নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে ধাই

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০০


যদিও ঈদ গেছে আজ দুই সপ্তাহ হতে চললো। কিন্তু আমার অনলাইন ক্লাসের নব্য উদ্ভুত যন্ত্রনায় আমার চিরায়ত ঈদ সংখ্যা পোস্ট খানাই দেওয়া হলো না। আমার স্কুলের কান্ড কারখানা দেখে মাঝে মাঝে আমার মনে হয় সব প্যারেন্টসদের মন জয়ের জন্য কঠোর প্রতিজ্ঞা নিয়েছে। যেখানে যা দেখে তাই তাদের এপ্লাই করতে হবে। ঐ স্কুল জ্যুমে ক্লাস নিচ্ছে। আমরাও নেবো। সেই স্কুল গুগল মিট করছে তাহলে আমরাও কম কি? আমরাও গুগল ক্লাসওয়ার্ক, গুগল হোমওয়ার্ক করবো। ঐ যে আরেক স্কুল প্রিরেকর্ডেড ভিডিও করছে আমরাও তাইলে তাই। সোজা কথা যে কোনো মূল্যেই প্যারেন্টসদের মন জয় করো। তবুও তাদের মন জয় করা মনের মত হয় না। ভয়ে আছি কবে না বলে পিপিই পরে মুখ মাস্ক লাগিয়ে সোজা প্যারেন্টসদের বাড়ি চলে যাও। হা হা হা

যাইহোক এসবের মাঝেও যতদিন বেঁচে আছি আনন্দধারা বহুক ভূবনে। সেই প্রতিজ্ঞায় ঈদের দু"একদিনের ছুটিটাকেও আনন্দমুখর করে তুলতে খানা পিনা নিয়ে সাজাতে বসিলাম। হা হা মানে এটা আমার ফুড আর্ট প্ল্যান ছিলো। চিরায়ত সেমাই দিয়ে তাই বানালাম পাখির বাসা আর নারকেল নাড়ুগুলোকে পাউডার মিল্কে গড়িয়ে বানিয়ে দিলাম পাখির বাসায় পাখির ডিম। আর পাখির ছানা বা বাবা মা যা খুশি তাই ভাবো মানে আমি কিছু একটা ভেবে নিয়েই আলুচপকেই বানিয়ে দিলাম পাখ পাখালী। আর দারুচিনির ডালে ওদের জন্য গাছের ডাল আর ধনেপাতা দিয়ে গাছের পাতা!!!! বাহ বাহ বাহ !!! নিজেই মুগ্ধ নিজের কাজে!!!!

তারপর আরও আরও হাবিজাবি খানা খাদ্যের সাজুগুজু নিয়ে ঈদকে সত্যিকারের ঈদ বানিয়ে তুললাম....

যদিও করোনাকালীন এসব ঈদগুলোতে কেউ আসে না বাড়িতে অতিথি অভ্যাগতরা। তবুও নিজে নিজেই নিজের জন্য ঘর বাড়িকেই সাজাই মনের মত যতনে, রতনে, হীরা মনি মানিক্যের রুপকথার রাজ্যে ঘুরে ফিরে......


এই সব করোনাকালীন ঈদে কোথাও যাবার নেই কিচ্ছু করার নেই। তবুও সাজি ভুষনে যতনে রতনে সযতনে নিজেই সাজি নিজেই দেখি আর তারপর ছবি তুলে তুলে স্মৃতি জমিয়ে রাখি.....(থাক সেসব ছবি আর দিলাম না)

যদিও এসব স্মৃতির কি দাম আছে, কাহার কাছে
কিছুই তো নেই জানিও আমি.......
তবুও আমি সামুর পাতায় স্মৃতির খাতায় ।
জমায় স্মৃতি, স্মৃতি জমাই...... :P

আমার জীবনের প্রতিটা সময় আমি বলতে গেলে ইউটিলাইজ করেছি। অকারণে সময় অপচয় আমার বড়ই অপছন্দের কাজ। তো এবার শুরু করে দিলাম ইনডোর প্লান্টসে ক্যাকটাসের বাবুদের যত্ন আত্তি। আর তারপর তাদের বাড়িতেও সাজুগুজু পাখ পাখালির আনাগোনা।





হাহাহাহা যাইহোক, এই করোনার দূর্বিসহ সময়গুলোতেও আনন্দে কাটুক সবার জীবন। আমার মতন, নিজে নিজে নিজেই খুশি। :P

সবাইকে বেঁচে থাকার আনন্দের শুভেচ্ছা!!! সবাই অনেক ভালো থাকো। করোনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভালো থাকো সুখে থাকো.......অনেক অনেক অনেক দিন আনন্দে বাঁচো.......

আমার সোনার হরিণ চাই......

আমাদের সোনার হরিণ চাই ই চাই .......

মন্তব্য ১৫৪ টি রেটিং +১৮/-০

মন্তব্য (১৫৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


আপনি কি প্রাইভেট স্কুলের সাথে জড়িত?

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১২

শায়মা বলেছেন: হ্যাঁ প্যারেন্টসদের জন্য মন প্রাণ সঁপে দেওয়া একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভাইয়া।

মানে ক্রিয়েটিভিটি দেখাতে গিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছিলাম। এখন তাই -
লিটিল মিস মাফেট স্যাট অন আ টাফেট
ইটিং হার কার্ডস ....... শেখাতে গিয়ে নিজেই প্রায় রেড রাইডিং হুড সেজে এক বাটি দই বানিয়ে বাচ্চাদের কাছে এক্কেবারে হাতে নাতে শিক্ষা না হোক চোখে মুখে শিক্ষা হলো.....

২| ১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: সত্যিই আমাদের সোনার হরিণ চাই...
দই না খেলে কি অনলাইনে ক্লাস করতে নেই?

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৪

শায়মা বলেছেন: হা হা হা হা না ভাইয়ু!!!!!!!!! মানে বাচচুগুলোকে হ্যান্ডস অন একটিভিটি না শিখানো যাক, হাতে কলমে শিক্ষা না দেওয়া হোক। চোখে আর মুখে শিক্ষা দিতে হইলোক। একে বলে চোখের ভেতর দিয়া মরমে পশিলোগো.....

৩| ১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:



খাবারের ছবিগুলো ছিমছাম, সুন্দর

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৭

শায়মা বলেছেন: ভাইয়া আমি তো আজীবন সৌন্দর্য্যবিলাসী মানুষ জানোনা?? যদিও হেটার্সরা বলে ঢঙ দেখা বাঁচিনা । তাতে অবশ্য নো প্রবলেমো!! আমি নিজেই নিজের ঢঙ দেখে বাঁচিনা। কিন্তু কি করবো বলো?? সুন্দর সুন্দর কিছু না করলে না দেখলে না শুনলে আমি তো মরেই যাই ভাইয়ামনি!!! :P





হা হা হা হা হা আমি দেখতেই পাচ্ছি তুমি এখন মনিটরের সামনে বিড় বিড় করছো। শুরু হলো ঢঙ!! সাধে কি তোরে মানুষ বলে ...... :P

৪| ১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


টোকাই ও চাকরানীর দেশে "প্রাইভেট স্কুল, কলেজ, ইউনিভার্সিট থাকাটা অন্যায়"; সরকার ও মানুষ তা বুঝতেছে না।

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৪২

শায়মা বলেছেন: ঐ ভাইয়া আমাদের দেশে কি শুধুই টোকাই চাকরানী!!!!!!!! তুমিও দেখছি আরেক হেটার!!!!


আমাদের দেশটা স্বপ্নপূরী!!!!!!!!!!!!


পজিটিভ হও!!! নেগেটিভ হলে জীবনেও কিচ্ছু হবেনা!!!!!!!!

আজ থেকে রোজ সকালে একটা কবিতা পড়বে....

সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সারাদিন আমি যেন ভালো কথা বলি....ওকে ভাইয়ামনি!!!!!!!!!! :)

৫| ১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: আলু সেমাই দিয়ে খাবারের দৃশ্যটি নিঃসন্দেহে অভিনব। আপনার ক্যাকটাসের কালেকশনটাও সুন্দর। গুণী মানুষ আপনি।
শুভেচ্ছা নিয়েন আপু।

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৪

শায়মা বলেছেন: অনেক অনেক অনেক ভালোবাসা ভাইয়া!!!!!!!!!!!!!

