নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা মানুষ, আমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়

যাযাবর চিল

i agree to disagree...

যাযাবর চিল › বিস্তারিত পোস্টঃ

মুসলিম উম্মাহ এর ইতিহাসে এটি অন্যতম বড় দুর্যোগ এর দিন

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৯

আজ থেকে ঠিক ৭৫৭ বছর ৭ দিন আগে ১২৫৮ সালের ১০ ফ্রেবুয়ারি, হালাকু খাঁ এর নেতৃত্বে মঙ্গলরা মুসলিম খেলাফতের রাজধানী এবং সেই সময়ে জ্ঞানে, ঐশ্বর্যে, মানবতায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর বাগদাদ আক্রমণ করে। কয়েক লক্ষ মানুষ হত্যা করে। উল্লেখ্য তখন কোন রকম মরন অস্ত্র ছিল না। তারা লিটারেলি তলোয়ার, বর্শা, এবং লাঠি দিয়ে হত্যা করে। বাগদাদদের অসাধারন স্থাপত্য, মসজিদ, বিশ্ববিদ্যালয়, বাড়িঘর যা ছিল সে সময়ের সর্বশ্রেষ্ঠ, জ্বালিয়ে দেয়। বাগদাদের কেন্দ্রীয় লাইব্রেরী যাকে House of Knowledge বলা হত, তারা ধংস্ব করে। কয়েক কোটি দুষ্প্রাপ্য বই এর ভলিউম তারা পুড়িয়ে ফেলে। এই বই এর ছাইয়ে দুর্দান্ত ফেরাত নদীর স্রোত থেমে যায়। তারা ছিল বর্বর এবং অসভ্য ভাবেছিল বইগুলো জাদুর উপকরণ এবং লাইব্রেরিয়ান জাদুকর। আব্বাসিয় খলিফা তার পরিবার সমেত হত্যা করে। এবং এর মাধ্যমে আব্বাসিয় খেলাফতের অবসান হয়। মুসলিম উম্মাহ এর ইতিহাসে এটি অন্যতম বড় দুর্যোগ এর দিন।।।।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.