নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা মানুষ, আমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়

যাযাবর চিল

i agree to disagree...

যাযাবর চিল › বিস্তারিত পোস্টঃ

ইসলামি দল এবং ব্যাক্তিত্ব- বর্গের এবছর হজ্বের দুর্ঘটনায় ? চুপ থাকার কারন

১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৬



আমি এই পর্যন্ত কোন বছর হজ্ব করে ফেরার পর হাজিদের এমন মলিন মুখ দেখিনি বা এমন প্রতিক্রিয়া দেখিনি। তারা জানায় সউদি সরকারের অব্যবস্থাপনার কথা। একজন মহিলা কেঁদে কেঁদে বলছিলো, “দুর্ঘটনার সময় পাশেই ছিলাম, সারা পৃথিবি থেকে লক্ষ মানুষ আল্লাহের মেহমান গেছেন সেখানে পায়ে হেঁটে আর রাজার পুত্রের গাড়ি বহরের জন্য একটি রাস্তা বন্ধ করে দিলো তখন মানুষ হুরোহুরির মধ্যে পড়ে যায়। এবং......।। প্রচণ্ড গরম পড়েছিলো কিন্তু আমাদের জন্য পর্যাপ্ত পানি ছিল না। আমাদের সাথে কথাও বলছিলো বাজে ভাষায়”। এর আগে ক্রেন ঘটনা। টানা কয়েকদিন বৃষ্টি হচ্ছিলো, তাদের ইঞ্জিনিয়ার-রা কি জানতো না ক্রেন আছে এবং এভাবে বৃষ্টি হলে তা ভেঙ্গে পড়তে পারে? এটা ইঞ্জিনিয়ার না একটা সাধারন সেন্স থাকা প্রাইমারি স্কুল ফেল করা মানুষেরও আছে। এতকিছুর পরও দেশের ইসলামি ব্যক্তি বা দল গুলো মুখে কুলুপ মেরে বসে আছে, কিছুতো বলছেই না উল্টা ইরান/ইন্দোনেশিয়া এর প্রতিবাদ করেছে বলে তাদের নানান রকম বিশেষণে বিশেষায়িত করছে। এবং সউদি রাজারা কেন এবং কিভাবে মহান তার বর্ণনা করছে।

মাথায় ঘুরছিলো, কেন তারা চুপ? কেন তারা কিছু বলছে না? উওর খুঁজতে গিয়ে যা পেলাম। তা অসাধারন-
আমি একবার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সিটিউটে আরবি ভাষার উপর একটি কোর্স করেছিলাম। আরবি বিভাগের একজন সিনিয়র এবং বিখ্যাত অধ্যাপক আমাদের ক্লাস নিতেন। তিনি সউদি রাজার আমন্ত্রনে হজ্ব করতে গিয়েছিলেন সেই বছর। একদিন ক্লাসে আমাদেরকে তার সউদি রাজার আমন্ত্রনে হজ্ব করার গল্প শোনালেন।
...... প্রতি বছর বাংলাদেশ থেকে ১০০ জন বিশিষ্ট ইসলামি ব্যাক্তিত্ব বা বিশিষ্ট ব্যক্তিকে রাজা দাওয়াত দিয়ে নিয়ে যান হজ্ব করতে (প্রতিটি মুসলিম দেশ থেকেই এভাবে দাওয়াত দেন) । আমাকে রেখেছিলো সেই দলের প্রধান। বিমানের টিকেট সহ যাবতিয় খরচ বহন করেছে সউদি সরকার। জেদ্দা নেমেই দেখি মার্সিডিজ গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের নিয়ে গেল একটি ৫ তারকা হোটেলে, হারমাইন শরিফ থেকে একদম কাছে। হজ্ব পালনে আমাদের বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করেছিলো। মিনাতে আমাদের জন্য আলাদা আলাদা তাবু ছিল। তাবুগুলোও ছিল ৫ তরকা তাবু। এসি, ফ্রিজ, টিভি সবই ছিল তাবুতে। মক্কা থেকে যখন মদিনাতে যাই সাবাই যায় গাড়িতে আমাদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা ছিল। মদিনায় নিয়ে আমাদের অনেক কিছু ঘুরে দেখালো। সর্বশেষ ক্রাউন প্রিন্স আমাদের সম্মানে ডিনারের আয়োজন করলেন। দেখা করেলন। সব টিম লিডারের সাথে ২-১ মিনিট কথা বলেন। এর পর খাবার পালা। সেটা ছিল এলাহি কাণ্ড কারখানা। আমাদের প্রত্যেকের সামনে বুফে ছিল। দুনিয়ায় এমন কোন মাছ মাংস নেই যা ছিল না। আস্ত দুম্বাও ছিল। কমপক্ষে ৩০-৪০ জন খেতে পারবে এত্ত খাবার। খেলাম। হজ্ব পালন শেষে মক্কায় আমাদের ঘোরালো। সউদি বাদশা আমাদের জন্য কিছু উপহার দিলেন। তারপর আমারও সউদি আরবের প্লেনেই দেশে ফেরত আসলাম”।