আমার চারিদিকে সাজানো গুছানো নিয়ে যখন কেউ মুগ্ধ হয় তখন আমার সবচাইতে খুশি লাগে আর আমি সব সময় আমার চারিদিক

সাজিয়ে গুছিয়ে রাখতে দারুণ ভালোবাসি!!!!!!!! :)

৬| ১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩১

অন্তরা রহমান বলেছেন: উফ। রান্নার ছবিগুলোর তুলনা নেই। ক্যাকটাসগুলোও দারুণ। তবে সবচাইতে সুন্দর আপনার বাসার অন্যান্য ডেকোরেশনগুলো। অসাধারণ। আপনার ছবি দেখে ভালো লাগছে। আমার ছেলের স্কুলের রাইমস টিচারও এভাবেই পড়ান, এবং সব স্টুডেন্টের ফেভারিট। দারুন পোস্ট।

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৬

শায়মা বলেছেন: এই যে অন্তরা আপুনিমনি!!!!!!!!!!! এখন এইভাবেই পড়ায় কিন্তু চাঁদগাজী পাঁজী ভাইয়া কি বলে দেখো। :(


যাইহোক তোমাকে অনেক অনেক ভালোবাসা ! আর তোমার পুচ্চিবাবুটাকেও!!!!!!


দাঁড়াও তোমার জন্য আমার বাসার একটা ছবি আনি!!!!!!!! শুনো আমি এখন বাগান বিলাসে আছি। বারান্দার বাগানে পাখি, জীব জন্তুদেরকে ধরে ধরে বসিয়ে দিচ্ছি গাছপালাদের সাথে সাথে!!!!! :)

৭| ১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৬

অন্তরা রহমান বলেছেন: থ্যাঙ্কিউ আপু। প্লিজ দেবেন, অপেক্ষায় থাকলাম। আপনার ক্যাকটাসগুলো দেখেই সেটা বুঝা যাচ্ছিল। পাখিগুলো কোথা থেকে কিনেছেন, অনেক কিউট। আমি তো বাইরে যাইনা মাস ছয় হতে চলল। কত কিছু কেনা দরকার!

১৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

শায়মা বলেছেন: আপুনি পোস্ট দিতে না দিতেই জ্যুম মিটিং ডেকে ফেললো!! আচ্ছা আমি একটু সময় করে তোমাকে আরও আরও ছবি দেবো আপুনি!!! :)
পাখিগুলো সব তো দেখাই যাচ্ছে না। সবগুলো পাখিই ধরে আনবো এইবার তোমার জন্য। অনলাইনে কিনেছি আর আগেও ছিলো। মানে করোনার আগে থেকেই। :)

আমিও বাইরে তেমন যাইনা। যাবো কেমন??

সারাদিন তো শুধু লেসন প্ল্যানই বানাই আর দই মার্কা রিসোরসেসও!!! :)

১৮ ই আগস্ট, ২০২০ রাত ১১:১২

শায়মা বলেছেন:

১৮ ই আগস্ট, ২০২০ রাত ১১:১৪

শায়মা বলেছেন:

আপুনি অনেকগুলা ছবি দিলাম!!!

৮| ১৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি আছি সুখে হাস্য মুখে দুঃখ আমার নাই
আমি আপন মনে মাঠে বনে উথাও হয়ে ধাই।

১৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

শায়মা বলেছেন: ঠিকই তো ভাইয়ামনি!!!

আমি ভয় করোনা ভয় করবোনা
দুবেলা মরার আগেই করোনার ভয়ে মরবো না!!!!!!! :P

৯| ১৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২০

ঢুকিচেপা বলেছেন: শুরুতেই খাওয়া দিলে তো খেয়েই ঘুম, পড়বো কখন ?
যাইহোক কষ্ট করে চোখের পাতা মেলে ধরে দেখে গেলাম।

সবকিছু চমৎকার, মার্জিত এবং রুচিশীল।

১৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

শায়মা বলেছেন: আরে কি বলো আপুনি!!

সেমাই দিয়ে পাখির বাসা আর নারকেল দিয়ে পাখির ডিম আর আলু কিমা দিয়ে পাখির ছানা। এত কষ্ট করে বানানো জিনিষগুলো খাবে কেমনে সেই দুঃখে আর চিন্তায় আসলে ঘুমই উবে যাবে। কখনও ঘুম আসবেই না!!!!!! :P

১০| ১৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঈদ মোবারক, আপুনি!

১৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়ু!!!!!!!! কেমন আছো কোথায় আছো? ভালো আছো??? :)

১১| ১৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১১

শেরজা তপন বলেছেন: ওরে বাপরে কত কিছু করেছেন!!! আমিতো দেখেই কাহিল :)
মজা পেলাম ' নিজের কাজে নিজেই মুগ্ধ হয়েছেন' জেনে!


হ্যা সামু যতদিন আছে আপনার এই শিল্পের পদচিহ্ন বইয়ে বেড়াবে ততদিন।

ভাল থাকুন

১৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

শায়মা বলেছেন: হা হা হ্যাঁ ভাইয়া নিজে নিজেই মুগ্ধ হতে আমার জুড়ি নেই!


কেমন আছো ভাইয়ামনি!!

ইদানিং তোমাকে আবারও সামুতে দেখে অনেক ভালো লাগছে!!! :)

১২| ১৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, "পজিটিভ হও!!! নেগেটিভ হলে জীবনেও কিচ্ছু হবেনা!!!!!!!! আজ থেকে রোজ সকালে একটা কবিতা পড়বে.... "
-কবিতা পড়ার ব্যাপারে ব্লগারদের মাঝে আমি হয়তো ১ম স্হান পেতে পারি; আমি প্রায় প্রতিদিন ৫০০ লাইনের মতো কবিতা পড়ি।

১৬ ই আগস্ট, ২০২০ রাত ৮:০১

শায়মা বলেছেন: আহা

তাইলে এইখানে ৫ লাইন কাব্য লেখো আজকে যাহা পড়েছো ভাইয়া!!!!!!!

তবে হ্যাঁ প্রেমকাব্য লিখিতে হইবেক। মানে তুমি লিখেও ফেলতে পারো ...... :)


না পারলে ঝান্ডা নিয়ে ডান্ডা দিয়ে বান্ডা মানে বাড়ি মেরে কারার ঐ সামুর কপাট ভেঙ্গে ফেল সরাও ব্যানার ঈদ মুবারাক আর কত রে????

এমন কিছুও লিখে দিতে পারো ভাইয়ামনি!!! :)

১৩| ১৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

ঘরহীন বলেছেন: মেসে থাকা ব্যাচেলরদের এরকম পোস্ট পড়তে বাধ্য করাটা খুব খারাপ কাজ!

১৬ ই আগস্ট, ২০২০ রাত ৮:০২

শায়মা বলেছেন: ঘরহীন!!!

মেসে বুঝি ঘর থাকে না!!!!!
কি বলো ভাইয়ু!!!!

মেসের ঘরটাই সাজিয়ে গুছিয়ে কাল ছবি দিয়ে যাবে। :)

১৪| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ৮:০৪

ঘরহীন বলেছেন: মাফ চাই। বেসিনের নীচ থেকে গত সপ্তাহের ডালের ডেকচি থেকে সুগন্ধ ছড়াচ্ছে, সেটা না ধুয়েই পাশে দাঁড়িয়ে ভাত-ডিমভাজি করলাম দুপুরে। রুম গুছানো - সেটা আবার কি?!?

১৬ ই আগস্ট, ২০২০ রাত ৮:১২

শায়মা বলেছেন: ওকে রুম গুছানো কাকে বলে বলছি.......

