নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা মানুষ, আমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়

যাযাবর চিল

i agree to disagree...

যাযাবর চিল › বিস্তারিত পোস্টঃ

একটি জাহাজ, কিছু হৃদয়বান মানুষ এবং বিশ্ববিবেক

০১ লা জুন, ২০১৪ রাত ১:১৫



একটি প্রশ্ন দিয়ে লেখাটি শুরু করছি ।

পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যা কোন দেশের ?

গণচীন।

খুবই সহজ প্রশ্ন । সহজ উওর। এই প্রশ্ন উওর এর জন্য কোন প্রাইজ পাবেন না।

২য় প্রশ্নটি একটু কঠিন। পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ শহর কোনটি ?

ভাবুন। মাথায় কি আসছে ?

ঢাকা ?

মুম্বাই ??

দিল্লি ???

নাকি সাংহাই ????

উওর মাথায় যেটিই আসুক। ভুল।

সঠিক উওর হল 'গাজা উপত্যকা' ।

পৃথিবীর সবচেয়ে ঘন বসতি পূর্ণ শহর। এটা শহর না বলে কারাগার বলাটিই বেশি যুক্তিযুক্ত।

গাজা উপত্যকা পৃথিবীর সবচেয়ে বড় কারাগার।

এই পৃথিবীর সবচেয়ে অত্যাচারিত অসহায় মানুষ এখানে বাস করে। তাদেরকে তাদের বাড়ি-ঘর, দোকান-পাঠ, শহর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আটকিয়ে রাখা হয়েছে এই জেলে। যেখানে নেই কোন খাবার, পানি, চাষাবাদ করার জন্য জায়গা। নেই কোন কর্মসংস্থান এর ব্যবস্থা..

প্রায় প্রতিদিনই ইসরাইল এর কুকুর গুলো এখানে বিমান হামলা করে। না হলে ধরে নিয়ে যায়। তাদের উদ্দেশ্য এদের সমূল উৎপাটন। এদের রক্ষা করার জন্য নেই কোন আর্মি, নেভি কিংবা বিমান বাহিনী। আছে কিছু পাথর। সুরঙ্গ পথে মিশর যেতে হয় কাজ এর জন্য। সেখান থেকে খাবার এনে কোন রকম বেঁচে থাকা। তাও আবার মাঝে মাঝে মিশর সরকার সুরঙ্গ পথ বন্ধ করে দেয়। তখন...।।



আজ ৩১ মে। ২০১০ সালের এই দিনে কিছু হৃদয়বান মানুষ ঐ সব হতভাগ্য মানুষ ও শিশুদের জন্য কিছু মানবিক সাহায্য নিয়ে যাচ্ছিলেন । Freedom Flotilla নাম জাহাজে করে। তাদের জাহাজে ছিল ঔষদ, শুকনো খাবার, বই, খাতা, কলম, শিশুদের জন্য খেলনা, কাপড় । ইসরাইল এর কুকুর গুলো Freedom Flotilla গাজাতে পৈাছাতে দেয় নি। এই ৩১মে রাতের আঁধারে Freedom Flotilla যখন আন্তযাতিক সমুদ্রসীমায়, নির্মম ভাবে হেলিকাপ্তার ও স্পীড বোড নিয়ে হামলা করে। নির্বিচারে হত্যা করা হয় অসাধারণ মানুষ গুলোকে । এত মানব অধিকার সংগঠন, এত মানবতাবাদী মানুষ। মালালা এর জন্য মানবতাবাদীদের কত দরদ। তারা কই? ? এদের কি চক্ষু লজ্জাও নেই ?!

আজকের এই দিনে সেই সব সূর্য সন্তানদের স্মতির প্রতি অতল শ্রদ্ধা এবং ইসরাইল, তার দালাল সম্প্রদায় এর প্রতি সর্বঅন্তরে ঘৃনা। স্বপ্ন দেখি একদিন আমাদের ঘৃনাতেই ইসরাইল নামটা দুনিয়া থেকে মুছে যাবে। । ।

আমিন । ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.