এবার আরও কিছু যোগ করি। বাংলাদেশে মধ্যপ্রাচ্য আরও নির্দিষ্ট করে বললে সউদি রাজপরিবারের প্রভাবিত কয়েক ডজন এনজিও রয়েছে যেমন রাবেতা, রিভাইরাল অব ইসলামিক হেরিটেজ, ওয়ামি ইত্যাদি ইত্যাদি। এই সব এনজিওর উপদেষ্টা/পরিচালক হিসেবে থাকেন বিশিষ্ট ইসলামি ব্যক্তিগন এবং ইসলামি রাজনৈতিক দলের নেতারা। এদের মাসেহারা নেহাত কম নয়। এছাড়া ইসলামি দল গুলোর (নির্দিষ্ট করে বললে জামায়াত) যে সব ব্যবসায় প্রতিষ্ঠান আছে যেমন ইবনে সিনা, ইসলামি ব্যাংক, সংগ্রাম এসব প্রতিষ্ঠানে মধ্যপ্রাচ্যই সহজ শর্তে প্রচুর লগ্নি করেছে। এদের জন্ম হয়েছে মধ্যপ্রাচ্যের টাকায়। এসব প্রতিষ্ঠানের উপদেষ্টার পদগুলোও অলংকিত করে আছেন তারাই। [যেমন ইসলামি ব্যাংকের শরিয়া বোর্ড]
আমার সব কথা ইতি টানছি এভাবে, যদি দেখেন ইসলামি ব্যক্তিত্ব গন বা দল সমূহ যদি সউদি রাজ রাজাদের ব্যাপারে মুখে কুলুপ এঁটে বসে থাকেন তাহলে বুঝবেন তারা সউদি রাজার ওই দাওয়াত খেয়ে আসা মানুষ বা তাদের রিয়াল ভোগি বা তাহা পাওয়ার আশায় নিবিষ্ট মনে তাদের প্রভু সউদি রাজ রাজাদের প্রশংসায় মগ্ন।
পুনশ্চঃ
 এটা আমার মত। দাবি করছি না এটাই একামাত্র সঠিক মত।
 যেকোন যোক্তিক এবং তথ্যভিওিক সমালোচনা স্বাগতম।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: যা ঘটেছে তা দুঃখজনক। এরকম অব্যবস্থাপনা মেনে নেয়া যায়না।

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২০

যাযাবর চিল বলেছেন: শুধু এই টুকু কথায় থাকলে হবে না। দাবি তুলতে হবে মক্কা-মদিনা হবে সব মুসলিমের শুধু সউদ পরিবারের না।

২| ১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০০

ছাসা ডোনার বলেছেন: সৌদী বাদশাহ রা হলো এক নম্বর আল্লাহর তৈরী শয়তান।ওরা হলো আমেরিকার গৃহপালিত কুকুর, তাই যারা ওদের পা চাটে তাদেরকে এভাবে সন্মান করে। এরাই হলো ইসলামের প্রধান শত্রু। একটু ভাল ভাবে চিন্তা করলেই দেখবেন জংগী সংগঠন আলকায়দা,আইএস এদেরই তৈরী।এই শয়তানরাই জংগীদের অর্থ দিয়ে সাহায্য করে। আমাদের দেশের সব জংগীরাই এদের পয়সায় চলে। এই কারনেই শয়তানের বাচ্চাদের গাড়ীর বহরের জন্য এত ধর্মপ্রানী মুসলিমদের অকাল মৃত্যু হলো। আমাদের দেশের পোশা কুকুরগুলিও এই কারনে চুপচাপ।আল্লাহ এদের অবশ্যই শাস্তি দেবেন।

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২০

যাযাবর চিল বলেছেন: পারশিয়ালি সহমত

৩| ১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার কথা আমার পছন্দ হয়েছে। সহমত।




ভালো থাকবেন নিরন্তর।

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২১

যাযাবর চিল বলেছেন: শুধু এই টুকু কথায় থাকলে হবে না। দাবি তুলতে হবে মক্কা-মদিনা হবে আমাদের সব মুসলিমের শুধু সউদ পরিবারের না।

৪| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৭

নতুন বলেছেন: কথা ঠিকই আছে ভাই।

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২১

যাযাবর চিল বলেছেন: শুধু এই টুকু কথায় থাকলে হবে না। দাবি তুলতে হবে মক্কা-মদিনা হবে আমাদের সব মুসলিমের শুধু সউদ পরিবারের না।

৫| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আমি বিস্তারিত জানতামনা !!

৬| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩১

ছাসা ডোনার বলেছেন: আমিও অনেক আগে থেকে ভেবেছি যে পবিত্র কাবাশরীফের মালিক সারাপৃথিবীর সব মুসলমান কোন রাজাবাদশার নয়। আমি দু:খিত যে কথাটা আমি উল্লেখ করি নাই।আল্লাহর এই জায়গায় কেউ কারো উপর কতৃত্ব করতে পাবে না। আল্লাহ যেন অচিরেই এই সৈরাচারদের শাস্তি দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.