিয়ে কাউকে নিঃস্ব করার আগে এক সেকেন্ডও ভাবি না।

১১| ১১ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:০১

শাওন আহমাদ বলেছেন: আমরা বুঝেও চিল্লাই আবার না বুঝেও চিল্লাই। এগুলোই আমাদের কাজ। এতোকিছু ভাবার আমাদের সময় কোই!

১২ ই মার্চ, ২০২৩ সকাল ৭:২৩

সাইফুল১৩৪০৫ বলেছেন: মসজিদে মাইক দিয়ে ঘোষণা দিয়ে কারো বাড়ি ভাঙ্গাকে ঘৃণা করি, কিন্তু ফেজবুকে পোস্ট দিয়ে কাউকে নিঃস্ব করার আগে এক সেকেন্ডও ভাবি না।

১২| ১১ ই মার্চ, ২০২৩ রাত ৮:২৭

সাইফুল১৩৪০৫ বলেছেন: এদেশের সবাই একেকজন জন প্রাণিবিদ, এনাটমিস্ট ও অবশ্যই কুকুর ও খাসির মাংসবিদ। তারপরও কমপ্যারেটিভ এনাটমিতে পাশ করতে পারাদের সংখ্যা কম।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.