নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা মানুষ, আমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়

যাযাবর চিল

i agree to disagree...

যাযাবর চিল › বিস্তারিত পোস্টঃ

মেরি ক্রিসমাস

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪



খৃষ্ঠ ধর্ম বিশ্বাসীদের বিশ্বাসের ১টি মৌলিক উপাদান হল Trinity। পিতা, পুএ ও পবিএ আত্না।ঈশ্বরের ৩টি রুপ।তারা বিশ্বাস করেন পবিএ আত্নার স্পসে ডিসেম্বারের ২৫ তারিখ এ যীশু খৃষ্ঠ কুমারী মা মেরির গর্ভে জন্ম গ্রহন করেন।যীশু হলেন ঈশ্বরের পুএ এবং ঈশ্বর।এই ২৫ ডিসেম্বর খৃষ্ঠ ধর্ম বিশ্বাসীরা ক্রিসমাস ডে বা বড় দিন হিসাবে পালন করে থাকে। আসুন দেখা যাক এ ব্যাপারে মুসলমানদের পবিএ ধর্ম গ্রন্থ কুরআন কি বলে,



'তারা বলে, দয়াময় সন্তান গ্রহণ করেছেন। তোমরা তো এক বীভৎস কথার অবতারণা করেছ। এতে যেন আকাশসমূহ বিদীর্ণ হয়ে যাবে, পৃথিবী খন্ড-বিখন্ড হবে ও পর্বতসমূহ চূর্ণ-বিচূর্ণ হয়ে আপতিত হবে। যেহেতু তারা দয়াময়ের উপর সন্তান আরোপ করে। অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভনীয় নয়। আকাশসমূহে এবং পৃথিবীতে এমন কেউ নেই , যে দয়াময়ের নিকট উপস্থিত হবে না বান্দারূপে।' [সূরা মারইয়াম: ১৯,৮৮-৯৩]



ব্যাপারটা আরও পরিস্কার হতে আমাদের যেতে হবে পবিএ কুরানের ১১২ নম্বর সূরায়।সূরা ইখলাস (১-৪)

'বলুন আল্লাহ এক

আল্লাহ অমুখাপেক্ষী

তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি

এবং তার সমতুল্য কেউ নেই।'



ইসলাম ধর্মে আল্লাহ এর সাথে কাউকে শিরক করা হচ্ছে সবচেয়ে বড় পাপ।মেরি ক্রিসমাস বলাটা চুরান্ত শিরক।আল্লাহ সন্তান গ্রহণ করেন" এই কথা শুনে পাহাড়-পর্বতের ফেটে পড়ার উপক্রম হয়, পৃথিবী খন্ড-বিখন্ড হবার উপক্রম হয়। আগামী কাল এই মেরি ক্রিসমাস ডে।অনেক মুসলমান ভাইদের দেখি এই উইশ করতে।করার আগে একটু চিন্তা করবেন...

খৃষ্ঠান ভাইয়েরা প্লিজ আমার কথার ভুল বুঝবেন।আপনারা কেউ কষ্ট পেলে আমি দু্ঃখিত।আপাদের কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না।(মহানবী সা. বলেছেন, তোমাদের শএু হল তারা যারা পৌওলিক,মুরতি পুজারি ও ইহুদি যদি নিকটতম বন্ধু কেউ থাকে তারা হল খৃষ্ঠান) আমরা আপনাদের ভালবাসি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৬

স্বপনচারিণী বলেছেন: ভেবেছিলাম বড়দিন উইশ করতে এসেছেন। এখন দেখছি ভুল। নতুন এসেই বিরোধিতা শুরু করলেন! আপনার পছন্দ-অপছন্দ অন্যের উপর চাপাতে চাইছেন কেন?অনেক ভাল বিষয় আছে, সেসব নিয়ে আসুন। যার যার ধর্ম তাদের পালন করতে দিন। ঈদের সময় যেমন সব ধর্মের মানুষ আনন্দে শরীক হয়।বড়দিনে হতে দোষ কি! আমরা সবাইতো আল্লাহ্‌র সন্তান।তাঁরই সৃষ্টি। কি ঠিক না? ভাল থাকুন।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২২

যাযাবর চিল বলেছেন: মাহানবী স. বলেছেন তোমাদের শএু হল তারা যারা পোওলিক, মুরতি পুজারি আর ইহুদি।কেউ যদি নিকট বন্ধু থাকে তারা হল খৃষ্ঠান।
সম্ভবত আপনি খৃষ্ঠান। আমরা আপনাদের কে ভালবাসি..আমার কথার ভুল ব্যাখা করবেন না প্লিজ।আমরা যীশূ
(peace be upon him) ভালবাসি এবং সন্মান করি।যে এটা করে না।সে মুসলিম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.