নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

প্রেমপত্র-১৩

২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

প্রিয় মেয়ে,
দরকার নেই আমার মত রাগী, একরোখা, আবেগী, সাহসী ছেলের প্রেমে পড়ার,ওটা যে কেউ পড়তে পারে..আমার দেশ নিয়ে লেখালেখি, কবিতা লেখা,বিপদে এগিয়ে যাবার প্রশংসা আমি অনেক শুনেছি..রবীন্দ্রসঙ্গীত প্রেমী হলেই কি ভালোবেসে ফেলতে হবে? নাকি ব্লাক টি শার্ট পারফিউম সবসময় লাগাই বলেই জীবনের সহযাত্রী ভাবতে ইচ্ছে হবে?
প্লিজ তুমি সবার চোখ এড়িয়ে যাওয়া আমার এই বিষন্নতার প্রেমে পড়ো, এলোমেলো আমাকেই প্রচণ্ড ভালোবাসো, আমার চোখের যে অস্থিরতা কেউ দেখতে পায় না তাকে আলিঙ্গন করে নাও..আর পারলে আমার মনটার প্রেমে ডুবে যাও,সবার আড়ালে সব নষ্ট ভন্ড প্রতারনাকে পায়ে মাড়িয়ে যে জেদি ছেলেটা একা পথ চলে,তুমি তার সহযাত্রি হও। যে মনের ভেতর কালবোশেখি বয়ে চলেছে অবিরত, ভাঙছে ভেঙে চুরমার করে দিচ্ছে সব সবকিছুই
ইতি
আমি ভালো নেই

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১০

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব চমৎকার আবেগী আহ্বান। ভালো লাগলো বেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.