১। প্রথমে ডালের ডেকচি উপরে উঠাও। ট্রিকস দিয়ে চুবাও। যাও সেটা করে আসো আগে।

তারপর ১০ মিনিটস পরে গিয়ে পানি দিয়ে ধুকে ফেললেই হয়ে যাবে। দেখো কত্ত সোজা!! :)

তারপর ভাত ডিমভাজির হাড়ি কড়াই ফ্রাইপ্যনও একই পদ্ধতিতে ধুয়ে ফেলো। সেসব যথাস্থানে মুছে তুলে রাখো। তারপর চুলাটা সাফ করো। নিশ্চয় ঝামা লাগবে। ঝামা না পেলে গায়ের জোরে উঠাও যত তেল কালী ময়লা। তারপর সেই সব ধুয়ে শুকাতে দাও। কিচেনের ফ্লোর ঝাঁড়ু দাও। তারপর কাপড়ে বালতিতে পানি তে ভিজিয়ে মুছে ফেলো। তারপর একটা ছবি তুলে দেখাও এমনটা হয়েছে নাকি?


না হলে আবার যাও। পূর্নদ্যমে লাগো। ভাইয়ামনি সোনার খনি নো আলসামী। যাও যাও ...... :)

১৫| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ৮:২৩

মনিরা সুলতানা বলেছেন: ও আল্লা!!! কত সুন্দর সুন্দর গাছ !
তুমি ই সুন্দর :)

১৬ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩৫

শায়মা বলেছেন: হা হা আপুনি!!

সুন্দর নিয়ে বেঁচে থাকতে চাচ্ছি। কবে মরে যাই। ভুই পাই তাই ভুই তাড়াই!!! :)

১৬| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার এ ধরনের পোস্ট ছাড়া যেন সামুর ঈদ ব্লগটা পূর্ণতা পায় না। +++++

১৬ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪০

শায়মা বলেছেন: সেই তো সেই আনন্দ ধারা বহিছে ভূবনে পোস্টটা দিতেই এত দেরী হয়ে গেলো ভাইয়ামনি!!! :(

১৭| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩০

নেওয়াজ আলি বলেছেন: ছবিগুলো সুন্দর ও আকর্ষণীয় খাবারের ছবি। শুভ কামনা

১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!!! :)

১৮| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩১

আকন বিডি বলেছেন: খাবারগুলো না খেয়ে মন্তব্য করা যাবে না। B-))
আর ক্যাকটাস গুলা ধরে দেখে বলতে হবে সুন্দর না প্লাস্টিক। ;)

১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪৭

শায়মা বলেছেন: ওকে ওকে আমার বাসায় চলে আতো!!! তোমার দাওয়াৎ ভাইয়ামনি!!! :)

১৯| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫০

লরুজন বলেছেন:
ঈদ মোবারক
এই পোস্ট টা দিতে এত দেড়ি হল !!!
তুমার পোস্ট ছাড়া সামু ব্লগে ঈদ হয় ???

শায়মা’র পোস্ট ছাড়া ব্লগ থেমে যাবে
শায়মা’র পোস্ট ছাড়া আমাগো লেখা থাইমা যাবে
শায়মা’র পোস্ট ছাড়া ব্লগের আনন্দ থেমে যাবে
শায়মা’র পোস্ট ছাড়া আমাগো ডলার পাউন্ড পানশা হয়ে যাবে

১৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৪

শায়মা বলেছেন: যাক এটলিস্ট তোমার শয়তানী থামাতে পারছি!!! :)

ভালোবাসার জোর দেখছো??

গরুভাইয়াও সিধা হয়ে গেছে!!!

২০| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫৩

আকন বিডি বলেছেন: এখনতো ব্যস্ত অন্য কোন সময়। :#)

১৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৫

শায়মা বলেছেন: তখন তো সেমাই নত্ত হয়ে যাবে ভাইয়ামনি!!!

এমনিতেই ২ সপ্তাহ ফ্রিজে রাখা আছে আমার সেমাই পাখির বাসা!!! :)

২১| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এমন শিক্ষকের কাছেই নাতি নাতনিদের পড়তে দিতে হবে।

১৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৬

শায়মা বলেছেন: হা হা হা দাও দাও।

অনেক বাচ্চা আছে তারা স্কুল থেকে বাসায় যেতেই চায় না জানো!!!


কি জ্বালা বুঝো!!!!! হা হা হা

২২| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: মাথা নষ্ট পোষ্ট।

এদিকে পরীও অনলাইনে খুব ক্লাশ করছে। ল্যাপটপের দিকে তাকিয়ে কি কি যেন বলে। হাসে।

১৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫০

শায়মা বলেছেন: হা হা ভাইয়া। পরীর জন্য ভালোবাসা।

২৩| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩৬

লরুজন বলেছেন:

তুমি যে কিতা কও ???,,,,
কয়লা ধুইলে ,,,, !!! ,,, কমু
হা হা হা কইতাম না,,, কইতাম না,,,


১৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫৫

শায়মা বলেছেন: কয়লা ধুইলে ময়লা যায় না।

গরু ধুইলে তো যায়...... গরুভাইয়া ....... :)

২৪| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:২৭

লরুজন বলেছেন:

আমি কি দুষ কইচ্চি,,, !!!,,,
আমারে ধুইবা কিল্লাই

ছুন্দর ছুন্দর গান দিতাছি
তুমি আমারে একটা থ্যাংকু দিলায় নাহ




১৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:৩০

শায়মা বলেছেন: ছুন্দর ছুন্দর গান দাও ভালা কথা কিন্তু আমার থেকে ছুন্দর মেয়েদের গানা দেওয়া যাইবেক না!!! :P

২৫| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: তোমহারে লিয়ে নেট অন করনাই পরেগা হ্যহ

একলা খাও পেটে ব্যথা হবে নে ছিহ

ইতা খাওন খাই না মোটা হই যাইয়াম

ক্যাকটাসের বাগান আমিও ইনশা আল্লাহ করমু, তাসীনের বাপে বাড়ী বানাইয়া লউক ইনশা আল্লাহ, এত রাইতে ব্লগে আইছি তোমাহেরে লিয়ে এলা খানা দাও

১৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪২

শায়মা বলেছেন: হা হা হা হা হায় হায় আপুনি!!!!!! হঠাৎ লিহে মিয়ে খিয়ে ভূত চাপলো কেনো মাথাইয়ে!!!!! হা হা হা

মোটার কথা আর বলো না। ৭ কেজি বেড়েছে এই লকডাউনে।

নো নাচা নো গানা কেমনে মটু কমে বলো !!!


না খেয়ে থাকলেও কমবে না তো!!!!!!!!




এই নাও পাখির বাসা খাও!!!!!!!!!

২৬| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫৮

জোবাইর বলেছেন: খানাপিনা, সাজুগুজু, রং, ঢং এক পোস্টে এতকিছু দেখে মন্তব্য করতে লগইন করলাম। 'আপনি জীবনের প্রতিটি সময়কে কাজে লাগান' - এটা খুবই একটি ভালো অভ্যাস। যারা জীবনের প্রতিটি মুহুর্তকে কাজে লাগিয়েছে মৃত্যুর পূর্বে এদেরকে জীবনের জন্য আফসোস করতে হয় না।

আপনার খাদ্যের শৈল্পিক পরিবেশন খুবই সুন্দর হয়েছে। ভি আই পি অতিথিদেরকে আপ্যায়ন করার সময় আমিও চেষ্টা করি পরিবেশনে একটু চমক দিতে। আমার রান্নার বিদেশি গুরু বলতেন, খাদ্য পরিবেশনটা একটা আর্ট। মানুষ প্রথমে টেবিলে সাজানো খাবার দেখে (দর্শনা)। তাই সাজানো খাবার দেখে অতিথির চোখ জুড়াতে হবে। এরপর হচ্ছে স্বাদ (রসনা), মুখে দেওয়ার সাথে সাথে মজা লাগতে হবে। তারপর হচ্ছে খাওয়ার পর্যাপ্ত পরিমাণ (ভোজনা)। অতিথি যেন পরিমাণ দেখে নির্দিধায় ভুঁড়িভোজ করতে পারে।

পোস্টে আপনার পরিবেশিত খাদ্যের জন্য আমার দেওয়া রেটিং: ৫ এর মধ্যে সাড়ে ৪।
দর্শনা - ৫!
রসনা - ৪ (ভার্চুয়্যাল জগতে খেয়ে স্বাদ নেওয়ার সুযোগ নেই :), তারপরেও আপনার মতো বহু গুণে গুণান্বিত মানুষের রান্না খুবই স্বাদ হবে নির্ধিদায় বলা যায়।)
ভোজনা - ৪.৫ (পরিমাণে একটু কম! করোনাকালে অতিথিও কম, সেদিক দিয়ে ঠিক।)
Total: 4.5/5


