নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

প্রেমপত্র-১০

২০ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৯

প্রিয়তমা,
কাগজ কলম হাতে ইদানিং বাংলা লেখার সুযোগটা কম হয় খুব। মন খারাপ হয়। আমি ছাত্র হিসেবে অসাধারণ গোত্রীয় কখনোই ছিলাম না , সঙ্গত কারণেই প্রথম সারিটা আমার প্রিয় তালিকায় ছিল না কোনও দিন। তবু , দিনশেষে ঝড়ে বক মরলে ফকিরের কেরামতি চলতো টাইপ কিছু ব্যাপার স্যাপার ছিল। আজকাল সেই ফাঁকিবাজির প্রবণতাটা আরো ভয়াবহ! পড়াশোনা ছাড়া পৃথিবীর যেকোনও বস্তু দেখতে ভালো লাগে! এমনকি সেটা লোডশেডিংয়ের অন্ধকারে জ্বালানো অনেক দিনের পুরোনো মোমবাতিও!
টিএসসির ওদিকটায় যাওয়া হয়না অনেকদিন হলো , বেশ কয়েকটা বাচ্চা মেয়েকে দেখতাম বেলিফুলের মালা হাতে দৌড়ে আসতো , ওদের মধ্যে একটা বাচ্চাকে প্রায়ই দেখতাম,মালাগুলো নেড়ে চেড়ে রেখে দিতো। আমার খুব ইচ্ছে,জানো, ঐ মেয়েটার জন্য একদিন কয়েকটা মালা কিনে সাজাই ওকে,অচ্ছ্যুত হয়ে থাকা শৈশব একদিনের জন্য হাসতে শিখুক!
আচ্ছা , নক্ষত্র পতনের রাতগুলোতে তোমার কী খুব বিষণ্ণ লাগে? বারান্দার মানিপ্ল্যান্টে পাও খুঁজে , কুড়িয়ে পাওয়া সুখের মানে? নাকি ভোর হতে হতে টুপটাপ শিশিরের গল্প ঝরে পড়ে অন্য কোথাও!
আরো একটা অগোছালো রাত বাড়ছে .... বাতি নিভিয়ে ঘুমুতে যাও!
শুভ রাত

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৪

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: কাকে বললেন কে শুনলো কে পড়লো আপনার পোষ্ট। আমাকে তো ভালোই লাগল। ধন্যবাদ সেজন্য।।

২১ শে মার্চ, ২০১৬ রাত ১:১২

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: এমনি উদ্দেশ্যহীন লেখা,আপনার ভাল লেগেছে এর জন্য আমি কৃতার্থ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.