নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোবা কাব্য।কৃষ্ণপক্ষের অতৃপ্ত কায়া।কলঙ্কতিলক আঁকা বিতর্কিত।

সালমান মালিক

জীবনের বড্ড চাহিদা, সকাল দুপুর অথবা ক্লান্ত বিকেল সেই চাহিদার অন্বেষণে।নিস্তব্ধতাটা নিজস্ব।গভীর রাত, ঘুমন্ত শহরের এক অকৃত্রিম চাদের কোয়েক ফোটা জোছনা আর নিশাহত আমি হেটে বেড়াতে থাকি রহস্যময়তার বাসস্টপ থেকে বাসস্টপে।সে উদাসীনতায় কেটে গেছে বহু সন্ধিকাল। জীবন্ত এই দেহে মৃত্যুর আনাগোনা, রক্তিম হৃদয়ে অন্ধকার। বিস্রস্ত রোমকূপে শুষে নেই ভালবাসার উষ্ণতা।রক্তের আবেগে পাই ভালবাসার আস্বাদ।দর্শকহীন রূপসীর মতো মধ্যরাতে উজ্জ্বল আলোকে রূপকথার মৃতনগরীর মতো সার সার বাড়ির মিছিল,গলি,ম্যানশন,কালভার্ট ছেড়ে গেছি।উঁচু উঁচু দালানের অস্থিময় বিশালতা হাড়ের ভিতর শুষে নিয়েছি।বিজ্ঞাপনের নগ্ন নায়িকার উচ্ছল যৌবন নিংড়ে হেটে গেছি মাইল মাইল।এগিয়ে যাচ্ছি অনিদির্ষ্ট কালের অপেক্ষায়। যার নাম মৃত্যু, পুনরুত্থান,The Hour of Judgment...

সালমান মালিক › বিস্তারিত পোস্টঃ

খাগড়াছড়ির কিছু পথ (ছবি ব্লগ)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৬

“গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ আমার মন ভুলায় রে”
আলুটিলা, দীর্ঘ পথ উঁচুউঁচু পাহাড় আর কুয়াশা দেয়াল ভাগ্য ভাল থাকলে কুয়াশার অনুপস্থিতিতে এক চিলতি আকাশ দেখা যায়......
এগিয়ে চলি রেসিং ঝর্ণার দিকে......


রেসিং ঝর্ণা, পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা এক বিস্ময়...

ফিরতি পথে...

রহস্যময় গুহা ......

প্রকৃতির অবাক অপরূপ সেই সৌন্দর্যের ভিড়ে পথ হারাতে মন্দ নয়।দিগন্তব্যাপী পাহাড় আর কুয়াশার দেয়াল সামনে দাঁড়িয়ে রহস্যের মায়াজাল, আধিবাসীদের জীবন চরিত, সবুজের লীলাখেলা।
একবার হলেও তার মাঝে হারান চাই......
ধন্যবাদ ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৯

সুমন কর বলেছেন: কিছু লেখা থাকলে আর ভালো হতো।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:


ছবির সংখ্যা বেশী হয়ে গেছে; ছবি থেকে মানুষ সম্পর্কে কিছু বুঝা সম্ভব হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.