আমাদের প্রিয় কবি রবি ঠাকুর নাকি কিছুদিন পরপর ঘরের আসবাবপত্র নতুন করে সাজাতেন। আপনি রবি ঠাকুরের ভক্ত হিসাবে সেটি ভালোই রপ্ত করেছেন। ঘরের সাজুগুজুতে পিঙ্ক কালারের প্রাধান্য একটু বেশি। এতে ঘরের রংয়ের সাথে মনের রঙও ফুটে উঠেছে।
যা-ই হোক, এসব কাজের জন্য একজন মানুষের প্রয়োজন সৌন্দর্য্য পিপাসা, সুন্দর রুচি এবং সময় নিয়ে পরিশ্রম করার একাগ্রতা। এ ধরনের মানুষ দিনদিন কমে যাচ্ছে। সবাই এখন ফাস্টফুড ও প্লাস্টিকের সংসার নিয়ে দৌড়ের ওপর দিন কাটাচ্ছে।

১৭ ই আগস্ট, ২০২০ রাত ১২:০৪

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া তুমি এক্কেবারেই একজন গবেষক!!! সারে চার হোক আর পাঁচ হোক তুমিও রান্না করো আর একজন এক্সপার্ট কুক মনে হচ্ছে। আসলে ভাইয়া খানা পিনা ঘরবাড়ি সব কিছুই সাজুগুজু করিয়ে দেই বটে। তবে এটা আমার নতুন গবেষনা। ফুড আর্ট!
তোমার রান্নার বিদেশী গুরুও ছিলো!! আমারও ছিলো কিন্তু! কিন্তু তারা রীতা মুজিব আর দীপা আমিন।তারা এখন আর রান্না শিখাুয় কিনা জানিনা আমি। তারাও খুব খুব সৌন্দর্য্য বিলাসী সুন্দর মানুষ ছিলেন।

আমার ঘরের পিংক সাজুগুজটা আসলে বেড রুমের বেড সাইড টেবিলের। আমি ড্রইং ডাইনিং এবারে সোনালী রূপালী মিলিয়ে সাজিয়েছি ভাইয়ামনি! হাহাহাহা বাচ্চাদের মতন আমার লাল নীল হলুদ সবুজ সোনালী রূপালী পছন্দ!!!

ফাস্টফুড এর প্রকোপ মনে হয় অনেকেরই কমেছে করোনার প্রকোপে! অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি!

২৭| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ১২:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সায়মা আপু সুন্দর আর মুখরোক খাবারের
ছবি দিয়ে জিভে জল আনার জন্য তুমি অপরাধী !!

১৭ ই আগস্ট, ২০২০ রাত ১২:২১

শায়মা বলেছেন: হায় হায় তুমিও অপরাধী গান শোনাবে নাকি!!!!!!!!

ভাইয়ামনি সোনার খনি!!!!!!!!

অনেক অনেক ভালোবাসা!!!!!!!

২৮| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ১:৪২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ঘুরে ফিরে দেখি তুমার পোস্ট নেই!
এবারের করোনা কালের পানষে ঈদে কিছুদিন পরেও হলেও ঈদের আনন্দেন বাতাস বয়ে গেল।

১৭ ই আগস্ট, ২০২০ রাত ২:০৫

শায়মা বলেছেন: ভাইয়ামনি অনেক অনেক ভালোবাসা। অনেক ভালো থেকো!!

অনেক ঝামেলায় আছি এই করোনার মাঝেও অনলাইন ক্লাসের ঝামেলা নিয়ে! :(

২৯| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ২:৩৫

ঘরহীন বলেছেন: আমি ঘরহীন এর অস্থায়ী ঘরের বাসিন্দা, উদ্বাস্তু। আপনার কমেন্ট পড়ে অতি উৎসাহের সাথে ডালের ডেকচি বের করে ধোয়ার সময় গন্ধ নাকে যাওয়ায় ঘরহীন এই মুহূর্তে অজ্ঞান। দোয়া রাখবেন। :| :| :|

১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:০৭

শায়মা বলেছেন: হায় হায় !! জ্ঞান কি ফিরেছে এখন!!

ফিরলে আবার কাজে লাগো ভাইয়া!!

আবার ঘর বাড়ি পরিষ্কার করো শিঘ্রী!!!

অজ্ঞান হতে হতে এক সময় সহ্য হয়ে যাবে। নো প্রবলেম! তবুও কষ্ট করে সহ্য করো ভাইয়া!!! তারপর কত্ত সুন্দর ঘর হবে তোমার!!! :)

৩০| ১৭ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইল সর্বঘটন ঘটন পটিয়সির জন্য :)
অনেক অনেক সূখি হও,

১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:০৮

শায়মা বলেছেন: সর্বঘটন ঘটন পটিয়সি !!!!!!!!!!!!!!

এইটা ভালো নাম দিসো!!!!!!!!!

থ্যাংক ইউ সো মাচ!!!!!!!!! :)

৩১| ১৭ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপু, নির্বাচিত পাতা নিয়ে একটু সমস্যা হচ্ছে, তাই আপাতত এই পোস্টটি সিলেক্ট হচ্ছে না। সমস্যাটি সমাধান হওয়া মাত্রই এটা নির্বাচিত পাতায় যাবে এবং এই সময়ের ভালো পোস্টগুলো নিয়ে একটা আলাদা পোস্ট আসবে।

১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৩

শায়মা বলেছেন: এই পোস্টটা যাচ্ছে না কেনো!!! এটা আবার কোন সমস্যা ভাইয়া!!!!!!!! হায় হায় কখন এই সমস্যার সমাধান হবে!!!! তখন তো আমার পোস্ট নির্বাচিত পাতারও অনেক দূরের পাতায় চলে যাবে!!! :( :( :(

হবে না!!!!!!! :( :( :(

এই সময়ের ভালো পোস্টগুলো নিয়ে একটা আলাদা পোস্ট আসবে। এটা কি আবার নতুন কোনো বিভাগ নাকি!!!

কবে থেকে হবে???

৩২| ১৭ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৪০

জুন বলেছেন: বরাবরের মতই অসাধারন শায়মা :)
+
এই ক্যক্টাসগুলো দেখো

১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৪

শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!! ফলওয়ালী নৌকাওয়ালা পুতুলের সাথে সাথে এইটাও আমার জনমদিনের গিফ্টু পাওনা রইলো!!!! :)

৩৩| ১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:২১

ঘরহীন বলেছেন: কি ভয়ঙ্কর সব কথা-বার্তা। তবে এভাবে বললে মানাও করা যায় না। বেশ কিছু গুছানো হয়েছে, ব্যাচেলরদের পক্ষে যতটুকু সম্ভব আর কি! তবে ছবি চাবেন না প্লিজ, এই কানে ধরছি। :((

১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:১১

শায়মা বলেছেন: হা হা থাক থাক কানে ধরতে হবে না!!!!!!!!! ভাইয়ামনি! হাসতে হাসতে শেষ আমি! :P


আর জীবনেও চাল ডাল তরকারীর হাড়ি না ধুয়ে বেসিনের নীচে রাখবেনা। রাখতে গেলেই মনে রাখবে ডাইনী বুড়ি ধরলো একটা ! :P

৩৪| ১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৫

কল্পদ্রুম বলেছেন: সবগুলো ছবিই সুন্দর।নাড়ুর ডিম আর সেমাইয়ের তৈরি পাখির বাসা বেশি ভালো লেগেছে।

১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৯

শায়মা বলেছেন: হা হা থ্যাংক ইউ ভাইয়া! সেটাই এই ঈদের ফুড আর্ট ছিলো! :)

৩৫| ১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০৩

তারেক ফাহিম বলেছেন: পরিপাটি আপু..................।

ভাবলাম এবার ঈদটা সামু ব্লগে ফাইনসে হয়েই থাকবে B-)
দেরিতে হলেও পেলাম।

পোস্টে ১০ নাম্বারের ভালো লাগা।

১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ সো মাচ!!! ভাইয়ামনি ৬টা থেকে ক্লাস! শান্তি অশান্তি করে দিলো জীবনে!!! :(

