নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা মানুষ, আমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়

যাযাবর চিল

i agree to disagree...

যাযাবর চিল › বিস্তারিত পোস্টঃ

নারিবাদি অ্যামেরিকা এবং......

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১১



একটা ব্যাপার মাথায় এসেও সরে গেছে। আল জাজিরাতে দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের প্রার্থি নির্বাচনে নিউ হ্যাম্পাশায়ারে হিলারি ক্লিনটন, বার্নি সেন্ডারের কাছে বিপুল ব্যবধানে হেরে গেছেন [ ৩৬% বনাম ৬২%] । হিলারি ক্লিনটন অত্যান্ত হেভি ওয়েট রাজনিতিবিদ। তাকে অ্যামেরিকা তথা পৃথিবির ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় ফাস্ট লেডি বললে বাড়িয়ে বলা হবে না। অ্যামেরিকা ইতিহাসের অন্যতম জনপ্রিয় প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বউ। গত ১০ বছর ধরে তিনি প্রেসিডেন্ট নির্বাচনের জন্য চেষ্টা করছেন। এর আগের বছর তিনি বারাক ওবামার মত একজন অখ্যাত, আফ্রো-অ্যামেরিকান তরুনের কাছে হেরে যান। এবারও এর আগের বারের মত মিডিয়া তাকে ইতিমধ্যে ডেমোক্রেটদের প্রার্থি বানিয়ে দিয়েছে, তবে আসলে কি হবে বলা যাচ্ছে না। হিলারি ক্লিনটনের না পারার পেছেনে কারন- তিনি নারি। অ্যামেরিকানরা মুখে নারি অধিকারের ফুল ঝুরি ছোটাক, তাদের প্রেসিডেন্ট হিসেবে তারা কোন নারিকে দেখতে চায় না। এর জন্য আগের বছর তারা একজন অখ্যাত কালো আফ্রিকানকে ভোট দিয়েছে তাও হিলারিকে দেয় নি। দেখা যাক এবার কি হয়............

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২১

কলাবাগান১ বলেছেন: এটা আপনার মনের মাধুরী মিশানো পোস্ট। আমেরিকাতে নারীরা কিভাবে আছে না দেখলে এসে দেখে যাবেন। বার্নির ইকনমিক পলিসি ইয়ং ছেলে মেয়েরা যেভাবে পছন্দ করছে, তাতে ছেলে মেয়ে সবাই তার দিকে বেশী ঝুকে যাচ্ছে আর বেচারা হিলারী.....।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২১

যাযাবর চিল বলেছেন: হতে পারে। আমি ব্লতাছি না আমার কথা ঠিক, আপ্নারটা ভুল। আমি ব্লতাছি ইতিহাস কি বলে সেটা দেখেন। ইতিহাস আমার পক্ষে ব্লতাছে

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০২

ঢাকাবাসী বলেছেন: আমেরিকানরা সাধারণ ভাবে পুরুষতান্ত্রিক সমাজে বিশ্বাস করে। নারী প্রেসিডেন্ট তারা চাইবেনা, চাইতে পারেনা!

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৮

কলাবাগান১ বলেছেন: ওয়ারী তে বইসা ওয়াশিংটন ডিসির পলিটিকস বুঝে এনারা... ""আমেরিকানরা সাধারণ ভাবে পুরুষতান্ত্রিক সমাজে বিশ্বাস করে।"

জামাতি রা এটা বইলা নিজের মতবাদ টা অন্যের উপর চালায় দিতে চায়

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৮

যাযাবর চিল বলেছেন: আপ্নে কলাবাগান বইসা বুঝলে তাদের ওয়ারিতে বুঝলে সমস্যা কি??

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

রাজীব বলেছেন: মিঃ কলাবাগান১, তাহলে আপনি বলুন আমেরিকাতে এতদিনের একজন নারী প্রেসিডেন্ট হলো না কেন??
যেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ইন্দোনেশিয়া এসব দেশ নারী প্রধান অনেক আগেই দেখেছে।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৮

কলাবাগান১ বলেছেন: @রাজীব,

কারো স্বামী, পিতার জোরে আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচিত হয় না। নারীরা বেশ শক্তি সহকারে সরকারেরর সকল ব্রান্চে কাজ করে যাচ্ছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.