নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

‪ভয় এবং ভালবাসার গল্প‬

০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৬



প্রিয়তমা
আমি চাই বেশকিছু ব্যাপারে তুমি ভয় পাও। কিছু সময়
ভয়টা না কমে গিয়ে বেড়ে যাক,জয় হোক সেই সব ভয়ের
তোমার আসলে তেলাপোকা ভয় পাওয়া উচিৎ,রাত্রিবেলা হঠাৎ
তেলাপোকা মশারির ভেতর ঢুকে গেলে যেন ভয়ে চিৎকার করতে করতে
আমার গলা জড়িয়ে ধরে শক্ত করে।
চলুক এ ভয় অবিরত
তোমার আসলে বজ্রপাত ভয় পাওয়া উচিৎ।বজ্রপাত হলে আমার বুকে
গুটিসুটি মেরে শুয়ে থাকবে। বজ্রপাতের শব্দ হলেই জড়িয়ে ধরার
শক্তি আরো বাড়িয়ে দেবে। আমার শ্বাস বন্ধ হয়ে যাই যাই করবে।
কিন্তু চুপচাপ তুমি আরো শক্ত করে জড়িয়ে ধরবে।
এমনি করে তেলাপোকা,বজ্রপাতের শব্দ সহ আরো
অনেক কিছুই ভয় পাওয়া উচিৎ। মাকড়শা ভয় পাওয়া উচিৎ,টিকটিকি
ভয় পাওয়া উচিৎ, আরো অনেক ভয় না পাওয়ার জিনিষ কেও ভয়
পাওয়া উচিৎ। আর সবথেকে উচিৎ যে জিনিষটা তা হলো, সব
অন্ধকারে,সব ঝড়-তুফানে,সব ভয়ে আমার হাত সম্বল করে
নেয়া,আমার বুকে ভয় তাড়াবার মুল্যবান জায়গা করে নেয়া।
এই বুক ই হবে সবচাইতে নির্ভরযোগ্য জায়গা। সবচাইতে
শক্ত,কঠোর এবং সবচাইতে প্রশান্তির স্থান হবে তোমার জন্যে
.
টেনশন এ আছি,আমার তুমি যদি এসব ভয় না পাও?
প্রিয়তমা,তুমি এসব ভয় পেও,এই অনুরোধ টুকু থাকবে
.
আর হ্যাঁ, পারলে রাতের বেলা কারেন্ট চলে গেলেও ভয় পেও
পৃথিবীর সুন্দরতম মায়াবী ভয় দেখতে চাই ঐ চোখে

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২০

বিজন রয় বলেছেন: হা হা হা ,..............

এত আবেগ!!!
++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.