৩৬| ১৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৬

ডঃ এম এ আলী বলেছেন:



এ ব্লগের সাজুগুজু ব্লগারের এ এক অসাধারণ গৃহাভ্যন্তরীন সৌনদর্যচর্চা । ঘরের ভিতরের তৈজসপত্রকে মনের মাধুরী মিশিয়ে তুলে ধরেছো অনবদ্য এক ছন্দোবন্ধনে। ব্লগের সৌন্দর্যোৎপাদনবিদের এই সাজুগুজু ছবিগুলি ব্লগের জন্য মূল্যবান অবদান হয়ে থাকবে এবং গৃহবন্দিজীবনের এই দুঃসময়ে এক অপরূপ নান্দনিকিয়তা দিয়ে আমাদের ভালোবাসা কুড়াবে দীর্ঘদিন ধরে। এমন মনোহর ছবি দেখে মুগ্ধ হওয়া ছাড়া উপায় থাকে না।ছবিগুলি উপস্থাপনার ঢঙটি নিজস্ব হলেও এর গভীরে প্রবেশ করে একটি প্রাণবন্ত আলোচনা জমিয়ে তোলার চেষ্টাও কিন্তু কম না , পোষ্টটির উপর পাঠকের সুন্দর সুন্দর মন্তব্যগুলি থেকেও তা ষ্পষ্ট ।

পোষ্টটি প্রিয়তে গেল ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

১৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৮

শায়মা বলেছেন: হা হা ভাইয়ামনি!!! অনেক অনেক থ্যাংকস আর ভালোবাসা!!!
আমার ক্যাকটাসগুলো দেখলে মাঝে মাঝে তোমার দেওয়া ক্যাকটাসের ছবিগুলির কথা মনে পড়ে।

৩৭| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:১৯

আমি সাজিদ বলেছেন: আমার গ্রামোফোন আর আলাদিনটা চাইই চাই।

১৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৯

শায়মা বলেছেন: ওকে পাঠিয়ে দেবো!! এড্রেস দিয়ে দিও!! :)

৩৮| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:২২

মুক্তা নীল বলেছেন:
সায়মা আপু ,
জাস্ট গর্জিয়াস ....
এত সুন্দর রুচিশীল ডেকোরেশন এবং সবকিছুই ।
আপনাকে অনেক ধন্যবাদ আন্তরিক ভালোবাসা।

১৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪০

শায়মা বলেছেন: তোমাকেও অনেক অনেক ভালোবাসা আপুনি! :)

৩৯| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪৩

করুণাধারা বলেছেন: জন্মদিনে অনেক শুভকামনা! ভেবেছিলাম একটা সোনার হরিণ উপহার দেব, কিন্তু কোথাও খুঁজে পেলাম না... তবে ভরসা রেখ, সোনার হরিণ তুমি নিশ্চয়ই খুঁজে পাবে।

অনেক দিন পর একটা মন ভালো করে দেয়া পোস্ট দিয়েছ! খুব ভালো লাগলো।

আমি যেই দিকেতে চাই, দেখে অবাক বনে যাই! কী পাখির বাসা, খানাদানা, ঘর সাজানো, ক্যাকটাস!(টেরেরিয়ামের সখ বোধহয় মিটে গেছে!!) সবকিছু দেখে মুগ্ধ! তবে সবচেয়ে ভালো লাগলো লিটিল মিস মাফেটকে দেখে- এমন মজা করে পড়ালে কোন ছাত্র ক্লাস থেকে যেতে চাইবে? আমারই ইচ্ছা করছে তোমার ছাত্র হয়ে যেতে...

পোস্টের জন্য ধন্যবাদ, জন্মদিনের শুভেচ্ছা আরেকবার। :)

১৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫৫

শায়মা বলেছেন: এত ভালোবাসো কেনো আপুনি!!!!!!!!

একজন বলেছিলো সামু ব্লগের আপুনিরা নাকি আমাকে কয় জন ভালোবাসে হাতে গোনা যাবে হাহাহাহাহহাহাা

আমি বিশ্বাস করিনা!!!!!!

তবে তুমি তাদের এক নাম্বারে। যদিও আমার উপর রাগ করো জানি মাঝে মাঝে! কিন্তু আমি রাগ ভাঙ্গিয়ে দেই। :)

আপু নিজেই পড়াতে গিয়ে ছোট্টবেলায় ফিরে যাইতো!!

তবে ইদানিং অনলাইনে ক্লাস হচ্ছে তাই একটু ঝামেলা। মানে বাবা মায়েরা দাদা দাদী নানা নানী সহ তাকিয়ে থাকে। তখন তো চোখ বুজে মিস মাফেট হতে হয়!!!

৪০| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩০

মোঃমোজাম হক বলেছেন: তোমার এইসব ভার্চুয়াল খাবার দেখতে দেখতে বুড়া হয়ে গিয়েছি। এখনতো কভিডকালের দোহাই চলবে :)
তবে সবকিছুতেই সৌন্দর্য আছে। খাবার , গাছগাছালি তুমি নিজে।
সব মিলিয়ে সামুর পার্ফেক্ট পরী

১৭ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩২

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া এখন আর পরী নামে কেউ ডাকেনা!!!!!!! সবাই পিচ্চুপাচ্চু !!! পরী খালাম্মা হয়ে গেছি !!!!! :P

৪১| ১৮ ই আগস্ট, ২০২০ ভোর ৪:৫৬

কবিতা ক্থ্য বলেছেন: শায়মা আপু কে শুভেচ্ছা।
ভালো থাকবেন, আর নতুন নতুন খাবারের ছবি দিয়া আমাদের জিভে জল আনবেন এই আশা করি।

১৮ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৩০

শায়মা বলেছেন: হা হা ওকে ওকে আরও আরও খানা পিনা নান্না বান্না করি!! তারপর আবারও আনবো!!!!!!!!

অনেক অনেক ভালোবাসা কবিতা আপুনি!!!!!!!!!!

৪২| ১৮ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৫৭

পদ্মপুকুর বলেছেন: আপনাকে জন্মদিনের শুভেচ্ছা (ব্লগার ঠাকুরমাহমুদ এর বরাতে)।

এই করোনার মধ্যেতো এক্কেবারে ধুন্ধুমার অবস্থা করে ফেলেছেন দেখছি! এই গৃহসজ্জা কি আপনার নিজের গৃহের? তাহলে বলতেই হবে অসাধারণ। ক্যাকটাসগুলোও সুন্দর। বেশ যত্নে থাকে বোঝা যাচ্ছে। আমার ব্যালকনিতে কিছু গাছ এনে লাগিয়েছিলাম, এক এক করে সব গেছে, এখন শুধু একটা গোল্ডেনবল টিকে আছে। চরম অযত্ন আর অবহেলার পরও ধনুর্ভঙ্গ পণ করে সে রয়ে গেছে খুব সামান্য একটু যায়গা নিয়ে... এজন্যই থেকে ডাইনোসর যুগের প্রতিনিধিত্ব করছে। শরৎ বাবু কি আর সাধে বলেছিলেন যে অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া রহিয়াছে

১৮ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৪০

শায়মা বলেছেন: হা হা ভাইয়া তোমাকে আজকাল দেখলেই আমার ঐ পোস্টের কথা মনে পড়ে। বুঝেছো তো কোন পোস্ট!!! হা হা একটা কথা বলি আগে তোমাকে ভাবতাম একটা আপু। মানে পদ্ম নামটা দেখে আর কি। যাইহোক পরে তো বুঝলাম মাথায় আর মগজে শিবরাম চক্রবর্তীর বড় ভাই তুমি!

