নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা মানুষ, আমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়

যাযাবর চিল

i agree to disagree...

যাযাবর চিল › বিস্তারিত পোস্টঃ

জ্ঞানি, দেশপ্রমিক, ছাগু এবং ক্রিকেট

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে ক্রিকেট খেলা দেখতে বসলে আপনি তিন দল জ্ঞানি/দেশপ্রেমিক/ছাগু এর দেখা পাবেন।
প্রথম দল দেশপ্রেমিক- এদের আওয়াজ সবচেয়ে বেশি। এদের কথা, আপনি পাকিস্তানকে সমর্থন করেন!!?? ৭১ সালে পাকিস্তান আমাদের সাথে কি করেছে মনে নাই?? লক্ষ লক্ষ মানুষকে এভাবে কসাইয়ের মত মারলো! কিভাবে পারো ম্যান?? ৪৫ বছর হয়ে গেল ওরা ক্ষমা চায় নি।তাদের সমর্থন!! এরপরও??!!!
তোমার মধ্যে কি একটুও দেশপ্রেম নাই??!!

দ্বিতিয় দল জ্ঞানি- এদের কথার তেজ সবচেয়ে বেশি। এদের কথা, ভারত কে সাপোর্ট করো??!! ফেলানিকে ভুলে গেলে!! ফারাক্কায় দেশটা যে মরুভূমি হয়ে যাচ্ছে!! টিপাই মুখ বাঁধ!! দেখো না সিমান্তে কিভাবে পাখির মত আমাদের মারছে ওরা!!?? এজন্য ওরা ক্ষমা তো চাই-না উল্টা বলে আমাদের নাকি দোষ!! তাদের সমর্থন!!এরপরও??!!!
তোমার মধ্যে কি একটুও দেশপ্রেম নাই??!!

তৃতিয় দল ছাগু- এদের কথায় যুক্তির বোঝা সবচেয়ে বেশি! এদের কথা, ইংল্যান্ডকে সাপোর্ট করো??!! আমাদের ২০০ বছর এভাবে নির্যাতন করলো। আমাদের সব সম্পদে ভরা দেশ লুটপাট করে নিঃস্ব বানিয়ে গেল। দুই-দুইটা দুর্ভিক্ষে চাপিয়ে দিয়ে কয়েক কোটি লোক হত্যা করলো!! তাদের সমর্থন!! এরপরও??!!!
তোমার মধ্যে কি একটুও দেশপ্রেম নাই??!!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

কবি এবং হিমু বলেছেন: আরেক দল আছে ভাই,সুবিধাবাদী।তাদের কোন দল নাই।যে দল জিতে তারা কেবল সে দলের জন্য গলা ফাটায় :D

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

যাযাবর চিল বলেছেন: হুম এদেরকে দুষ্ট দল বলা যেতে পারে, সবার কাছ থিকাই মজা নেয় B-)

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৫

রাসায়নিক প্রানী বলেছেন: ভাই আমরা সাধারন ক্রিকেট ফ্যান। রহিত শর্মার ব্যাটিং স্কিল দেখে যেমন বাহবা দেই, আফ্রিদির ছয় দেখেও হাততালি দেই।
আর বাংলাদেশের কথা কি বলতে হয় নাকি?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

যাযাবর চিল বলেছেন: হুম ম্যাংগো পিপুল

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৭

আহলান বলেছেন: আপ্নে কুন দলে সেটা বুইল্লেন না!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৯

যাযাবর চিল বলেছেন: আমি জনগণের দলে B-)

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১০

কালের সময় বলেছেন: হুম বুঝা বড় দায় =p~

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৭

যাযাবর চিল বলেছেন: হুম। বহমান দেশপ্রেমিকের ভিরে

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪

আহত যোদ্ধা বলেছেন: সব থেকে বড় প্রজাতির আবাল তারা যারা বাংলাদেশ রেখে অন্য কোনো দেশের দলকে পছন্দ করে। এর পরে আছে আমি ইন্ডিয়া/পাকিস্তান কে বাংলাদেশের পর সাপোর্ট করি। এই দুই প্রজাতির আবালদের যুক্তি হল, "ভাই এইটা তো খেলা এর সাথে দেশের সম্পর্ক কি?" ভাই আপনি এই জিনিসটা বুঝেননা বলেই আপনি বড় আবাল। এখন খেলার সাথে সে দেশের সত্তা, অস্তিত্ত, সম্মান, ভালবাসা, রাজনিতি, যুদ্ধ সব জরিয়ে থাকে। আরেক প্রজাতি হল এসব ব্যাপার বোঝার পরেও তারা ইন্ডিয়া বা পাকিস্তান বা অন্য কোনো দলকে সমর্থন করে। এদের জারজ বললেও কম বলা হয়ে যাবে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৬

যাযাবর চিল বলেছেন: কাকা আপ্নে ইংল্যান্দ কে নিয়া কিছু কইলেন না যে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.