যাইহোক এই গৃহসজ্জা আমারই। তবে ইহা আমার নতুন গৃহ। গতবছরের ডিসেম্বরে এই গৃহে পদার্পন করেছি! শুধু গৃহ না সব কিছুই সজ্জা আমার মহা আনন্দের এক কাজ! মরার পরে স্বর্গে যাবো কিনা জানিনা তবে বেঁচে থাকতে নিজের চারপাশে স্বর্গ বানাবার চেষ্টা আর কি। আমার গৃহসাজের প্রশংসা করার জন্য অনেক অনেক ভালোবাসা।

আর আমার বাগান আমি নিজে খুব একটা দেখাশোনা করিনি আগে। সেটা অন্য মানুষেরাাই করত। কিন্তু এই ক্যাকটাসগুলি সুদূর বরিশাল থেকে একজন পাঠিয়েছিলো উপহার হিসাবে। একদম পিচ্চি পাচ্চি ২০টা ক্যাকটাসের বাবুদেরকে। এইগুলা আমি নিজ হস্তে তাই সেবা করিতে লইয়াছিলাম! হা হা

কি যে মজা লাগে এদের দিনে দিনে বড় হয়ে ওঠা দেখতে। তোমার গোল্ডেনবলের মত আমর এলোভেরা। এই শয়তাংুলোর বংশ বৃদ্ধির জ্বালায় বাঁচিনা। সারা ছাদ জুড়ে পাখনা মেলে বসেছে। এমন রাগ লাগে। ওদের এত নাতিপুতি দিয়ে করবো কি??


যাইহোক অনেক ভালো থেকো ভাইয়ামনি! আসলেই আমি করোনায় অনেক ঝামেলায় আছি। লাইফস্টাইল বদলেছে সাথে আমার করোনাকালীন অনলাইন ক্লাসের যন্ত্রনায় মরো মরো অবস্থা। অনেকেই বলে করো কেনো এই জব। কিন্তু আমি তো আমার জবটাকেও ভালোবাসি।

কাল আমার জন্মদিন ছিলো। কিছুদিন আগে টিভিতে দেখছিলাম এক অনলাইনে ক্লাসের বাচ্চারা তার মিসকে হ্যাপী বার্থডে জানাচ্ছে। সেটাই যে আমার জীবনেরও ঘটে যাবে এটাই জানার বাকী ছিলো কাল। সাথে বাবা মায়েদের সহযোগীতা। সবার কাছে এই ভালোবাসা কৃতজ্ঞতার মায়াজাল ছেড়ে কেমনে চলে যাই বলো???

১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪৯

শায়মা বলেছেন:

৪৩| ১৮ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৫৭

পদ্মপুকুর বলেছেন: হা হা একটা কথা বলি আগে তোমাকে ভাবতাম একটা আপু।.... এই নাম নিয়ে একটা জ্বালাতেই আছি আর কি! আগেও দুয়েকজন একই কথা বলেছে। কিন্তু কি আর করবো, কোন বাচ্চা তার নিজের নাম নিজে সিলেক্ট করতে পারে? বড় হয়ে যখন বুঝতে শেখে, তখন সে নাম আর বদলানোর সক্ষমতা তার থাকে না.....

লম্বা প্রতিমন্তব্যে ধন্যবাদ।

১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:০৩

শায়মা বলেছেন: হা হা না তা তো পারেই না। আর তাও আবার বুড়াকালে!!!
যাইহোক আমাকে চেক করে দেখতে হবে তুমি আমার বুড়ি থুত্থুড়ি কালের নিকটার চাইতেও বড় কিনা। আর তোমার জন্য আরও কিছু ছবি আনছি। ল্যাপটপে গিয়ে আনবো! :)

১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪৫

শায়মা বলেছেন:

ভাইয়া কদিন ধরে টিভিতে দেখছি এক অনলাইন টিচারকে পুচ্চু বেবিরা উইশ করছে।
সেই ঘটনা আমার জীবনে এলো......

৪৪| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০৮

ওমেরা বলেছেন: ঘর সাজানো গোছানো আমার খুব পছন্দের কাজ, আমার অনেক গাছও পছন্দ । অনেক মনোরোম পোষ্ট । ধন্যবাদ আপু।

১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ২:০২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!! থ্যাংক ইউ !! থ্যাংক ইউ!!!!!!!!!!! :)

৪৫| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৫৯

পদ্মপুকুর বলেছেন: সেই ঘটনা আমার জীবনে এলো......

আহা কি আনন্দ আকাশে বাতাসে.... :P

১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:০৬

শায়মা বলেছেন: হা হা ঠিক তাই ভাইয়া!!

অবশ্য লুইজ্জাও লাগছিলো একটু একটু করে অনেক অনেক!!

কারণ আমি আবার লজ্জাবতী লতাও আছি।

৪৬| ১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:২৩

অজ্ঞ বালক বলেছেন: এই পোস্ট চোখে পড়ে নাই কেমনে, দারুণ আপনার ঘর সাজানোর প্রতিভা। খাবার নিয়া কথা কইয়া লাভ নাই, এতদিন কি আর আছে? মুগ্ধ হইয়া গেলাম। পোস্টে ডাইরেক্ট পেলাচ।

১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩১

শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!!

এমনে কথা বলো যেন কতই মজায় আছো!!!

আমিও আনন্দে থাকি। যদিও করোনায় আমার জান জ্বালায় খেলো অনলাইন স্কুলের বাচ্চা! মানে নিত্য নতুন রঙ্গ ঢঙ্গ!!!

নতুন করে সব কিছু নিয়ে হিমশিম খাওয়া।

তবুও মাঝে মাঝেও পাগলামীতে পায়। আনন্দের পাগলামী। মনে হয় সেরোটনিন ডোপামাইনের কাজ কারবার!!! হা হা হা


যাইহোক বালক ভাইয়ু থ্যাংক ইউ সো মাচ ফর প্রশংসা!!! :) :) :)

৪৭| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:১৬

লরুজন বলেছেন: জনমদিন মোবারক
বেবাক মানুষ জানে
আর আমি জানলাম না
এইডাই হয়
এইডা জগতের নিয়ম

যখন তোমার কেউ ছিলনা তখন ছিলাম আমি
এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি

আমি বহুত গোস্বা করছি

১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:২৯

শায়মা বলেছেন: ওলে আসছেন ........

কবে আমার কেউ ছিলো না
বলো গলুমনি
পুরান পাপী হয়েও
তুমি নো কুচ্ছু নো জানি ......


ভালোই তুমি ভালোই জানো
জানতে জনমদিন
গিফটু ভয়ে পালিয়েছিলে
নো মোর মিনমিন ...... :P


৪৮| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৩:৩৫

কাতিআশা বলেছেন: খুব শুন্দর আপু তোমার মতই তোমার ঘর সাজুনি, রান্না বান্না!..তোমার এটা দেখে আমারও আজ একটা ঘর সাজানোর পোস্ট দিতে ইচ্ছে করছে!!!!!!!!!!!!!

২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১৪

শায়মা বলেছেন: তোমার পোস্ট দেখেছি!!!!!!

এমনিতেই আমি ঘর বাড়ি বাগান স্কুল আশপাশ সবই সাজিয়ে ফেলতে ফেলতে শেষ হয়ে যাই। আজকাল ঘর সাজানোর নানা রকম গ্রুপও হয়েছে তাদের ছবি দেখে দেখে আরও শেষ হয়ে যাই। সামু ব্লগে অবশ্য ঘর সাজানোর ছবি মানুষ দেখে ঠিকই কিন্তু মনে মনে ভাবে মনে হয় নাই কাজ খই ভাঁজ তাই মাঝে মাঝে এই আনন্দ শেয়ার করলেও কখনও তোমার মত যোগ্য সমঝদার পাইনি!!!!!

আজ তুমিও দিলে!!!!!!! অনেক অনেক থ্যাংকস আর ভালোবাসা আপুনিমনি!!!!!!!! আমি চাই সব আপুরাই তাদের সাজানো পুতুলের বাড়ির ছবি দিক!!!!!!!! কি মজা হবে তখন!!!!

অনেক অনেক ভালোবাসা আপুনিমনি!!!!!!

তোমার পোস্ট প্রিয়তে নিয়েছি কারণ আসলেই এটা আমার মেইন শখগুলোর মাঝে একটা বিশেষ প্রিয় শখ। ঘর সাজানোর শখ!!!!!!!

৪৯| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫৪

মিরোরডডল বলেছেন:



শায়মাপু সবগুলো ছবি সুন্দর কিন্তু বেস্ট হয়েছে পাখির বাসা আর ডিমটা :)
দারুণ !!!!!

আপুটাকে Belated Happy Birthday!



২১ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আয়নাপুতুল আপুনি!!!!!!! :D


৫০| ২৪ শে আগস্ট, ২০২০ সকাল ১০:২১

সেলিম আনোয়ার বলেছেন: করোনাকে বৃদ্ধা্গুলি দেখিয়ে করছি কাজ
করোনা জয় করে সমুখাপানে ছুটে চলার
দৃপ্ত শপথ করছি আজ ।


শায়মা সুন্দর পোস্ট। অনেক বস্তার ফাকেও আগেই পড়ে ফেলেছি। শায়মার পোস্ট বলে কথা । :)

২৪ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৫৮

শায়মা বলেছেন: বস্তা!!

আজকাল বস্তা নিয়ে কি করছো ভাইয়া? :||

৫১| ২৪ শে আগস্ট, ২০২০ সকাল ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ব্যস্ততা । কী বোর্ডের অবস্থা ভয়াবহ :)

২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২৮

শায়মা বলেছেন: ওহ তাই বস্তা হয়ে গেছে!! এত কবিতার ভার আর কিবোর্ডের সহ্য হলো না!!!

৫২| ২৪ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০০

সেলিম আনোয়ার বলেছেন: আরেক কমেন্টেও বস্তা হয়েছে । পরে ঠিক করে কমেন্ট করেছি। তুমি আনন্দে আছো তো ? তোমার এটা ছবি পোস্ট হয়ে গেছে।
ছবিগুলো ভাল হয়েছে । করোনাকে জয় করতে হবে । দেশের অর্থনীতি চাঙ্গা করতে হবে । ঘুরে দাড়াতে মন থেকে করোনা ভীতি তাড়াতে হবে স্বাস্থ্য বিধি মনে চলতে হবে।

কবিতা বেশি তো হয়নি লেখা
হয়তো আরও অনেক হবে লেখা
কবিতা লেখা মন্দ কাজ নয়তো...... ;)

২৪ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৫

শায়মা বলেছেন: করোনার ভীতি কারো নেই।

পুরাই বীর বাঙ্গালী অবস্তা বস্তা!! কেউ আর মাস্কই পরেনা!:(

৫৩| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৩

আহমেদ জী এস বলেছেন: শায়মা,



আজ এক হপ্তা হয়ে গেলো আপনি এই পোস্ট দিয়েছেন। কিন্তু আপনি যে আপন মনে মাঠে বনে উধাও হয়ে ধেয়ে গেছেন তার নূপুরের ঝংকার শুনতে পেলেও আমারও নব্য উদ্ভুত কিছু ফালতু যন্ত্রনায় মন্তব্য করা হয়ে ওঠেনি।

বেঁচে থাকা নিয়ে কথা। এই ক্রান্তিকালে নিজের মনে নিজেই সুন্দর করে বেঁচে যে আছেন সে-ই ঢের!
সবটা মিলিয়ে তকতকে পরিষ্কার।

আমাদের সোনার হরিন চাইনে , এখন করোনা চলে যাক সেটাই চাই।
শুভেচ্ছান্তে।

২৪ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৬

শায়মা বলেছেন: আমারও উদ্ভুত নব্য লভ্য যন্ত্রনায় আমি শেষ ভাইয়ামনি!!!!!!! :(

তবুও ঝকঝকে তকতকে করে আনন্দ লাভের চেষ্টায় আছি!!! :)

৫৪| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ১০:১১

জুন বলেছেন: আমার পোষ্টে যাওনা যে শায়মা !!
লাগ কচ্ছো কি :-*

২৪ শে আগস্ট, ২০২০ রাত ১০:২০

শায়মা বলেছেন: আপুনি!! মাঝে মাঝে তাকাতে পারি পোস্টগুলোর দিকে। কি যে বিপদে আছি! যদিও কম্পুতেই থাকি সদা ও সর্বদা! চমশা নিতে বেশি দেরি নাহি!!! :(

৫৫| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কবি গুরু কি সাধে বলেছেন দেখেছো বাঙালি করে মানুষ করনি। এর জন্য স্বাস্থ্য খাতে চরম দূর্নীতি কম দায়ী নয়। মানুষ আস্থা হারিয়ে ফেলেছে করোনা বিষয়ে তথ্য উপাত্ত চিকিৎসা ব্যবস্থা সব কিছুর উপর।

২৪ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৪

শায়মা বলেছেন: আহালে ভাইয়া। কবিতা দিয়ে মানুষকে এত অভয় দিলে তাতেও হলো না!!!

৫৬| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: হলো তো মানুষ এখন আর করোনা ভয় করে না মনে আছে বল।

২৪ শে আগস্ট, ২০২০ রাত ১১:১৮

শায়মা বলেছেন: তোমার অকার্য্যকরী কবিতার দাম দিলো না করোনাও! আহা বুকে বল নিয়ে বসে থাকলেও কোনো পাত্তা পাবে না।

৫৭| ৩০ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৪৯

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: হ্যালো, শায়মাপু ক্যামন আছো ?

৩১ শে আগস্ট, ২০২০ রাত ১১:২৭

শায়মা বলেছেন: ভালো আছি ভাইয়ামনি!!!!

তুমি কেমন আছো?

৫৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩০

আখেনাটেন বলেছেন: বিরাট আয়োজন-খানাপিনা-সাজুগুজু। ঐতিহাসিক জুম ক্লাস। :D

বেশতো......আমরাও সঙ্গী হলুম......ভার্চুয়ালি........। B-)

০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৮

শায়মা বলেছেন: ভাইয়া মেজাজটা কি চটেই আছে? নাকি ভালো হয়েছে!!!!

৫৯| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৮

আখেনাটেন বলেছেন: লেখক বলেছেন: ভাইয়া মেজাজটা কি চটেই আছে? নাকি ভালো হয়েছে!!!! === হা হা হা। আপনিও লক্ষ করেছেন তাহলে। এখন মজাই লাগছে............দুনিয়াতে কত কিসিমের জিনিসের সাথেই না চলতে, লড়তে, পড়তে, ঘুরতে, মুড়তে, পুড়তে হবে। করোনাকালে মানুষের মাথা এমনিতেই উদভ্রান্ত..........আর প্লেটো-এরিস্টটলেরা তো দিকভ্রান্ত হবেই.....তাই। :P

০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৪

শায়মা বলেছেন: কয়েকদিন ধরেই লক্ষ্য করছি। স্বনামে বা বেনামে যেমনই থাকি না কেনো। কিছু জিনিস দেখলে ইচ্ছা করে এক চড়ে ভূত ছুটিয়ে দিতে। একজন প্রাজ্ঞ ভাইয়ার অনুরোধে চুপ আছি। কতদিন থাকতে পারবো জানিনা। আমার প্রিয় ভাইয়া আপুনি যারা আছে সবাই খুব বন্ধুবৎসল এখানে। অপ্রিয়রা না অবশ্য। তাকে কোনো কোনো বদমাইসের লাঠি সিন্ডিকেট বলে হয়ত। কিন্তু ব্লগিং এ যত বেয়াদপ এসেছে বেশিদিন টিকেনি। এখানে হয়ত কেচাল হয় বেচালও হয় কিন্তু বেয়াদপী ধোপে টেকেনা বেশিদিন বেয়াদপগুলা। কোনো কোনো হনু হঠাৎ এসে ভাবে মনু!

ঠিক বলেছি না বলো।

তবে ঢিল মারলে পাটকেল না খেয়ে বিদায় হোক এটা আমি চাইনা।

৬০| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৬

আখেনাটেন বলেছেন: লেখক বলেছেন: কয়েকদিন ধরেই লক্ষ্য করছি। স্বনামে বা বেনামে যেমনই থাকি না কেনো। কিছু জিনিস দেখলে ইচ্ছা করে এক চড়ে ভূত ছুটিয়ে দিতে। --- হা হা হা। শেষমেষ ভূত তাড়ানোর দায়িত্ব নিয়ে কি মাদারের বুড়ির স্থানটা আপনিই দখল করবেন নাকি.....এখনকার ভূতেরা কিন্তু এক চিমটি আতেঁলীয় রসের সাথে খাঁটি বাংলায় পারদর্শী। তো সাবধান. :D

ব্লগিং এ যত বেয়াদপ এসেছে বেশিদিন টিকেনি। এখানে হয়ত কেচাল হয় বেচালও হয় কিন্তু বেয়াদপী ধোপে টেকেনা বেশিদিন বেয়াদপগুলা। কোনো কোনো হনু হঠাৎ এসে ভাবে মনু! --------------- আমারও তাই ধারণা। আতেঁলীয় আগাছারা সময়ে বিদূরিত হবে। :)

তবে ঢিল মারলে পাটকেল না খেয়ে বিদায় হোক এটা আমি চাইনা। ----- মাঝে মাঝে ডিফেন্সিভ খেলা ভালো। প্রতিপক্ষ কাউরে না পেয়ে নিজে নিজেই পেট ফাটার উপক্রম হবে.........। কোনো ক্যালোরি নাকি শব্দ খরচ না করেই টমাহক ক্রজ মিসাইল শানানো। হা হা হা। (এই হাসিটা কিন্তু পৈশাচিক হাসি B-)) B-)) )

০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১১

শায়মা বলেছেন: আরে আতেলীয় ভূতেলীও তাড়ানোর মন্ত্র কি আমার জানা নাই মনে করো নাকি!!! কত তাড়ানোর রেকর্ড আছে জীবনে!!!!!!!
ভাবছো কাউকে না পেয়ে পেট ফেটে মরবে!! আমার তো মনে হচ্ছে মাথা ফেটে মানে পাগলামী করে কেউ কেউ নাকি দেওয়ালে মাথা ঠোঁকে। সেইভাবেই মাথা ফেটে মরবে।

মরুক!!

আগে থেকেই ইন্নিনিল্লাহ!!!! :)

৬১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:১৩

অনল চৌধুরী বলেছেন: শেষের ছবিগুলি কার? আপনার ?

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৫৯

শায়মা বলেছেন: লিটিল মিস মাফেটের ভাইয়ু!!!!!!

৬২| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:১৪

ডঃ এম এ আলী বলেছেন:


মাঠে বনে উধাও হতে কে করে মানা
তবে যেখানেই যাও গনটি শুনতে ভুলবানা
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে!
মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে।
তেপান্তরের পাথার পেরোই রূপ-কথার, পথ ভুলে যাই দূর পারে
সেই চুপ্‌-কথার– পারুলবনের চম্পারে মোর হয় জানা মনে মনে।।
সূর্য যখন অস্তে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি।
সাত সাগরের ফেনায় ফেনায় মিশে আমি যাই ভেসে দূর দিশে–
পরীর দেশের বন্ধ দুয়ার দিই হানা মনে মনে।


উধাও হলে চলবেনা চলবেনা ।।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:০৫

শায়মা বলেছেন: https://www.youtube.com/watch?v=xuhMl35roMU


ভাইয়া আমার গাওয়াটা শোনো!!!!!

৬৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩২

ডঃ এম এ আলী বলেছেন:



আপুমনির কন্ঠের গানটি অপুর্ব হয়েছে ,
একরাশ মুগ্ধতার আবেশ ছড়াল মনে ।

সাজু গুজু নাচা নাচি আঁকা আকির পাশে
এ গুণটির পরিচয় পাইনি আগে,এটাতেই
বেশী বিচরণ করলে আরো অনেক
ভাল হতো মনে বাঝে ।

তোমার হাত পাও চোখ মুখ বন্ধ করিবে কেমনে
যত পার আপন মনে ঘোরে বেড়াও মাঠে বনে।
আর গানটি শোন এখনে ।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৫

শায়মা বলেছেন: হায় হায় ভাইয়া এইটা জানতে না???

যাইহোক এখন কেমন আছো ভাইয়ামনি?
নিশ্চয় অনেকটাই সুস্থ্য হয়েছো।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩১

শায়মা বলেছেন: ভাইয়া শাহানা তো আমার কলিজা প্রিয় গায়িকা। এত সুন্দর করে গান গায়।

৬৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৩৪

অনল চৌধুরী বলেছেন: M and del

২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:১১

শায়মা বলেছেন: বুঝেছি ভাইয়া। ম্যাডম্যান ডিলিট ফ্রম লাইফ। আগেই জানি।

৬৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৫

শায়মা বলেছেন:
বাবু বাজার নিরাপদ সন্দেহজনক


নিষিদ্ধ তালিকায় এড করা হলো বাবুমনিকে। যা ভ্যা ভ্যা করে মর বেটা।

৬৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১৩

জাহিদ হাসান বলেছেন: ভালো লাগল আপু।

২২ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

শায়মা বলেছেন: কেমন আছো ভাইয়া এখন???

নিশ্চয় ভালো আছো!! :)

৬৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০১

জাহিদ হাসান বলেছেন: জ্বি ভালো। খাচ্ছি, কথা বলছি, আনন্দ করছি। সুস্থ লাগছে। :)

২২ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৭

শায়মা বলেছেন: হা হা দেখলে তো আমার ফু এর কত গুন!!!!


ফু দিয়ে দিলাম বলেই তো নো চিন্তা হয়ে গেলো!!! :)

৬৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৮

জাহিদ হাসান বলেছেন: আবার কোন অসুখ হলে ডাক্তার না দেখিয়ে তোমার কাছে চলে আসবো আপু।

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৪

শায়মা বলেছেন: একদম ঝাঁড়ফুক দিয়ে অসুখের বাবার নামটাই ভুলিয়ে দেবো। হা হা সব অসুখ পালাবে তখন ভাইয়ামনি......

৬৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২১

উম্মে সায়মা বলেছেন: আপনার রান্নাবান্না, ঘর সাজানো দেখে বরাবরই মুগ্ধ হই আপু। একেবারে অলরাউন্ডার যাকে বলে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২৮

শায়মা বলেছেন: তোমার রান্না বান্না আর ঘরবাড়ি দেখাও। আমিও মুগ্ধ হবই জানি!! :)

৭০| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২১

নাসরিন ইসলাম বলেছেন: কানায় কানায় পরিপূর্ণ একটি চমৎকার পোস্ট, যেদিকেই তাকাই কেবল নান্দনিকতা দৃষ্টি কাড়ে।

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ সো মাচ আপুনি!! তুমি তো একদম নতুন ব্লগার!!! স্বাগতম স্বাগতম!!!

তোমার বাড়ি পড়তে যাবো। :)

অনেক অনেক ভালোবাসা! :)

৭১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি ভুলে সঞ্চয়িতাকে গিতাঞ্জলি বলেছি আমার 'ছাতা আবিষ্কার' পোস্টে আপনার মন্তব্যের জবাবে। ভাত খাওয়ার সময় হঠাৎ মনে পড়লো তাই সংশোধন করে দিলাম। বিভ্রান্তি সৃষ্টির জন্য দুঃখিত। :)

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১০

শায়মা বলেছেন: গীতাঞ্জলি গানের জন্য ভাইয়া। নো প্রবলেম!!! :)

৭২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩০

এম ডি মুসা বলেছেন: অনেক পুরানো একটা পোস্ট করলাম

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩২

শায়মা বলেছেন: কই কই ওকে দেখে আসি তো। অনেক অনেকদিন পরে এলে ভাইয়া!!!

০৮ ই অক্টোবর, ২০২০ রাত ১০:০৩

শায়মা বলেছেন: আজ নতুন পোস্ট দেখে দেখটে ঢুকেছিলাম ভাইয়া।:)

৭৩| ২০ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৪০

মেহবুবা বলেছেন: নান্দনিকতাতেও তোমার সুনিপুণ ছোয়া এবং অধ্যাবসায় ।ভালো থেকো সব সময়ে ।

২০ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৪৩

শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!!!!!

এইতো এখানেই আছি.......

তোমাকে দেখেই তাড়াতাড়ি এলাম।

ভালো আছি এখনও!
তুমি কেমন আছো আপুনিমনি???

৭৪| ২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৪

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: দারুণ সুন্দর সুন্দর মুখরোচক খাবারের ছবি। আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে ডিম সহ পাখির বাসা। ভালো থাকবেন ভাইয়া,শুভেচ্ছা নিরন্তর।

২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৯

শায়মা বলেছেন: আচ্ছা তোমাকে সেমাই দিয়ে বানানো পাখির বাসা শিখিয়ে দেবো ভাইয়া। তখন খেয়ে দেখবে কত্ত মজা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.